বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: (প্রতিটি প্রশ্নের মান-1) UNIT 1. পরিবেশের জন্য ভাবনা 1.1 ভৌতবিজ্ঞান ও পরিবেশ Q1. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? (মাধ্যমিক ২০১৮) (a) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (b) CH4 (মিথেন) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) H₂O বাম্প। Q 2. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? (মাধ্যমিক ২০২০) (a) NO (নাইট্রোজেন মনোক্সাইড) (b) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) CFC (ক্লোরোফ্লুরোকার্বন)
উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
একটি ফুল সম্পূর্ণ হয় যখন তার থাকে—
(a) বৃতি, দলমণ্ডল, পুংস্তবক ও স্ত্রীস্তবক
(b) বৃতি ও দলমণ্ডল
(c) পুংস্তবক ও স্ত্রীস্তবক
(d) দলমণ্ডল, পুংস্তবক ও স্ত্রীস্তবক
উত্তর: A
প্রশ্ন:২
একটি ফুলের দলাংশের প্রান্তগুলি এমনভাবে সাজানাে থাকে যে, প্রত্যেকটির একপ্রান্ত একটির সাহায্যে ঢাকা থাকে এবং অন্য প্রান্ত দিয়ে পরেরটিকে আবৃত করে। এই পুষ্পপত্রবিন্যাসকে বলে—
(a) ভ্যালভেট
(b) কুইনকানসিয়াল
(c) ইমব্রিকেট
(d) ট্যুইস্টেড
উত্তর: D
প্রশ্ন:৩
Hibiscus ফুল হল—
(a) সমাঙ্গ এবং গর্ভশীর্ষ
(b) সমাঙ্গ এবং গর্ভপাদ
(c) অসমাঙ্গ এবং গর্ভশীর্ষ
(d) অসমাঙ্গ এবং গর্ভপাদ
উত্তর: B
প্রশ্ন:৪
পুষ্পপুটের প্রতিটি অংশকে বলে—
(a) বৃতি
(b) টেপাল
(c) পাপড়ি
(d) মঞ্জরিপত্র
উত্তর: B
প্রশ্ন:৫
পৃথিবীর ক্ষুদ্রতম ফুল—
(a) Rosa indica
(b) Wolffia microscopica
(c) Ranunculus scleratus
(d) Colocasia antiquorum
উত্তর: B
প্রশ্ন:৬
যখন কোনাে পুংস্তবকের পুংকেশরের পরাগধানীগুলি যুক্ত হয় এবং পুংদণ্ড পৃথক হয় তাকে বলে—
(a) সাইন্যানড্রাস
(b) সিনজেনেসিয়াস
(c) মােনােডেলফাস
(d) এপিপেটেলাস
উত্তর: B
প্রশ্ন:৭
সবচেয়ে বড়াে ফুল—
(a) Helianthus
(b) Rafflesia
(c) Nelumbo
(d) Nymphaea
উত্তর: B
প্রশ্ন:৮
শামুকের মাধ্যমে পরাগযােগ ঘটলে তাকে বলে—
(a) ম্যালাকোফিলি
(b) এনটোমােফিলি
(c) চিরােপটেরােফিলি
(d) অরনিথােফিলি
উত্তর: A
প্রশ্ন:৯
পুষ্পাক্ষ হল—
(a) ফুলের গােড়া
(b) ডিম্বাশয়ের গােড়া
(c) পুংরেণুর রূপান্তর
(d) পাপড়ির রূপান্তর
উত্তর: A
প্রশ্ন:১০
পুংকেশর ফুলের পাপড়ির সঙ্গে যুক্ত থাকলে তাকে বলে—
(a) অ্যান্টিপেটেলাস
(b) এপিপেটেলাস
(c) এপিফাইলাস
(d) এপিসেপেলাস
উত্তর: B
✸✸✸
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান সেট ৪[PREV]
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান সেট ৬[NEXT]
✸✸✸

Comments
Post a Comment