ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার (১৭৬৫-১৮৬৫)
প্রশ্ন:১
সগৌলির সন্ধি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
উত্তর:
১৮১৬ খ্রিস্টাব্দে সগৌলির সন্ধি স্বাক্ষরিত হয়।
এই সন্ধি হয়েছিল ইংরেজদের সঙ্গে নেপালের রাজার।
প্রশ্ন:২
কে, কবে দস্তক প্রথা বিলুপ্ত করেন ?
উত্তর:
ওয়ারেন হেস্টিংস ১৭৭৩ খ্রিস্টাব্দে দস্তুক প্রথা বিলুপ্ত করেন।
প্রশ্ন:৩
‘সব লাল হাে যায়েগা' কে, কেন বলেছিলেন ?
উত্তর:
‘সব লাল হাে যায়েগা'— এই উক্তিটি করেছিলেন মহারাজ রণজিৎ সিংহ। একদিন সমগ্র ভারতে ইংরেজ শাসন প্রতিষ্ঠা হবে, এই আশঙ্কায় তিনি খেদের সঙ্গে এই মন্তব্য করেছিলেন।
প্রশ্ন:৪
পিটের ভারত শাসন আইন কবে, কী কারণে প্রবর্তিত হয় ?
উত্তর:
১৭৭৩ খ্রিস্টাব্দে প্রবর্তিত রেগুলেটিং অ্যাক্টের ত্রুটিগুলি দূর করা ও ভারতে কোম্পানির শাসনকে আরও শৃঙ্খলাবদ্ধ করার লক্ষ্যে ১৭৮৪ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উইলিয়াম পিট ব্রিটিশ পার্লামেন্টে এই আইনটি পাস করেন।
প্রশ্ন:৫
বেসিনের সন্ধি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
উত্তর:
বেসিনের সন্ধি ১৮০২ খ্রিস্টাব্দে পেশােয়া দ্বিতীয় বাজীরাও ও লর্ড ওয়েলেসলির মধ্যে স্বাক্ষরিত হয়েছিল।
প্রশ্ন:৬
লাহােরের সন্ধি কবে, কাদের মধ্যে হয় ?
উত্তর:
১৮৪৬ খ্রিস্টাব্দে ইংরেজ ও শিখদের মধ্যে লাহােরের সন্ধি হয়েছিল।
প্রশ্ন:৭
খালিসা বলতে কী বােঝ ?
উত্তর:
দশম শিখগুরু গােবিন্দ সিংহ মােগলদের বিরুদ্ধে শিখদের ঐক্যবদ্ধ করা এবং তাদের সামরিক শিক্ষায় সুশিক্ষিত করে তােলার জন্য কিছু নিয়মশৃঙ্খলা প্রবর্তন করেন, যা খালিসা নামে পরিচিত।
প্রশ্ন:৮
এলিজা ইম্পে কে ? ‘জুডিশিয়াল মার্ডার’ কাকে বলে ?
উত্তর:
সুপ্রিমকোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন এলিজা ইম্পে।
তিনি মিথ্যা অভিযােগের ভিত্তিতে মহারাজ নন্দকুমারকে ফাঁসির হুকুম দিয়েছিলেন, এই ঘটনা ‘জুডিশিয়াল মার্ডার’ নামে পরিচিত।
প্রশ্ন:৯
রেগুলেটিং অ্যাক্ট কবে, কী উদ্দেশ্যে প্রবর্তিত হয় ?
উত্তর:
কোম্পানির ভারত শাসন ব্যবস্থায় শৃঙ্খলা প্রবর্তনের লক্ষ্যে ১৭৭৩ খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টে রেগুলেটিং অ্যাক্ট পাস করানাে হয়।
প্রশ্ন:১০
বেসিনের সন্ধি কোন সালে স্বাক্ষরিত হয় ? এই সন্ধির গুরুত্ব কী ?
উত্তর:
বেসিনের সন্ধি ১৮০২ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়। এই সন্ধির ফলে পেশােয়া পুরােপুরি ইংরেজদের ওপর নির্ভরশীল হয়ে পড়েন।
✶✶✶
⚡ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার (১৭৬৫-১৮৬৫), সেট-২[NEXT]
✶✶✶
Comments
Post a Comment