দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
এককেন্দ্রিক মতবাদের প্রবক্তা কে ?
উত্তর:
বার্জেস।
প্রশ্ন:২
সােলাম সৃষ্টি কিভাবে হয় ?
উত্তর:
A ও B স্তর মিলে সােলাম সৃষ্টি হয়।
প্রশ্ন:৩
ব্লাকফুট রোগ কেন হয় ?
উত্তর:
আর্সেনিক এর প্রভাবে হয়।
প্রশ্ন:৪
Truck-farming কাকে বলে ?
উত্তর:
বাগান কৃষিকে Truck-farming বলে।
প্রশ্ন:৫
প্রতিটি দেশে অরণ্য কতভাগ থাকা প্রয়ােজন ?
উত্তর:
33%।
প্রশ্ন:৬
B.0.D. শব্দের অর্থ কী ?
উত্তর:
Biological Oxygen Demand।
প্রশ্ন:৭
ব্রাজিলকে পৃথিবীর কি বলা হয় ?
উত্তর:
কফিপাত্র বলে।
প্রশ্ন:৮
বৃত্তকলা মতবাদের প্রবক্তা কে ?
উত্তর:
হােমার হােয়েট।
প্রশ্ন:৯
জনগণনা কখন করা হয় ?
উত্তর:
প্রতি 10 বছর অন্তর।
প্রশ্ন:১০
বিশ্বের মোট জনসংখ্যার কত ভাগ শহরে বাস করে ?
উত্তর:
46%।
🔶🔷🔶🔷
👉ভূগোল সেট ৩৩[PREV]
👉ভূগোল সেট ৩৫[NEXT]
🔶🔷🔶🔷

Comments
Post a Comment