ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ অরণ্যটির নাম কী ?
উত্তর:
সুন্দরবন।
প্রশ্ন:২
এরােসল কী ?
উত্তর:
বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম-ধূলিকণা।
প্রশ্ন:৩
সাইক্রোফাইট কী ?
উত্তর:
ঠাণ্ডা মৃত্তিকায় জন্মানাে উদ্ভিদ।
প্রশ্ন:৪
আর্সেনিক দূষণ কী ?
উত্তর:
আর্সেনিকের বিষক্রিয়ার ফলে জল ও মৃত্তিকা দূষণ।
প্রশ্ন:৫
সাম্মোফাইট কী ?
উত্তর:
বালি ও কাকড় মাটিতে জন্মানাে উদ্ভিদ।
প্রশ্ন:৬
কোন বিজ্ঞানী সর্বপ্রথম ওজোন গহ্বরটি আবিষ্কার করেন ?
উত্তর:
ব্রিটিশ বিজ্ঞানী ডবসন (1950)।
প্রশ্ন:৭
নিথােফাইট কী ?
উত্তর:
শিলার গায়ে জন্মানাে উদ্ভিদ।
প্রশ্ন:৮
গ্লোবাল ওয়ার্মিং কী ?
উত্তর:
গ্রিন হাউস গ্যাসের বৃদ্ধির কারণে বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধির ঘটনা।
প্রশ্ন:৯
আকাশের রং নীল কেন ?
উত্তর:
ধূলিকণার অবস্থান।
প্রশ্ন:১০
ক্যাসমােফাইট কী ?
উত্তর:
পাথরের ফাটলে জন্মানাে উদ্ভিদ।

Comments
Post a Comment