Skip to main content

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

দশম শ্রেণী - ভৌতবিজ্ঞান - পরিবেশের জন্য ভাবনা - নোটস (Concern About Our Environment)

পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (VSQ), সেট-২৮

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর


প্রশ্ন:১
ক্ষারের প্রাধান্য কোথায় দেখা যায় ?

উত্তর: 
পেডােক্যাল জাতীয় মাটিতে ক্ষারের প্রাধান্য দেখা যায়।


প্রশ্ন:২
মেগাসিটি কাকে বলা হয় ?

উত্তর:
 50 লক্ষের বেশি বিশিষ্ট শহরকে।


প্রশ্ন:৩
ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ কোনটি ?

উত্তর: 
NH7।


প্রশ্ন:৪
হেপাটাইটিস রােগ কিভাবে হয় ?

উত্তর: 
জলবাহিত হয়ে।


প্রশ্ন:৫
পৃথিবীর সর্বাপেক্ষা জনবহুল দেশ কোনটি ?

উত্তর:
 চীন।


প্রশ্ন:৬
হিউমিফিকেশান কাকে বলে ?

উত্তর: 
হিউমাস গঠনের প্রক্রিয়াকে হিউমিফিকেশান বলে।


প্রশ্ন:৭
গ্রীন হাউস প্রভাব এর ফল কি ?

উত্তর: 
বিশ্ব উষ্ণায়ন।


প্রশ্ন:৮
P.T.I. শব্দের অর্থ কী ?

উত্তর: 
Press trust of India।


প্রশ্ন:৯
ভারতে প্রথম শ্রেণির পৌরবসতির নূন্যতম জনসংখ্যা কত ?

উত্তর: 
500 জন বা তার বেশী।


প্রশ্ন:১০
W.H.O এর সদর দপ্তর কোথায় ?

উত্তর: 
জেনিভা।






🔶🔷🔶🔷

👉ভূগোল সেট ২৭[PREV]


👉ভূগোল সেট ২৯[NEXT]

🔶🔷🔶🔷






Comments