পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
হার্ডপ্যান কী ?
উত্তর:
মৃত্তিকার ‘B' স্তরে গঠিত অদ্রাবনীয় স্তর।
প্রশ্ন:২
কোন্ মৃত্তিকার পরিলেখ পরিণত ও সুস্পষ্ট ?
উত্তর:
আঞ্চলিক মৃত্তিকার।
প্রশ্ন:৩
রেগােলিথ কী ?
উত্তর:
কঠিন ভূ-ত্বকের উপরিভাগে অববাহিকার ফলে সৃষ্ট শিলাচূর্ণ।
প্রশ্ন:৪
ব্লকম্পেড বা লেসেনমার কী ?
উত্তর:
আবহবিকারের ফলে সৃষ্ট ট্যালাস গঠিত পর্বতের পাদদেশীয় ভূমিরূপ।
প্রশ্ন:৫
রেনজিনা কী ?
উত্তর:
সাধারণভাবে চুনাপাথর ও মার্বেল থেকে সৃষ্ট মৃত্তিকাকে রেনজিনা বলে।
প্রশ্ন:৬
ডাফ বা মাল কী ?
উত্তর:
পডজল মৃত্তিকার ‘A' স্তরের উপর জৈবমৃদভেদী আস্তরণ।
প্রশ্ন:৭
ডিউরিক্ৰাষ্ট বা ডুরিক্ৰাষ্ট কী ?
উত্তর:
মৃত্তিকার ‘B' স্তরে অদ্রবনীয় পদার্থের সঞ্চয়ের ফলে গঠিত একটি কঠিন আবরণ।
প্রশ্ন:৮
এন্ডোডায়নামােমরফিক মৃত্তিকা কী ?
উত্তর:
যে মৃত্তিকার সৃষ্টিতে আদি শিলার প্রভাব বেশি, তাকে এন্ডোডায়নামােমরফিক মৃত্তিকা বলে।
প্রশ্ন:৯
মৃত্তিকা ক্যাটেনা কী ?
উত্তর:
সমভূপ্রকৃতি যুক্ত অঞ্চলে উচ্চ থেকে নিম্ন পর্যন্ত মৃত্তিকার পর্যায়ক্রমিক অবস্থান।
প্রশ্ন:১০
ক্র্যাটোভিনা কী ?
উত্তর:
চারনােজেম মৃত্তিকার ‘A' স্তরে মৃদভেদী প্রাণিদের দ্বারা সৃষ্ট গর্ত।

Comments
Post a Comment