🧱 হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার বিশদ বিবরণ হরপ্পা সভ্যতা (আনুমানিক ২৬০০ - ১৯০০ খ্রিস্টপূর্বাব্দ), যা সিন্ধু সভ্যতা নামেও পরিচিত, প্রাচীন বিশ্বের অন্যতম উন্নত এবং সুপরিকল্পিত নগরকেন্দ্রিক সভ্যতা। হরপ্পা, মহেন-জো-দারো, লোথাল, কালিবঙ্গান এবং ধোলাভিরা-এর মতো স্থানগুলিতে খননকার্যের ফলে যে নগর পরিকল্পনা উন্মোচিত হয়েছে, তা এই সভ্যতার প্রকৌশল ও পৌর প্রশাসনের দক্ষতা প্রমাণ করে। এটি সমসাময়িক মিশরীয় বা মেসোপটেমীয় সভ্যতার নগর পরিকল্পনা থেকেও অনেক বেশি সুশৃঙ্খল ও আধুনিক ছিল।
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ অরণ্যটির নাম কী ?
উত্তর:
সুন্দরবন।
প্রশ্ন:২
এরােসল কী ?
উত্তর:
বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম-ধূলিকণা।
প্রশ্ন:৩
সাইক্রোফাইট কী ?
উত্তর:
ঠাণ্ডা মৃত্তিকায় জন্মানাে উদ্ভিদ।
প্রশ্ন:৪
আর্সেনিক দূষণ কী ?
উত্তর:
আর্সেনিকের বিষক্রিয়ার ফলে জল ও মৃত্তিকা দূষণ।
প্রশ্ন:৫
সাম্মোফাইট কী ?
উত্তর:
বালি ও কাকড় মাটিতে জন্মানাে উদ্ভিদ।
প্রশ্ন:৬
কোন বিজ্ঞানী সর্বপ্রথম ওজোন গহ্বরটি আবিষ্কার করেন ?
উত্তর:
ব্রিটিশ বিজ্ঞানী ডবসন (1950)।
প্রশ্ন:৭
নিথােফাইট কী ?
উত্তর:
শিলার গায়ে জন্মানাে উদ্ভিদ।
প্রশ্ন:৮
গ্লোবাল ওয়ার্মিং কী ?
উত্তর:
গ্রিন হাউস গ্যাসের বৃদ্ধির কারণে বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধির ঘটনা।
প্রশ্ন:৯
আকাশের রং নীল কেন ?
উত্তর:
ধূলিকণার অবস্থান।
প্রশ্ন:১০
ক্যাসমােফাইট কী ?
উত্তর:
পাথরের ফাটলে জন্মানাে উদ্ভিদ।

Comments
Post a Comment