উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
অ্যানিমােফিলি হল—
(a) জলের মাধ্যমে পরাগযােগ
(b) বায়ুর মাধ্যমে পরাগযোগ
(c) পতঙ্গের মাধ্যমে পরাগযােগ
(d) পোকার মাধ্যমে পরাগযোগ
উত্তর: B
প্রশ্ন:২
ফুলের পাঁচটি দলাংশের মধ্যে দুটি সম্পূর্ণ ভিতরে ও দুটি সম্পূর্ণ বাইরে এবং অন্যটি ট্যুইস্টেডের মতাে সাজানাে থাকে। পুষ্পপত্রবিন্যাস হবে—
(a) ইমব্রিকেট
(b) ভেক্সিলারি
(c) কুইনকানসিয়াল
(d) ভ্যালভেট
উত্তর: A
প্রশ্ন:৩
পতঙ্গপরাগী/এনটোমােফিলাস ফুলের থাকে—
(a) অসংখ্য পরাগরেণু
(b) উজ্জ্বলবর্ণের পরাগরেণু
(c) শুষ্ক মসৃণ পরাগরেণু
(d) আঠালাে অমসৃণ পরাগরেণু
উত্তর: B
প্রশ্ন:৪
পরাগরেণু বায়ুর মাধ্যমে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলে তাকে বলে—
(a) অ্যানিমােফিলি
(b) এনটোমােফিলি
(c) জুফিলি
(d) ম্যালাকোফিলি
উত্তর: A
প্রশ্ন:৫
সূর্যমুখীর পুষ্পবিন্যাস—
(a) রেসিম
(b) আম্বেল
(c) ক্যাপিচুলাম
(d) কোরিম্ব
উত্তর: C
প্রশ্ন:৬
জুফিলি এক প্রকার পরাগযােগ যা ঘটে—
(a) প্রাণীর মাধ্যমে
(b) পতঙ্গের মাধ্যমে
(c) বাতাসের মাধ্যমে
(d) জলের মাধ্যমে
উত্তর: A
প্রশ্ন:৭
পতঙ্গপরাগী ফুলের বৈশিষ্ট্য হল—
(a) বর্ণহীন
(b) আকৃতিতে বড়াে
(c) বড়াে, বর্ণময়, সুন্দর এবং সুগন্ধযুক্ত
(d) ক্ষুদ্র
উত্তর: C
প্রশ্ন:৮
অরনিথােফিলি পরাগযােগ হল—
(a) পাখির সাহায্যে
(b) বাদুড়ের সাহায্যে
(c) বায়ুর সাহায্যে
(d) মানুষের সাহায্যে
উত্তর: A
প্রশ্ন:৯
বিপরীত পরাগযােগের একটি আদর্শ উদাহরণ হল—
(a) গম
(b) টম্যাটো
(c) আলু
(d) ভুট্টা
উত্তর: D
প্রশ্ন:১০
পরাগযােগ হল—
(a) পরাগধানী থেকে পরাগরেণুর গর্ভমুণ্ডে স্থানান্তর
(b) পরাগধানী থেকে পরাগরেণুর নির্গত হওয়া
(c) পরাগরেণুর বিস্তার
(d) উদ্ভিদের নিষেক
উত্তর: A
✸✸✸
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান সেট ৬[PREV]
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান সেট ৮[NEXT]
✸✸✸
Comments
Post a Comment