ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
পৃথিবীর সর্বাধিক জনঘনত্ব কোন্ দেশে দেখা যায় ?
উত্তর:
বাংলাদেশ।
প্রশ্ন:২
জনসংখ্যা বৃদ্ধির গুণােত্তর হার কী ?
উত্তর:
1, 2, 4, 8, 16, 32।
প্রশ্ন:৩
কোনাে অঞ্চলে মানুষের বন্টনগত তারতম্যের সূচক কী ?
উত্তর:
জনঘনত্ব।
প্রশ্ন:৪
50 লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট নগরকে কী বলা হয় ?
উত্তর:
মেগাসিটি।
প্রশ্ন:৫
সর্বশেষ জনগণনা অনুযায়ী পৃথিবীর মােট জনসংখ্যা কত ?
উত্তর:
609.56 কোটি।
প্রশ্ন:৬
10 লক্ষের কোটি জনসংখ্যা বিশিষ্ট শহরকে কী বলা হয় ?
উত্তর:
মহানগর।
প্রশ্ন:৭
ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি ?
উত্তর:
পশ্চিমবঙ্গ (904 জন/বর্গকিমি)।
প্রশ্ন:৮
কাকে জনসংখ্যা তত্ত্বের জনক বলা হয় ?
উত্তর:
ম্যালথাসকে।
প্রশ্ন:৯
জাপানের অধিবাসীদের গড় আয়ু কত ?
উত্তর:
82 বছর।
প্রশ্ন:১০
কাম্য জনসংখ্যা তত্ত্বের জনক কে ?
উত্তর:
অধ্যাপক ক্যানান ও স্যাণ্ডার্স।
🔶🔷🔶🔷
👉ভূগোল সেট ১৮[PREV]
👉ভূগোল সেট ২০[NEXT]
🔶🔷🔶🔷
Comments
Post a Comment