নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Physics
ভৌত রাশির একক ও মাত্রা
প্রশ্ন ১
নিচের কোন জোড়াটির মাত্রা একই ?
(a) বল ও বিকৃতি
(b) বল ও পীড়ন
(c) কৌণিক গতিবেগ ও কম্পাঙ্ক
(d) শক্তি ও বিকৃতি
নিচের কোন জোড়াটির মাত্রা একই ?
(a) বল ও বিকৃতি
(b) বল ও পীড়ন
(c) কৌণিক গতিবেগ ও কম্পাঙ্ক
(d) শক্তি ও বিকৃতি
উত্তর :: C
প্রশ্ন ২
শক্তি / (ভর * দৈর্ঘ্য) রাশিটির মাত্রা কোন রাশির মাত্রার সমান ?
(a) বল
(b) চাপ
(c) ক্ষমতা
(d) ত্বরণ
উত্তর :: D
প্রশ্ন ৩
নিচের কোন জোড়ায় রাশিদুটির একক একই ?
(a) তাপ ও তাপমাত্রা
(b) তাপমাত্রা ও মোলসংখ্যা
(c) তাপ ও কার্য
(d) তাপ ও আপেক্ষিক তাপ
নিচের কোন জোড়ায় রাশিদুটির একক একই ?
(a) তাপ ও তাপমাত্রা
(b) তাপমাত্রা ও মোলসংখ্যা
(c) তাপ ও কার্য
(d) তাপ ও আপেক্ষিক তাপ
উত্তর :: C
প্রশ্ন ৪
ফ্যারাডে কিসের একক ?
(a) আধান
(b) ভর
(c) শক্তি
(d) তড়িচ্চালক বল
উত্তর :: A
প্রশ্ন ৫
নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কোনটি অন্যদের থেকে আলাদা ?
(a) দশা-পার্থক্য
(b) তাপের যান্ত্রিক তুল্ল্যাঙ্ক
(c) শব্দের প্রাবল্য
(d) পোয়াসের অনুপাত
উত্তর :: D
প্রশ্ন ৬
নিচের কোন শ্রেণির রাশিগুলির মাত্রা আলাদা ?
(a) বিভবপার্থক্য, তড়িচ্চালক বল, ভোল্টেজ
(b) চাপ, পীড়ন, ইয়ং-গুণাঙ্ক
(c) তাপ, শক্তি, কৃতকার্য
(d) তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তড়িৎ ফ্লাস্ক, তড়িৎ প্রাবল্য
উত্তর :: D
প্রশ্ন ৭
নিচের কোন রাশিটি সময়ের ওপরে নির্ভর করে ?
(a) আলোকবর্ষ
(b) দিন
(c) মাস
(d) সময়
উত্তর :: A
প্রশ্ন ৮
নিচের কোনটি ক্ষুদ্রতম একক ?
(a) মিলিমিটার
(b) আংস্ট্রম
(c) ফার্মি
(d) মিটার
উত্তর :: C
প্রশ্ন ৯
নিচের কোন রাশিটির একক একটি মূল একক ?
(a) আলোকবর্ষ
(b) কম্পাঙ্ক
(c) তড়িদাধান
(d) চুম্বক মেরু
উত্তর :: A
প্রশ্ন ১০
নিচের কোন রাশির মাত্রা চাপের নতির মাত্রার সঙ্গে সমান হবে ?
(a) গতিবেগের নতি
(b) বিভবের নতি
(c) শক্তির নতি
(d) কোনোটিই নয়
উত্তর :: D
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
Comments
Post a Comment