বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
রাষ্ট্রবিজ্ঞান - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
রাজ্যপাল হিসেবে নিযুক্ত হওয়ার জন্য কি কি যােগ্যতা প্রয়ােজন ?
রাজ্যপাল হিসেবে নিযুক্ত হওয়ার জন্য কি কি যােগ্যতা প্রয়ােজন ?
উত্তর:
(i) ব্যক্তিকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে ন্যূনতম বয়স ৩৫ বছর হতে হবে।
(ii) তিনি কেন্দ্রীয় বা রাজ্য আইনসভার সদস্য হতে পারবেন না এবং
(iii) কোন সরকারী লাভজনক পদে অধিষ্ঠিত থাকতে পারবে না।
প্রশ্ন:২
রাজ্য আইনসভার সদস্য নয় এমন কোন ব্যক্তিকে মুখ্যমন্ত্রী বা অন্য কোন মন্ত্রী হিসেবে নিয়ােগ করা যায় কি ?
উত্তর:
রাজ্য আইনসভার সদস্য নয় এমন কোন ব্যক্তিকে মুখ্যমন্ত্রী ব অন্যমন্ত্রী হিসেবে নিয়ােগ করা যায় তবে সেই ব্যক্তিকে ছয় মাসের মধ্যে রাজ্য আইনসভার সদস্য হিসেবে নির্বাচিত হতে হয়।
প্রশ্ন:৩
ভারতের অঙ্গরাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা কিভাবে নিযুক্ত হন ?
উত্তর:
অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীদের নিযুক্ত করেন সেই রাজ্যের রাজ্যপাল। রাজ্যবিধান সভায় যে দল বা জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দল বা জোটের নেতা বা নেতৃকেই রাজ্যপাল সাধারণত মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন।
প্রশ্ন:৪
বিধান পরিষদের সদস্যদের কার্যকাল কতদিন ?
উত্তর:
পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার মতাে রাজ্য আইনসভার উচ্চকক্ষ বিধান পরিষদও একটি স্থায়ী কক্ষ। বিধান পরিষদের সদস্যদের কার্যকাল ৬ বছর। প্রতি ২ বছর অন্তর ১/৩ ভাগ সদস্য অবসর গ্রহণ করে এবং সমসংখ্যক নতুন সদস্য নির্বাচিত হন।
প্রশ্ন:৫
কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যক কমিশনের সদস্যদের কিভাবে অপসারণ করা হয় ?
উত্তর:
অসদাচরনের জন্য ভারতের রাষ্ট্রপতি কমিশনের সদস্যদের অপসারণ করতে পারেন। রাষ্ট্রপতি ঐ অভিযােগটি সুপ্রীম কোর্ট দ্বারা অনুসন্ধানের পর সত্য প্রমানিত হলে রাষ্ট্রপতি অভিযুক্ত সদস্যকে পদচ্যুত করতে পারেন।
প্রশ্ন:৬
বর্তমানে ভারতের কোন কোন রাজ্যের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট ?
উত্তর:
বর্তমানে ভারতের ৫ টি অঙ্গরাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে। এগুলি হল—
(i) উত্তরপ্রদেশ,
(ii) বিহার,
(iii) মহারাষ্ট্র,
(iv) কর্ণাটক,
(v) জম্মু ও কাশ্মীর।
প্রশ্ন:৭
রাজ্যের শাসন বিভাগ কাদের নিয়ে গঠিত ?
উত্তর:
রাজ্যের শাসন বিভাগ রাজ্যপাল, রাজ্যের মন্ত্রীসভা এবং স্থায়ী কর্মচারীদের নিয়ে গঠিত।
প্রশ্ন:৮
রাজ্য বিধান পরিষদ কিভাবে গঠিত হয় ?
উত্তর:
রাজ্য আইনসভার উচ্চকক্ষকে বিধান পরিষদ বলা হয়। সাধারণত বিধান পরিষদের ৫/৬ ভাগ সদস্য পরােক্ষভাবে নির্বাচিত হন এবং ১/৬ ভাগ সদস্য রাজ্যপাল কর্তৃক মনােনীত হন।
প্রশ্ন:৯
রাজ্যপালের দুটি বিচার সংক্রান্ত ক্ষমতা উল্লেখ কর।
উত্তর:
(i) রাজ্য হাইকোর্টের বিচারপতি নিয়ােগের সময় রাষ্ট্রপতি সেই রাজ্যের রাজ্যপালের সঙ্গে পরামর্শ করেন
(ii) আইনভঙ্গের অপরাধে দণ্ডিত ব্যক্তির দণ্ড হ্রাস করতে পারেন।
প্রশ্ন:১০
রাজ্যপাল কোন কোন বিলকে রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠাতে পারেন ?
উত্তর:
রাজ্যপাল ইচ্ছা করলে রাজ্য বিধানসভার যে কোন বিলকে রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারেন। তবে কোন কোন বিল রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে পাঠাতে বাধ্য থাকেন। যেমন— ব্যক্তিগত সম্পত্তি অধিগ্রহণ, হাইকোর্টের ক্ষমতা নিয়ন্ত্রণ সংক্রান্ত বিল ইত্যাদি।
★★★
★★★

Comments
Post a Comment