দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ অরণ্যটির নাম কী ?
উত্তর:
সুন্দরবন।
প্রশ্ন:২
এরােসল কী ?
উত্তর:
বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম-ধূলিকণা।
প্রশ্ন:৩
সাইক্রোফাইট কী ?
উত্তর:
ঠাণ্ডা মৃত্তিকায় জন্মানাে উদ্ভিদ।
প্রশ্ন:৪
আর্সেনিক দূষণ কী ?
উত্তর:
আর্সেনিকের বিষক্রিয়ার ফলে জল ও মৃত্তিকা দূষণ।
প্রশ্ন:৫
সাম্মোফাইট কী ?
উত্তর:
বালি ও কাকড় মাটিতে জন্মানাে উদ্ভিদ।
প্রশ্ন:৬
কোন বিজ্ঞানী সর্বপ্রথম ওজোন গহ্বরটি আবিষ্কার করেন ?
উত্তর:
ব্রিটিশ বিজ্ঞানী ডবসন (1950)।
প্রশ্ন:৭
নিথােফাইট কী ?
উত্তর:
শিলার গায়ে জন্মানাে উদ্ভিদ।
প্রশ্ন:৮
গ্লোবাল ওয়ার্মিং কী ?
উত্তর:
গ্রিন হাউস গ্যাসের বৃদ্ধির কারণে বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধির ঘটনা।
প্রশ্ন:৯
আকাশের রং নীল কেন ?
উত্তর:
ধূলিকণার অবস্থান।
প্রশ্ন:১০
ক্যাসমােফাইট কী ?
উত্তর:
পাথরের ফাটলে জন্মানাে উদ্ভিদ।

Comments
Post a Comment