ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
কাকে উন্নয়নের জীবনরেখা বলা হয় ?
উত্তর:
সমুদ্রপথ।
প্রশ্ন:২
ডাম্পিং কী ?
উত্তর:
অস্বাভাবিক কম দামে পণ্য বাজারে বিক্রি করে অন্যায়ভাবে প্রতিযােগী দেশগুলিকে সড়িয়ে দেবার নীতি।
প্রশ্ন:৩
পৃথিবীর বৃহত্তম বিমানবন্দরটি কোথায় অবস্থিত ?
উত্তর:
আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক।
প্রশ্ন:৪
সাইবার স্পেস কী ?
উত্তর:
কম্পিউটার নিয়ন্ত্রিত তথ্য ও যােগাযােগ প্রযুক্তি।
প্রশ্ন:৫
সবচেয়ে প্রাচীন পরিবহন ব্যবস্থাটির নাম কী ?
উত্তর:
সড়কপথ।
প্রশ্ন:৬
ই-কমার্স বলতে কী বােঝ ?
উত্তর:
ইন্টারনেটের সাহায্যে বাড়িতে বা অফিসে বসে পণ্য কেনাবেচার ব্যবস্থা।
প্রশ্ন:৭
ভারতের প্রাচীনতম ও ব্যস্ততম সড়কপথটির নাম কী ?
উত্তর:
গ্র্যান্ড ট্রাঙ্ক রোড।
প্রশ্ন:৮
ভারতের একমাত্র রাষ্ট্রায়ত্ব বিমান সংস্থাটির নাম কী ?
উত্তর:
এয়ার ইন্ডিয়া।
প্রশ্ন:৯
TRAI কথাটির অর্থ কী ?
উত্তর:
টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইণ্ডিয়া।
প্রশ্ন:১০
ভারতের দীর্ঘতম সড়কপথটির নাম কী ?
উত্তর:
বারাণসী-কন্যাকুমারিকা জাতীয় সড়ক।
🔶🔷🔶🔷
👉ভূগোল সেট ২২[PREV]
👉ভূগোল সেট ২৪[NEXT]
🔶🔷🔶🔷
Comments
Post a Comment