নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
একটি ফুল সম্পূর্ণ হয় যখন তার থাকে—
(a) বৃতি, দলমণ্ডল, পুংস্তবক ও স্ত্রীস্তবক
(b) বৃতি ও দলমণ্ডল
(c) পুংস্তবক ও স্ত্রীস্তবক
(d) দলমণ্ডল, পুংস্তবক ও স্ত্রীস্তবক
উত্তর: A
প্রশ্ন:২
একটি ফুলের দলাংশের প্রান্তগুলি এমনভাবে সাজানাে থাকে যে, প্রত্যেকটির একপ্রান্ত একটির সাহায্যে ঢাকা থাকে এবং অন্য প্রান্ত দিয়ে পরেরটিকে আবৃত করে। এই পুষ্পপত্রবিন্যাসকে বলে—
(a) ভ্যালভেট
(b) কুইনকানসিয়াল
(c) ইমব্রিকেট
(d) ট্যুইস্টেড
উত্তর: D
প্রশ্ন:৩
Hibiscus ফুল হল—
(a) সমাঙ্গ এবং গর্ভশীর্ষ
(b) সমাঙ্গ এবং গর্ভপাদ
(c) অসমাঙ্গ এবং গর্ভশীর্ষ
(d) অসমাঙ্গ এবং গর্ভপাদ
উত্তর: B
প্রশ্ন:৪
পুষ্পপুটের প্রতিটি অংশকে বলে—
(a) বৃতি
(b) টেপাল
(c) পাপড়ি
(d) মঞ্জরিপত্র
উত্তর: B
প্রশ্ন:৫
পৃথিবীর ক্ষুদ্রতম ফুল—
(a) Rosa indica
(b) Wolffia microscopica
(c) Ranunculus scleratus
(d) Colocasia antiquorum
উত্তর: B
প্রশ্ন:৬
যখন কোনাে পুংস্তবকের পুংকেশরের পরাগধানীগুলি যুক্ত হয় এবং পুংদণ্ড পৃথক হয় তাকে বলে—
(a) সাইন্যানড্রাস
(b) সিনজেনেসিয়াস
(c) মােনােডেলফাস
(d) এপিপেটেলাস
উত্তর: B
প্রশ্ন:৭
সবচেয়ে বড়াে ফুল—
(a) Helianthus
(b) Rafflesia
(c) Nelumbo
(d) Nymphaea
উত্তর: B
প্রশ্ন:৮
শামুকের মাধ্যমে পরাগযােগ ঘটলে তাকে বলে—
(a) ম্যালাকোফিলি
(b) এনটোমােফিলি
(c) চিরােপটেরােফিলি
(d) অরনিথােফিলি
উত্তর: A
প্রশ্ন:৯
পুষ্পাক্ষ হল—
(a) ফুলের গােড়া
(b) ডিম্বাশয়ের গােড়া
(c) পুংরেণুর রূপান্তর
(d) পাপড়ির রূপান্তর
উত্তর: A
প্রশ্ন:১০
পুংকেশর ফুলের পাপড়ির সঙ্গে যুক্ত থাকলে তাকে বলে—
(a) অ্যান্টিপেটেলাস
(b) এপিপেটেলাস
(c) এপিফাইলাস
(d) এপিসেপেলাস
উত্তর: B
✸✸✸
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান সেট ৪[PREV]
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান সেট ৬[NEXT]
✸✸✸
Comments
Post a Comment