নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
জাতীয়তাবাদ ও সংস্কার আন্দোলন
প্রশ্ন:১
ইংরেজরা কেন ইলবার্ট বিলের বিরােধিতা করেছিল ?
উত্তর:
ইলবার্ট বিলে (১৮৮৩ খ্রিস্টাব্দ) জেলা দায়রা আদালতের ভারতীয় বিচারকদের শ্বেতাঙ্গ আসামির বিচারের অধিকার দেওয়া হয়। এর ফলে ইউরােপীয় ও ভারতীয় বিচারকগণ সমমর্যাদার অধিকারী হয়ে ওঠেন। সে কারণে ইংরেজরা ইলবার্ট বিলের বিরােধিতা করে।
প্রশ্ন:২
ভারতীয় জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ? এর প্রথম সভাপতি কে ছিলেন ?
উত্তর:
১৮৮৫ খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এর প্রথম সভাপতি ছিলেন।
প্রশ্ন:৩
ভারতবর্ষে প্রথম সংবাদপত্র কে প্রকাশ করেন ? সেই সংবাদপত্রটির নাম কী ?
উত্তর:
ভারতবর্ষে প্রথম সংবাদপত্র প্রকাশ করেন জেমস অগাস্টাস হিকি। সেই সংবাদপত্রটির নাম ‘বেঙ্গল গেজেট’। এটি ‘হিকির গেজেট’ নামেও পরিচিত ছিল।
প্রশ্ন:৪
প্রার্থনাসমাজের প্রধান দুটি উদ্দেশ্য লেখাে।
উত্তর:
প্রার্থনাসমাজের দুটি প্রধান উদ্দেশ্য হল—
(১) হিন্দুধর্মের সংস্কার, যথা জন্মান্তরবাদ ও পৌত্তলিকতার অসারতা প্রচার।
(২) হিন্দুসমাজ-সংস্কার, যথা বিধবাবিবাহ প্রচলন, স্ত্রী-শিক্ষার প্রসার, বাল্যবিবাহ রােধ প্রভৃতি।
প্রশ্ন:৫
‘আনন্দমঠ’ কে রচনা করেছেন ? এই বইয়ের মূল উপদেশ কী ?
উত্তর:
‘আনন্দমঠ’ রচনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেশমাতৃকার শৃঙ্খলমােচনের লক্ষ্যে ভারতবাসীকে জীবনপণ সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে উপদেশ দিয়েছিল এই বইটি।
প্রশ্ন:৬
কে, কোথায় প্রার্থনাসমাজ স্থাপন করেন ?
উত্তর:
আত্মারাম পান্ডুরঙ্গ মহারাষ্ট্রে প্রার্থনাসমাজ স্থাপন করেন (১৮৬৭ খ্রি.)।
প্রশ্ন:৭
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি ? কত খ্রিস্টাব্দে এটি প্রথম প্রকাশিত হয় ?
উত্তর:
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র ‘দিকদর্শন’। এটি প্রথম প্রকাশিত হয় ১৮১৮ খ্রিস্টাব্দে।
প্রশ্ন:৮
‘পথের দাবী’ও ‘নীলদর্পণ’ কে রচনা করেন ?
উত্তর:
‘পথের দাবী’ রচনা করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
নীলদর্পণ রচনা করেন দীনবন্ধু মিত্র।
প্রশ্ন:৯
ইলবার্ট কে ছিলেন ? ইলবার্ট বিলের প্রধান উদ্দেশ্য কী ছিল ?
উত্তর:
ইলবার্ট ছিলেন লর্ড রিপনের আইন সচিব।
ইলবার্ট বিলের প্রধান উদ্দেশ্য ছিল ভারতীয় জেলা ম্যাজিস্ট্রেট বা দায়রা জজ যাতে ইউরােপীয় বিচারকের সমমর্যাদা লাভ করে ইউরােপীয় অপরাধীর বিচার করতে পারে তার আইনগত ব্যবস্থা করা। এভাবে বিচারব্যবস্থায় স্বচ্ছতা আনার চেষ্টা করা হয়।
প্রশ্ন:১০
‘হিন্দু পেট্রিয়ট’ পত্রিকার সম্পাদক কে ? কত খ্রিস্টাব্দে এটি প্রথম প্রকাশিত হয় ?
উত্তর:
হরিশচন্দ্র মুখােপাধ্যায় ‘হিন্দু পেট্রিয়ট’ পত্রিকার সম্পাদক ছিলেন।
এটি ১৮৩৫ খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়।
Comments
Post a Comment