দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
সি.ও.ডি. কী ?
উত্তর:
রাসায়নিক অক্সিজেন চাহিদা।
প্রশ্ন:২
অ্যাকোটিক অঞ্চল কী ?
উত্তর:
সমুদ্রের যে গভীরতায় সূৰ্য্যের আলাে পৌঁছায় না।
প্রশ্ন:৩
তরল অক্সিজেনের স্ফুটনাঙ্ক কত ?
উত্তর:
–112.4° সেন্টিগ্রেড।
প্রশ্ন:৪
গ্রিন পিস কী ?
উত্তর:
নেদারল্যাণ্ডের আমস্টারডামে পরিবেশ সুরক্ষার উদ্দেশ্যে গঠিত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবি সংস্থা (1971)।
প্রশ্ন:৫
ওজোন গ্যাসের রঙ কী ?
উত্তর:
নীল।
প্রশ্ন:৬
বসুন্ধরা সম্মেলন কী ?
উত্তর:
রাষ্ট্রসঙ্ঘের তত্ত্বাবধানে ব্রাজিলের রিও-ডি-জেনিরােতে অনুষ্ঠিত আন্তর্জাতিক পরিবেশ সংক্রান্ত অধিবেশন (1992)।
প্রশ্ন:৭
বৃষ্টির জলে PH-এর মান কত ?
উত্তর:
5.5–6.9।
প্রশ্ন:৮
বি.ও.ডি. কী ?
উত্তর:
বায়ােলজিক্যাল অক্সিজেন চাহিদা।
প্রশ্ন:৯
কঠিন ওজোনের গলনাঙ্ক কত ?
উত্তর:
–249.7° সেন্ট্রিগ্রেড।
প্রশ্ন:১০
ক্লোরােফ্লুরাে কার্বন গ্যাসটি কে আবিস্কার করেন ?
উত্তর:
মার্কিন রসায়নবিদ থমাস মিজলে (1930)।

Comments
Post a Comment