ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুদূরপ্রসারী। সমুদ্র ভারতের কেবল ভৌগোলিক সীমানাই নির্ধারণ করেনি, বরং এর সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি এবং বিশ্ব-সম্পর্কের উপর গভীর প্রভাব ফেলেছে। ভারতবর্ষের তিনদিক সমুদ্রবেষ্টিত। তাই, ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব থাকাটাই স্বাভাবিক ঘটনা। (১) তিনদিক সমুদ্রবেষ্টিত হওয়ায় তিন দিকের সীমান্ত বেশ সুরক্ষিত। (২) আবার এই সমুদ্রপথ ধরেই আমাদের দেশের সঙ্গে চিন, রোম, মালয়, সুমাত্রা, জাভা, সিংহল ও পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক গড়ে উঠেছে। (৩) এমনকি এই জলপথের মাধ্যমেই রাজনৈতিক প্রাধান্য স্থাপিত হয়েছে।
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ অরণ্যটির নাম কী ?
উত্তর:
সুন্দরবন।
প্রশ্ন:২
এরােসল কী ?
উত্তর:
বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম-ধূলিকণা।
প্রশ্ন:৩
সাইক্রোফাইট কী ?
উত্তর:
ঠাণ্ডা মৃত্তিকায় জন্মানাে উদ্ভিদ।
প্রশ্ন:৪
আর্সেনিক দূষণ কী ?
উত্তর:
আর্সেনিকের বিষক্রিয়ার ফলে জল ও মৃত্তিকা দূষণ।
প্রশ্ন:৫
সাম্মোফাইট কী ?
উত্তর:
বালি ও কাকড় মাটিতে জন্মানাে উদ্ভিদ।
প্রশ্ন:৬
কোন বিজ্ঞানী সর্বপ্রথম ওজোন গহ্বরটি আবিষ্কার করেন ?
উত্তর:
ব্রিটিশ বিজ্ঞানী ডবসন (1950)।
প্রশ্ন:৭
নিথােফাইট কী ?
উত্তর:
শিলার গায়ে জন্মানাে উদ্ভিদ।
প্রশ্ন:৮
গ্লোবাল ওয়ার্মিং কী ?
উত্তর:
গ্রিন হাউস গ্যাসের বৃদ্ধির কারণে বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধির ঘটনা।
প্রশ্ন:৯
আকাশের রং নীল কেন ?
উত্তর:
ধূলিকণার অবস্থান।
প্রশ্ন:১০
ক্যাসমােফাইট কী ?
উত্তর:
পাথরের ফাটলে জন্মানাে উদ্ভিদ।

Comments
Post a Comment