নেতাজি সুভাষচন্দ্র বসুর অমর বাণী ও উক্তি ১. “তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।” (তাঁর সবচেয়ে বিখ্যাত উক্তি, যা প্রায়শই স্মরণ করা হয়) ২. “আলোচনার মাধ্যমে ইতিহাসের কোনো বাস্তব পরিবর্তন কখনোই অর্জিত হয়নি।” ৩. “স্বাধীনতা কেউ দেয় না, ছিনিয়ে নিতে হয়।” ৪. “আজ আমাদের একটাই আকাঙ্ক্ষা থাকা উচিত – মরার ইচ্ছা যাতে ভারত বাঁচতে পারে – একজন শহীদের মৃত্যুর মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা, যাতে শহীদের রক্তে স্বাধীনতার পথ প্রশস্ত করা যায়।” ৫. “আমাদের স্বাধীনতার মূল্য নিজের রক্ত দিয়ে দেওয়া আমাদের কর্তব্য।”
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
এককেন্দ্রিক মতবাদের প্রবক্তা কে ?
উত্তর:
বার্জেস।
প্রশ্ন:২
সােলাম সৃষ্টি কিভাবে হয় ?
উত্তর:
A ও B স্তর মিলে সােলাম সৃষ্টি হয়।
প্রশ্ন:৩
ব্লাকফুট রোগ কেন হয় ?
উত্তর:
আর্সেনিক এর প্রভাবে হয়।
প্রশ্ন:৪
Truck-farming কাকে বলে ?
উত্তর:
বাগান কৃষিকে Truck-farming বলে।
প্রশ্ন:৫
প্রতিটি দেশে অরণ্য কতভাগ থাকা প্রয়ােজন ?
উত্তর:
33%।
প্রশ্ন:৬
B.0.D. শব্দের অর্থ কী ?
উত্তর:
Biological Oxygen Demand।
প্রশ্ন:৭
ব্রাজিলকে পৃথিবীর কি বলা হয় ?
উত্তর:
কফিপাত্র বলে।
প্রশ্ন:৮
বৃত্তকলা মতবাদের প্রবক্তা কে ?
উত্তর:
হােমার হােয়েট।
প্রশ্ন:৯
জনগণনা কখন করা হয় ?
উত্তর:
প্রতি 10 বছর অন্তর।
প্রশ্ন:১০
বিশ্বের মোট জনসংখ্যার কত ভাগ শহরে বাস করে ?
উত্তর:
46%।
🔶🔷🔶🔷
👉ভূগোল সেট ৩৩[PREV]
👉ভূগোল সেট ৩৫[NEXT]
🔶🔷🔶🔷

Comments
Post a Comment