প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) ভারতবর্ষ' নামকরণ: আমাদের প্রিয় মাতৃভূমি 'ভারতবর্ষ'-বিশ্বের অন্যতম প্রাচীনতম দেশ। ডঃ রামশরণ শর্মা-র মতে, 'ভারত'-নামক এক প্রাচীন উপজাতির নামানুসারে আমাদের দেশের নাম হয় 'ভারতবর্ষ'। ভারবর্ষকে 'ইন্ডিয়া'ও বলা হয়ে থাকে। সম্ভবত 'সিন্ধু' শব্দ থেকে 'হিন্দু'র শব্দটির উৎপত্তি হয়েছে; আর গ্রিক ও রোমানদের 'হিন্দু' উচ্চারণ হত 'ইন্ডুস্' বা Indus থেকে। এই প্রাচীন Indus থেকেই বর্তমান India শব্দটির উৎপত্তি। আর, এ-থেকেই গ্রিস লেখক মেগাস্থিনিস-এর বিখ্যাত গ্রন্থটির নাম হয়েছে 'ইন্ডিকা'। ভারতবর্ষের মোট আয়তন ৩২,৮০,৪৮৩ বর্গকিলোমিটার। উত্তর-দক্ষিণে ৩,২০০ কিলোমিটার লম্বা এবং পূর্ব-পশ্চিমে ৩,০০০ কিলোমিটার চওড়া। ভারতবর্ষের উত্তরদিকে চিন, নেপাল ও ভুটান; উত্তর-পশ্চিম দিকে পাকিস্তান; পশ্চিমদিকে আরব সাগর; দক্ষিণদিকে ভারত মহাসাগর এবং পূর্ব দিকে ব্রহ্মদেশ, বাংলাদেশ ও বঙ্গোপসাগর অবস্থিত। এ ছাড়া আরবসাগরে অবস্থিত লাক্ষা, মিনিকয়; বঙ্গোপসাগরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ...
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ অরণ্যটির নাম কী ?
উত্তর:
সুন্দরবন।
প্রশ্ন:২
এরােসল কী ?
উত্তর:
বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম-ধূলিকণা।
প্রশ্ন:৩
সাইক্রোফাইট কী ?
উত্তর:
ঠাণ্ডা মৃত্তিকায় জন্মানাে উদ্ভিদ।
প্রশ্ন:৪
আর্সেনিক দূষণ কী ?
উত্তর:
আর্সেনিকের বিষক্রিয়ার ফলে জল ও মৃত্তিকা দূষণ।
প্রশ্ন:৫
সাম্মোফাইট কী ?
উত্তর:
বালি ও কাকড় মাটিতে জন্মানাে উদ্ভিদ।
প্রশ্ন:৬
কোন বিজ্ঞানী সর্বপ্রথম ওজোন গহ্বরটি আবিষ্কার করেন ?
উত্তর:
ব্রিটিশ বিজ্ঞানী ডবসন (1950)।
প্রশ্ন:৭
নিথােফাইট কী ?
উত্তর:
শিলার গায়ে জন্মানাে উদ্ভিদ।
প্রশ্ন:৮
গ্লোবাল ওয়ার্মিং কী ?
উত্তর:
গ্রিন হাউস গ্যাসের বৃদ্ধির কারণে বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধির ঘটনা।
প্রশ্ন:৯
আকাশের রং নীল কেন ?
উত্তর:
ধূলিকণার অবস্থান।
প্রশ্ন:১০
ক্যাসমােফাইট কী ?
উত্তর:
পাথরের ফাটলে জন্মানাে উদ্ভিদ।

Comments
Post a Comment