দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
ক্ষারের প্রাধান্য কোথায় দেখা যায় ?
উত্তর:
পেডােক্যাল জাতীয় মাটিতে ক্ষারের প্রাধান্য দেখা যায়।
প্রশ্ন:২
মেগাসিটি কাকে বলা হয় ?
উত্তর:
50 লক্ষের বেশি বিশিষ্ট শহরকে।
প্রশ্ন:৩
ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ কোনটি ?
উত্তর:
NH7।
প্রশ্ন:৪
হেপাটাইটিস রােগ কিভাবে হয় ?
উত্তর:
জলবাহিত হয়ে।
প্রশ্ন:৫
পৃথিবীর সর্বাপেক্ষা জনবহুল দেশ কোনটি ?
উত্তর:
চীন।
প্রশ্ন:৬
হিউমিফিকেশান কাকে বলে ?
উত্তর:
হিউমাস গঠনের প্রক্রিয়াকে হিউমিফিকেশান বলে।
প্রশ্ন:৭
গ্রীন হাউস প্রভাব এর ফল কি ?
উত্তর:
বিশ্ব উষ্ণায়ন।
প্রশ্ন:৮
P.T.I. শব্দের অর্থ কী ?
উত্তর:
Press trust of India।
প্রশ্ন:৯
ভারতে প্রথম শ্রেণির পৌরবসতির নূন্যতম জনসংখ্যা কত ?
উত্তর:
500 জন বা তার বেশী।
প্রশ্ন:১০
W.H.O এর সদর দপ্তর কোথায় ?
উত্তর:
জেনিভা।

Comments
Post a Comment