দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন ?
উত্তর:
ইন্দিরা গান্ধী।
প্রশ্ন:২
নীল নদ পতিত হয়েছে কোথায় ?
উত্তর:
ভূমধ্যসাগরে।
প্রশ্ন:৩
গ্লাইকোজেন সঞ্চিত থাকে কোথায় ?
উত্তর:
যকৃতে।
প্রশ্ন:৪
কে আমিনি কমিশন গঠন করেন ?
উত্তর:
ওয়ারেন হেস্টিংস।
প্রশ্ন:৫
নন্দ বংশের প্রতিষ্ঠাতা ?
উত্তর:
মহাপদ্ম নন্দ।
প্রশ্ন:৬
মুক্ত সংবহন তন্ত্র দেখা যায়—
উত্তর:
চিংড়ি, আরশোলা, শামুকে।
প্রশ্ন:৭
পাকিস্তানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
উত্তর:
তিরিচমির।
প্রশ্ন:৮
বিখ্যাত রচনা ‘মানব জমিন’ এর লেখক কে ?
উত্তর:
শীর্ষেন্দু মুখোপাধ্যায়।
প্রশ্ন:৯
আলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয় কবে ?
উত্তর:
১৭৫৭ খ্রিস্টাব্দে।
প্রশ্ন:১০
মৃচ্ছকটিক নাটক রচনা করেন ?
উত্তর:
শূদ্রক।
Comments
Post a Comment