ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
একটি ফুল সম্পূর্ণ হয় যখন তার থাকে—
(a) বৃতি, দলমণ্ডল, পুংস্তবক ও স্ত্রীস্তবক
(b) বৃতি ও দলমণ্ডল
(c) পুংস্তবক ও স্ত্রীস্তবক
(d) দলমণ্ডল, পুংস্তবক ও স্ত্রীস্তবক
উত্তর: A
প্রশ্ন:২
একটি ফুলের দলাংশের প্রান্তগুলি এমনভাবে সাজানাে থাকে যে, প্রত্যেকটির একপ্রান্ত একটির সাহায্যে ঢাকা থাকে এবং অন্য প্রান্ত দিয়ে পরেরটিকে আবৃত করে। এই পুষ্পপত্রবিন্যাসকে বলে—
(a) ভ্যালভেট
(b) কুইনকানসিয়াল
(c) ইমব্রিকেট
(d) ট্যুইস্টেড
উত্তর: D
প্রশ্ন:৩
Hibiscus ফুল হল—
(a) সমাঙ্গ এবং গর্ভশীর্ষ
(b) সমাঙ্গ এবং গর্ভপাদ
(c) অসমাঙ্গ এবং গর্ভশীর্ষ
(d) অসমাঙ্গ এবং গর্ভপাদ
উত্তর: B
প্রশ্ন:৪
পুষ্পপুটের প্রতিটি অংশকে বলে—
(a) বৃতি
(b) টেপাল
(c) পাপড়ি
(d) মঞ্জরিপত্র
উত্তর: B
প্রশ্ন:৫
পৃথিবীর ক্ষুদ্রতম ফুল—
(a) Rosa indica
(b) Wolffia microscopica
(c) Ranunculus scleratus
(d) Colocasia antiquorum
উত্তর: B
প্রশ্ন:৬
যখন কোনাে পুংস্তবকের পুংকেশরের পরাগধানীগুলি যুক্ত হয় এবং পুংদণ্ড পৃথক হয় তাকে বলে—
(a) সাইন্যানড্রাস
(b) সিনজেনেসিয়াস
(c) মােনােডেলফাস
(d) এপিপেটেলাস
উত্তর: B
প্রশ্ন:৭
সবচেয়ে বড়াে ফুল—
(a) Helianthus
(b) Rafflesia
(c) Nelumbo
(d) Nymphaea
উত্তর: B
প্রশ্ন:৮
শামুকের মাধ্যমে পরাগযােগ ঘটলে তাকে বলে—
(a) ম্যালাকোফিলি
(b) এনটোমােফিলি
(c) চিরােপটেরােফিলি
(d) অরনিথােফিলি
উত্তর: A
প্রশ্ন:৯
পুষ্পাক্ষ হল—
(a) ফুলের গােড়া
(b) ডিম্বাশয়ের গােড়া
(c) পুংরেণুর রূপান্তর
(d) পাপড়ির রূপান্তর
উত্তর: A
প্রশ্ন:১০
পুংকেশর ফুলের পাপড়ির সঙ্গে যুক্ত থাকলে তাকে বলে—
(a) অ্যান্টিপেটেলাস
(b) এপিপেটেলাস
(c) এপিফাইলাস
(d) এপিসেপেলাস
উত্তর: B
✸✸✸
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান সেট ৪[PREV]
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান সেট ৬[NEXT]
✸✸✸

Comments
Post a Comment