নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
রাষ্ট্রবিজ্ঞান - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে দুটি যুক্তি দাও।
উত্তর:
(i) প্রতিটি বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে তার ফলে কর্মদক্ষতা বৃদ্ধি পায়।
(ii) দায়িত্বশীলতা বৃদ্ধি পায়।
প্রশ্ন:২
ভারতের রাষ্ট্রপতি জরুরী সংক্রান্ত ক্ষমতা কয় প্রকার ও কী কী ?
উত্তর:
ভারতের রাষ্ট্রপতির তিনরকমের জরুরী ক্ষমতা আছে—
(i) ৩৫২ নম্বর ধারা অনুসারে জাতীয় জরুরী অবস্থা,
(ii) ৩৫৬ নং ধারা অনুসারে রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা, এবং
(iii) ৩৬০ নং ধারা অনুসারে আর্থিক জরুরী অবস্থা।
প্রশ্ন:৩
বিচার বিভাগের দুটি কাজ লেখ।
উত্তর:
(i) বিচার বিভাগের প্রধান কাজ হল আইনের ব্যাখ্যা করা এবং প্রয়ােগ করা।
(ii) ন্যায়বিচারকে সুপ্রতিষ্ঠিত করে গণতন্ত্রের স্বরূপ সংরক্ষণ করা।
প্রশ্ন:৪
ভারতের রাষ্ট্রপতিপদে নির্বাচিত হওয়ার যােগ্যতাগুলি কি কি ?
উত্তর:
(i) ভারতের নাগরিক হতে হবে
(ii) ৩৫ বছর বয়সের কম হবে না
(iii) লােকসভার সদস্য হবার যােগ্যতাসম্পন্ন হতে হবে।
(iv) কোন লাভজনক পদে আসীন থাকা চলবে না এবং
(v) প্রার্থীর মনোেনয়নপত্র অন্তত দশজন নির্বাচকের দ্বারা প্রস্তাবিত এবং অন্য দশজনের দ্বারা সমর্থিত হতে হবে।
প্রশ্ন:৫
আইনসভার দুটি কাজ লেখ।
উত্তর:
(i) আইন প্রনয়ন করা।
(ii) শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করা।
প্রশ্ন:৬
জাতীয় জরুরী অবস্থা বলতে কি বোঝ ?
উত্তর:
যুদ্ধ, বহিরাক্রমন বা আভ্যন্তরীণ ক্ষেত্রে সশস্ত্র বিপ্লব ঘটলে বা ঘটার আশঙ্কা দেখা দিলে সংবিধানের ৩৫২ নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি জাতীয় জরুরী অবস্থা ঘােষণা করতে পারে।
প্রশ্ন:৭
বিচার বিভাগের স্বাধীনতার দুটি শর্ত কি কি ?
উত্তর:
(i) বিচারকদের নিয়ােগের স্বচ্ছতা।
(ii) বিচারকদের কার্যকাল সুনির্দিষ্টকরন করা।
প্রশ্ন:৮
ভারতের রাষ্ট্রপতিকে কিভাবে পদচ্যুত করা যায় ?
উত্তর:
রাষ্ট্রপতিকে ‘ইমপিচমিন্ট’ পদ্ধতির সাহায্যে পদচ্যুত করা যায়। সংবিধান লঙ্ঘনের অভিযােগে পার্লামেন্টের যে কোন কক্ষে উত্থাপন করা অবশ্য ১৪ দিন আগে একটি নােটিশ দিতে হয়। তারপর প্রস্তাবটি দুটি কক্ষের দ্বারা পৃথকভাবে দুই-তৃতীয়াংশের ভােটে গৃহীত হলে রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায়।
প্রশ্ন:৯
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিপক্ষে দুটি যুক্তি দাও।
উত্তর:
(i) তিনটে বিভাগের মধ্যে স্বাতন্ত্র বিরােধ ডেকে আনে।
(ii) তিনটে বিভাগের মধ্যে আইন বিভাগ বেশী শক্তিশালী হয়ে ওঠে, যা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পরিপন্থী।
প্রশ্ন:১০
‘অর্পিত ক্ষমতাপ্রসূত আইন’ কাকে বলে ?
উত্তর:
অনেক সময় আইনসভা কিছু বিশেষ ক্ষেত্রে আইন প্রণয়নের দায়ভার শাসন বিভাগকে দিয়ে থাকে। এই ক্ষমতা বলে শাসন বিভাগ কর্তৃক প্রণীত আইনকে ‘অর্পিত ক্ষমতা প্রসূত আইন’ বলে।
★★★
★★★
Comments
Post a Comment