ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
ভারতের বৃহত্তম লৌহ-ইস্পাত কারখানা কোনটি ?
উত্তর:
ভিলাই।
প্রশ্ন:২
ভারতের বৃহত্তম মােটরগাড়ি নির্মাণ কারখানা কোনটি ?
উত্তর:
হিন্দুস্থান মােটর কারখানা।
প্রশ্ন:৩
কাকে Sunrise Industry বলে ?
উত্তর:
পেট্রোরাসায়নিক শিল্প।
প্রশ্ন:৪
পৃথিবীর বৃহত্তম মােটরগাড়ি উৎপাদনকারী দেশ কোনটি ?
উত্তর:
আমেরিকা যুক্তরাষ্ট্র।
প্রশ্ন:৫
বিশুদ্ধ কাঁচামাল কী ?
উত্তর:
কাঁচামাল ও উৎপাদিত দ্রব্য সমপরিমাণ (1/1) হলে সেই কাঁচামালকে বিশুদ্ধ কাঁচামাল বলে।
প্রশ্ন:৬
আমেরিকা যুক্তরাষ্ট্রে সড়কপথের মােট দৈর্ঘ্য কত ?
উত্তর:
6.25 লক্ষ কিলােমিটার।
প্রশ্ন:৭
বাজাজ অটো লিমিটেড কোথায় অবস্থিত ?
উত্তর:
পুনে-তে।
প্রশ্ন:৮
শেকড় আলগা শিল্প কী ?
উত্তর:
যেসব শিল্প কোনাে নির্দিষ্ট স্থানে নয়। যে কোনাে স্থানে গড়ে ওঠে তাদের শিকড় আলগা শিল্প (Foot Loore Industry) বলে।
প্রশ্ন:৯
পৃথিবীর শ্রেষ্ঠ পেট্রোরাসায়নিক শিল্পোৎপাদক দেশ কোনটি ?
উত্তর:
আমেরিকা যুক্তরাষ্ট্র।
প্রশ্ন:১০
কাকে আধুনিক শিল্প দানব বলা হয় ?
উত্তর:
পেট্রোরাসায়নিক শিল্প।
🔶🔷🔶🔷
👉ভূগোল সেট ২৮[PREV]
👉ভূগোল সেট ৩০[NEXT]
🔶🔷🔶🔷
Comments
Post a Comment