দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
হার্ডপ্যান কী ?
উত্তর:
মৃত্তিকার ‘B' স্তরে গঠিত অদ্রাবনীয় স্তর।
প্রশ্ন:২
কোন্ মৃত্তিকার পরিলেখ পরিণত ও সুস্পষ্ট ?
উত্তর:
আঞ্চলিক মৃত্তিকার।
প্রশ্ন:৩
রেগােলিথ কী ?
উত্তর:
কঠিন ভূ-ত্বকের উপরিভাগে অববাহিকার ফলে সৃষ্ট শিলাচূর্ণ।
প্রশ্ন:৪
ব্লকম্পেড বা লেসেনমার কী ?
উত্তর:
আবহবিকারের ফলে সৃষ্ট ট্যালাস গঠিত পর্বতের পাদদেশীয় ভূমিরূপ।
প্রশ্ন:৫
রেনজিনা কী ?
উত্তর:
সাধারণভাবে চুনাপাথর ও মার্বেল থেকে সৃষ্ট মৃত্তিকাকে রেনজিনা বলে।
প্রশ্ন:৬
ডাফ বা মাল কী ?
উত্তর:
পডজল মৃত্তিকার ‘A' স্তরের উপর জৈবমৃদভেদী আস্তরণ।
প্রশ্ন:৭
ডিউরিক্ৰাষ্ট বা ডুরিক্ৰাষ্ট কী ?
উত্তর:
মৃত্তিকার ‘B' স্তরে অদ্রবনীয় পদার্থের সঞ্চয়ের ফলে গঠিত একটি কঠিন আবরণ।
প্রশ্ন:৮
এন্ডোডায়নামােমরফিক মৃত্তিকা কী ?
উত্তর:
যে মৃত্তিকার সৃষ্টিতে আদি শিলার প্রভাব বেশি, তাকে এন্ডোডায়নামােমরফিক মৃত্তিকা বলে।
প্রশ্ন:৯
মৃত্তিকা ক্যাটেনা কী ?
উত্তর:
সমভূপ্রকৃতি যুক্ত অঞ্চলে উচ্চ থেকে নিম্ন পর্যন্ত মৃত্তিকার পর্যায়ক্রমিক অবস্থান।
প্রশ্ন:১০
ক্র্যাটোভিনা কী ?
উত্তর:
চারনােজেম মৃত্তিকার ‘A' স্তরে মৃদভেদী প্রাণিদের দ্বারা সৃষ্ট গর্ত।

Comments
Post a Comment