উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
পাতা সৃষ্টিতে কোন্ ভাজক কলা অংশগ্রহণ করে ?
(a) অগ্রস্থ ভাজক কলা
(b) পার্শ্বস্থ ভাজক কলা
(c) নিবেশিত ভাজক কলা
(d) গৌণ ভাজক কলা
উত্তর: A
প্রশ্ন:২
পরিস্ফুরণের দশা অনুযায়ী ভাজক কলা হল—
(a) অগ্রস্থ, পার্শ্বস্থ ও নিবেশিত ভাজক কলা
(b) মাস, প্লেট ও রিব মেরিস্টেম
(c) প্রােটোডার্ম, প্রােক্যাম্বিয়াম ও গ্রাউন্ড মেরিস্টেম
(d) আদি, প্রাথমিক ও গৌণ ভাজক কলা
উত্তর: D
প্রশ্ন:৩
ট্র্যাকিয়াবিহীন একটি উদ্ভিদ হল—
(a) নারকেল
(b) আম
(c) পাইন
(d) নিটাম
উত্তর: C
প্রশ্ন:৪
‘পারণ কোশ’ দেখা যায়—
(a) কাণ্ডে
(b) মূলে
(c) ফুলে
(d) কর্টেক্সে
উত্তর: B
প্রশ্ন:৫
কৌণিক কোলেনকাইমা দেখা যায়—
(a) খেজুরে
(b) পাথরকুচিতে
(c) কুমড়ােয়
(d) তুলসীতে
উত্তর: C
প্রশ্ন:৬
‘পরিচক্র’ উদ্ভিদকলার কোন্ অংশের সঙ্গে সম্পর্কিত ?
(a) নালিকা বান্ডিল
(b) স্টিলি
(c) প্রােটোজাইলেম
(d) কর্টেক্স
উত্তর: B
প্রশ্ন:৭
শীতকালে সিভপ্লেটের ছিদ্রগুলিতে যে কার্বোহাইড্রেটের আস্তরণ পড়ে তাকে বলা হয়—
(a) ক্যালােজ প্যাড
(b) বাস্টতন্তু
(c) কূপ
(d) লিগনিন
উত্তর: A
প্রশ্ন:৮
জাইলেম ও ফ্লোয়েমের পরিবহণ যথাক্রমে—
(a) ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী
(b) ঊর্ধ্বমুখী ও উভমুখী
(c) ঊর্ধ্বমুখী ও পার্শ্বমুখী
(d) নিম্নমুখী ও ঊর্ধ্বমুখী
উত্তর: B
প্রশ্ন:৯
লিগনিনবিহীন সরল যান্ত্রিক কলার উদাহরণ হল—
(a) প্যারেনকাইমা
(b) কোলেনকাইমা
(c) স্ক্লেরেনকাইমা
(d) ক্লোরেনকাইমা
উত্তর: B
প্রশ্ন:১০
ক্যালাস একপ্রকারের—
(a) কার্বোহাইড্রেট
(b) প্রােটিন
(c) ফ্যাট
(d) রেচনবস্তু
উত্তর: A
✸✸✸
উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান সেট ২[NEXT]
✸✸✸
Comments
Post a Comment