জাতীয়তাবাদ ও সংস্কার আন্দোলন
প্রশ্ন:১
‘মিত্র মেলা’ কে প্রতিষ্ঠা করেন এবং কেন ?
উত্তর:
‘মিত্র মেলা’ প্রতিষ্ঠা করেন মহারাষ্ট্রের বিপ্লবী নায়ক বিনায়ক দামােদর সাভারকর।
তিনি বিপ্লবীদের শারীরিক প্রশিক্ষণ দেবার লক্ষ্যে এই গুপ্ত সমিতিটি গঠন করেন।
প্রশ্ন:২
ঊনবিংশ শতাব্দীর একটি সমাজসংস্কার আন্দোলনের উল্লেখ করাে। এই আন্দোলনের পুরােভাগে কে ছিলেন ?
উত্তর:
উনবিংশ শতাব্দীর একটি সমাজসংস্কার আন্দোলন হল সতীদাহ প্রথা-বিরােধী আন্দোলন।
এই আন্দোলনের পুরােভাগে ছিলেন রাজা রামমােহন রায়।
প্রশ্ন:৩
রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন ? তাঁর লেখা দুইটি গ্রন্থের নাম লেখাে।
উত্তর:
রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ (১৮৯৭ খ্রি. ৫ মে) তাঁর লেখা দুটি গ্রন্থ হল—
(১) বর্তমান ভারত এবং
(২) পরিব্রাজক।
প্রশ্ন:৪
ভারতসভা কোন্ সালে প্রতিষ্ঠিত হয় ? এই সভা কোন ব্রিটিশ আইনের বিরুদ্ধে আন্দোলন করেছিল ?
উত্তর:
ভারতসভা প্রতিষ্ঠিত হয় ১৮৭৬ খ্রিস্টাব্দে। এই সভা ইলবার্ট বিল ও সিভিল সার্ভিস আইনের বিরুদ্ধে আন্দোলন করেছিল।
প্রশ্ন:৫
ইয়ংবেঙ্গল দলের মূল লক্ষ্য কী ছিল ?
উত্তর:
ইয়ংবেঙ্গল দলের মূল লক্ষ্য ছিল হিন্দুসমাজকে কুসংস্কারমুক্ত করা।
প্রশ্ন:৬
‘দেশীয় ভাষা সংবাদপত্র আইন’ কে চালু করেন ? এই আইনের দ্বারা ভারতীয়দের কোন অধিকার খর্ব করা হয় ?
উত্তর:
দেশীয় ভাষা সংবাদপত্র আইন চালু করেন লর্ড লিটন। এই আইনের দ্বারা ভারতীয়দের সংবাদপত্রে স্বাধীন মত প্রকাশের অধিকার খর্ব করা হয়।
প্রশ্ন:৭
স্বামী দয়ানন্দ সরস্বতী কে ছিলেন ?
উত্তর:
স্বামী দয়ানন্দ সরস্বতী ছিলেন আর্যসমাজের প্রতিষ্ঠাতা।
প্রশ্ন:৮
কে, কী উদ্দেশ্যে ভারতসভাপ্রতিষ্ঠা করেন ?
উত্তর:
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারতসভা প্রতিষ্ঠা (১৮৭৬ খ্রি.) করেন। ভারতসভা প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল শক্তিশালী জনমত গঠনের মাধ্যমে সর্বভারতীয় রাজনৈতিক আশা-আকাঙ্ক্ষা পূরণ।
প্রশ্ন:৯
ডিরােজিওর অনুগামীরা কী নামে পরিচিত ? এই দলের উদ্দেশ্য কী ছিল ?
উত্তর:
ডিরােজিওর অনুগামীরা অর্থাৎ ডিরােজিয়ানরা নব্যবঙ্গ বা ইয়ংবেঙ্গল দলের সদস্য হিসেবে পরিচিত ছিলেন।
এই দলের প্রধান উদ্দেশ্য ছিল হিন্দুসমাজের বিভিন্ন কুসংস্কারগুলি দূর করা।
প্রশ্ন:১০
রামকৃষ্ণ মিশন কে, কবে প্রতিষ্ঠা করেন ?
উত্তর:
স্বামী বিবেকানন্দ, ১৮৯৭ খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন।
🎕🎕🎕
⚡জাতীয়তাবাদ ও সংস্কার আন্দোলন, সেট-৩[PREV]
⚡জাতীয়তাবাদ ও সংস্কার আন্দোলন, সেট-৫[NEXT]
🎕🎕🎕
Comments
Post a Comment