ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
বাস্তুতন্ত্র কোন্ প্রণালির অন্তর্ভুক্ত ?
উত্তর:
উন্মুক্ত প্রণালি।
প্রশ্ন:২
টেরারােজা কী ?
উত্তর:
চুনাপাথর গঠিত অঞ্চলে অববাহিকার ফলে সৃষ্ট ভূ-আস্তরণ।
প্রশ্ন:৩
বাস্তুতন্ত্রে একটি সজীব উপাদানের নাম করাে।
উত্তর:
সবুজ উদ্ভিদ।
প্রশ্ন:৪
মৃত্তিকা বা Soil শব্দটির উৎস কোথায় ?
উত্তর:
সয়েল বা Soil শব্দটি ল্যাটিন শব্দ সােলাম (Solum) থেকে এসেছে। যার অর্থ হল ‘ভূমিতল’ (Floor)।
প্রশ্ন:৫
জলাশয়ের নীচে বসবাসকারী জীবকূলকে কী বলা হয় ?
উত্তর:
বেনথস।
প্রশ্ন:৬
এডাফোলজি কী ?
উত্তর:
উদ্ভিদের জন্ম, বৃদ্ধিকে প্রভাব বিস্তারকারী মৃত্তিকার আদ্রর্তা।
প্রশ্ন:৭
এজ এফেক্ট নিকোটন কী ?
উত্তর:
বাস্তুতন্ত্রের সীমান্ত বরাবর অবস্থিত বৈচিত্র্যময় জীবগােষ্ঠী।
প্রশ্ন:৮
‘পেডােলজি’ শব্দটির অর্থ কী ?
উত্তর:
মৃত্তিকার উৎপত্তি, স্তরায়ন, বৈশিষ্ট্য, শ্রেণিবিভাগ ও বন্টন সংক্রান্ত বিজ্ঞানসম্মত আলােচনা।
প্রশ্ন:৯
জু-প্ল্যাংটন কোন্ শ্রেণির খাদক ?
উত্তর:
প্রথম শ্রেণির খাদক।
প্রশ্ন:১০
বাস্তুতন্ত্রের একটি জড় উপাদানের নাম করাে।
উত্তর:
জল।
🔶🔷🔶🔷
👉ভূগোল সেট ২০[PREV]
👉ভূগোল সেট ২২[NEXT]
🔶🔷🔶🔷
Comments
Post a Comment