ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
এককেন্দ্রিক মতবাদের প্রবক্তা কে ?
উত্তর:
বার্জেস।
প্রশ্ন:২
সােলাম সৃষ্টি কিভাবে হয় ?
উত্তর:
A ও B স্তর মিলে সােলাম সৃষ্টি হয়।
প্রশ্ন:৩
ব্লাকফুট রোগ কেন হয় ?
উত্তর:
আর্সেনিক এর প্রভাবে হয়।
প্রশ্ন:৪
Truck-farming কাকে বলে ?
উত্তর:
বাগান কৃষিকে Truck-farming বলে।
প্রশ্ন:৫
প্রতিটি দেশে অরণ্য কতভাগ থাকা প্রয়ােজন ?
উত্তর:
33%।
প্রশ্ন:৬
B.0.D. শব্দের অর্থ কী ?
উত্তর:
Biological Oxygen Demand।
প্রশ্ন:৭
ব্রাজিলকে পৃথিবীর কি বলা হয় ?
উত্তর:
কফিপাত্র বলে।
প্রশ্ন:৮
বৃত্তকলা মতবাদের প্রবক্তা কে ?
উত্তর:
হােমার হােয়েট।
প্রশ্ন:৯
জনগণনা কখন করা হয় ?
উত্তর:
প্রতি 10 বছর অন্তর।
প্রশ্ন:১০
বিশ্বের মোট জনসংখ্যার কত ভাগ শহরে বাস করে ?
উত্তর:
46%।
🔶🔷🔶🔷
👉ভূগোল সেট ৩৩[PREV]
👉ভূগোল সেট ৩৫[NEXT]
🔶🔷🔶🔷

Comments
Post a Comment