বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
পাখির বীজের বিস্তার ঘটানাের উপায় হল—
(a) ফল খেয়ে বীজগুলি অক্ষত অবস্থায় বিষ্ঠার সঙ্গে নির্গত করা
(b) পালকের সাহায্যে বহন করা
(c) ঠোঁটে করে বীজ নিয়ে যাওয়া
(d) ফল খাওয়া এবং পরিপাকের পর বীজ পাখির অন্ত্রে থাকা
উত্তর: A
প্রশ্ন:২
সিভনল—
(a) বহুনিউক্লিয়াসযুক্ত
(b) মৃতকোশ
(c) নিউক্লিয়াসবিহীন
(d) নিউক্লিয়াসযুক্ত
উত্তর: C
প্রশ্ন:৩
একটি সস্যল দ্বিবীজপত্রী উদ্ভিদ হল—
(a) ছোলা
(b) ভুট্টা
(c) মটর
(d) রেড়ি
উত্তর: D
প্রশ্ন:৪
নীচের কোন্ ফুলটির গর্ভকটি ডিম্বাশয় দেখা যায় ?
(a) সরষে
(b) কুমড়াে
(c) মটর
(d) জবা
উত্তর: C
প্রশ্ন:৫
বীজের দুটি বাঁকানাে গর্ভমুণ্ড হুক গঠন করে—
(a) Xanthium
(b) Martynia
(c) Tribulus
(d) Ricinus
উত্তর: B
প্রশ্ন:৬
পুষ্পাক্ষে পুংস্তবক ও স্ত্রীস্তবকের মধ্যের পর্বমধ্যকে বলে—
(a) Androphore
(b) Gynophore
(c) Gynostagium
(d) Gynandrous
উত্তর: B
প্রশ্ন:৭
পাটতন্তু হল—
(a) লম্বা তন্তু
(b) জাইলেম তন্তু
(c) মজ্জা তন্তু
(d) ফ্লোয়েম তন্তু
উত্তর: D
প্রশ্ন:৮
লিচু কোন্ ধরনের ফল—
(a) বেরি
(b) সিপসেলা
(c) নাট
(d) সাইজোকাৰ্পিক ফল
উত্তর: A
প্রশ্ন:৯
যে কোশ খাদ্য সংবহনে অংশগ্রহণ করে তাকে বলে—
(a) সিভটিউব
(b) ট্রাকিড
(c) স্টোনসেল
(d) সিভকোশ
উত্তর: A
প্রশ্ন:১০
ফুলের পুংকেশর ও গর্ভকেশর চক্র বিভিন্ন সময়ে পূর্ণতাপ্রাপ্তির ঘটনাকে বলে—
(a) বহুরূপতা
(b) একলিঙ্গতা
(c) স্ববন্ধ্যাত্ব
(d) বিষম পরিণতি
উত্তর: D

Comments
Post a Comment