দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
WBCS Special MCQs
Physics
ভৌত রাশির একক ও মাত্রা
প্রশ্ন ১
নিচের কোন জোড়াটির মাত্রা একই ?
(a) বল ও বিকৃতি
(b) বল ও পীড়ন
(c) কৌণিক গতিবেগ ও কম্পাঙ্ক
(d) শক্তি ও বিকৃতি
নিচের কোন জোড়াটির মাত্রা একই ?
(a) বল ও বিকৃতি
(b) বল ও পীড়ন
(c) কৌণিক গতিবেগ ও কম্পাঙ্ক
(d) শক্তি ও বিকৃতি
উত্তর :: C
প্রশ্ন ২
শক্তি / (ভর * দৈর্ঘ্য) রাশিটির মাত্রা কোন রাশির মাত্রার সমান ?
(a) বল
(b) চাপ
(c) ক্ষমতা
(d) ত্বরণ
উত্তর :: D
প্রশ্ন ৩
নিচের কোন জোড়ায় রাশিদুটির একক একই ?
(a) তাপ ও তাপমাত্রা
(b) তাপমাত্রা ও মোলসংখ্যা
(c) তাপ ও কার্য
(d) তাপ ও আপেক্ষিক তাপ
নিচের কোন জোড়ায় রাশিদুটির একক একই ?
(a) তাপ ও তাপমাত্রা
(b) তাপমাত্রা ও মোলসংখ্যা
(c) তাপ ও কার্য
(d) তাপ ও আপেক্ষিক তাপ
উত্তর :: C
প্রশ্ন ৪
ফ্যারাডে কিসের একক ?
(a) আধান
(b) ভর
(c) শক্তি
(d) তড়িচ্চালক বল
উত্তর :: A
প্রশ্ন ৫
নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কোনটি অন্যদের থেকে আলাদা ?
(a) দশা-পার্থক্য
(b) তাপের যান্ত্রিক তুল্ল্যাঙ্ক
(c) শব্দের প্রাবল্য
(d) পোয়াসের অনুপাত
উত্তর :: D
প্রশ্ন ৬
নিচের কোন শ্রেণির রাশিগুলির মাত্রা আলাদা ?
(a) বিভবপার্থক্য, তড়িচ্চালক বল, ভোল্টেজ
(b) চাপ, পীড়ন, ইয়ং-গুণাঙ্ক
(c) তাপ, শক্তি, কৃতকার্য
(d) তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তড়িৎ ফ্লাস্ক, তড়িৎ প্রাবল্য
উত্তর :: D
প্রশ্ন ৭
নিচের কোন রাশিটি সময়ের ওপরে নির্ভর করে ?
(a) আলোকবর্ষ
(b) দিন
(c) মাস
(d) সময়
উত্তর :: A
প্রশ্ন ৮
নিচের কোনটি ক্ষুদ্রতম একক ?
(a) মিলিমিটার
(b) আংস্ট্রম
(c) ফার্মি
(d) মিটার
উত্তর :: C
প্রশ্ন ৯
নিচের কোন রাশিটির একক একটি মূল একক ?
(a) আলোকবর্ষ
(b) কম্পাঙ্ক
(c) তড়িদাধান
(d) চুম্বক মেরু
উত্তর :: A
প্রশ্ন ১০
নিচের কোন রাশির মাত্রা চাপের নতির মাত্রার সঙ্গে সমান হবে ?
(a) গতিবেগের নতি
(b) বিভবের নতি
(c) শক্তির নতি
(d) কোনোটিই নয়
উত্তর :: D
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞

Comments
Post a Comment