ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
ব্ল্যাকফুট রােগের কারণ কী ?
উত্তর:
আর্সেনিকের বিষক্রিয়া।
প্রশ্ন:২
পােলিও কী ঘটিত রােগ ?
উত্তর:
ভাইরাস ঘটিত রােগ।
প্রশ্ন:৩
ক্লোরােসিস কী ?
উত্তর:
উদ্ভিদের পাতায় ক্লোরােফিলের অভাবজনিত কারণে হলুদ বর্ণের দাগ সৃষ্টি।
প্রশ্ন:৪
হেপাটাইটিস-এ রােগের সৃষ্টির কারণ কী ?
উত্তর:
জলবাহিত ভাইরাস।
প্রশ্ন:৫
মেলামােনা কী ?
উত্তর:
ত্বকের ক্যান্সার।
প্রশ্ন:৬
ইটাই-ইটাই বা আউচ-আউচ রােগের কারণ কী ?
উত্তর:
ক্যাডমিয়াম ঘটিত জলদূষণ।
প্রশ্ন:৭
নেক্রোসিস কী ?
উত্তর:
উদ্ভিদের পাতায় কোষ শুকিয়ে গেলেও পাতার কলা সংস্থান নষ্ট হলে, পাতা ঝরে পড়লে, তাকে নেক্রোসিস বলে।
প্রশ্ন:৮
অ্যাসিড বৃষ্টির PH-এর মান কত ?
উত্তর:
5-6 এর কম।
প্রশ্ন:৯
মিনামাটা রােগের কারণ কী ?
উত্তর:
পারদ দূষণ।
প্রশ্ন:১০
ফুসফুসে সিলিকা প্রবেশ করে কী রােগের সৃষ্টি করে ?
উত্তর:
সিলিকাসিস।
🔶🔷🔶🔷
👉ভূগোল সেট ২১[PREV]
👉ভূগোল সেট ২৩[NEXT]
🔶🔷🔶🔷
Comments
Post a Comment