ইতিহাসের উপাদান বলতে কী বোঝো? ইতিহাসের উপাদানগুলির শ্রেণিবিভাগ করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব বিস্তারিত আলোচনা করো। ১. ইতিহাসের উপাদান ইতিহাস হলো মানব সভ্যতার অগ্রগতির ধারাবাহিক বিবরণ। কিন্তু এই বিবরণ কল্পনাপ্রসূত নয়; এটি নির্ভর করে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ওপর। যে সমস্ত উৎস, সাক্ষ্য বা প্রমাণের ওপর ভিত্তি করে ঐতিহাসিকরা অতীত দিনের ঘটনাবলী পুনর্গঠন করেন, তাকেই 'ইতিহাসের উপাদান' (Sources of History) বলা হয়। উপাদান ছাড়া ইতিহাস রচনা করা অন্ধকারে ঢিল ছোঁড়ার শামিল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বা আর. সি. মজুমদার সকলেই একমত যে, প্রাচীন ভারতের ইতিহাসের ক্ষেত্রে উপাদানের গুরুত্ব অপরিসীম। ২. ইতিহাসের উপাদানের শ্রেণিবিভাগ (Classification of Historical Sources) ইতিহাসের উপাদানগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়— (ক) সাহিত্যিক উপাদান এবং (খ) প্রত্নতাত্ত্বিক উপাদান। তবে আধুনিক যুগে এর সাথে আরও কিছু বিষয় যুক্ত হয়েছে। নিচে এর বিস্তারিত দেওয়া হলো: ক) সাহিত্যিক উপাদান (Literary Sources):...
কোম্পানির শাসনের বিরুদ্ধে প্রতিবাদ ও বিদ্রোহ
প্রশ্ন:১
১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সময় ভারতের মােগল সম্রাট কে ছিলেন ? সেই সময়ে ভারতের গভর্নর-জেনারেল কে ছিলেন ?
উত্তর:
১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সময় ভারতের মােগল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ্। সেই সময়ে ভারতের গভর্নর-জেনারেল ছিলেন ক্যানিং।
প্রশ্ন:২
ব্রিটিশ শাসনের প্রথম শতকে দুটি উপজাতি বিদ্রোহের নাম করাে।
উত্তর:
কোল বিদ্রোহ (১৮৩২ খ্রি.),
সাঁওতাল বিদ্রোহ (১৮৫৫ খ্রি.)।
প্রশ্ন:৩
১৮৫৭ খ্রিস্টাব্দে সিপাহি বিদ্রোহের দুটি কারণ উল্লেখ করাে।
উত্তর:
১৮৫৭ খ্রিস্টাব্দে সিপাহি বিদ্রোহের দুটি কারণ হল—
(১) কোম্পানির নির্লজ্জ সাম্রাজ্যবাদী নীতি;
(২) এনফিল্ড রাইফেলের কার্তুজ ব্যবহার-সংক্রান্ত বিরােধ।
প্রশ্ন:৪
১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের ব্যর্থতার দুটি কারণ উল্লেখ করাে।
উত্তর:
১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের ব্যর্থতার দুটি কারণ—
(১) ভারতের সমস্ত অঞ্চলের সিপাহিরা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহে যােগ দেয়নি।
(২) বিদ্রোহী নেতৃবৃন্দের মধ্যে সংহতি ও পরিকল্পনার অভাব ছিল।
প্রশ্ন:৫
ফরাজি আন্দোলনের দুজন বিখ্যাত নেতার নাম করাে।
উত্তর:
ফরাজি আন্দোলনের দুজন বিখ্যাত নেতার নাম হল—
(১) হাজি শরিয়ৎউল্লাহ এবং তাঁর পুত্র
(২) মহম্মদ মহসিন বা দুদুমিঞা।
প্রশ্ন:৬
১৮৫৭ খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের ফল কী হয়েছিল ?
উত্তর:
১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের ফলে—
(১) ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটেছিল।
(২) ভারত শাসন আইন (১৮৬১ খ্রি.) পাস করে ভাইসরয়ের আইন পরিষদে ভারতীয় সদস্য গ্রহণের ব্যবস্থা করা হয়েছিল।
প্রশ্ন:৭
নানাসাহেব ও তাঁতিয়া তােপি বিখ্যাত কেন ?
উত্তর:
নানাসাহেব ছিলেন পেশােয়া দ্বিতীয় বাজীরাও-এর দত্তক পুত্র। ও কানপুরে সিপাহি বিদ্রোহের নেতা। তাঁতিয়া তােপি ছিলেন নানাসাহেবের বিশ্বস্ত অনুচর।
প্রশ্ন:৮
সিপাহি বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল ?
উত্তর:
সিপাহিদের এনফিল্ড রাইফেলের কার্তুজের মােড়কটি দাঁত দিয়ে কেটে তা বন্দুকে ভরতে হত। রটে যায়, মােড়কে গােরু ও শূকরের চর্বি মাখানাে আছে। ফলে ধর্মনাশের ভয়ে সিপাহিরা বিদ্রোহ ঘােষণা করে।
প্রশ্ন:৯
রানি লক্ষ্মীবাঈ স্মরণীয় কেন ?
উত্তর:
ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহে ইংরেজদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। ব্রিটিশ সরকার স্বত্ববিলােপ নীতি প্রয়ােগ করে ঝাঁসি দখল করতে চাইলে লক্ষ্মীবাঈ বিদ্রোহ ঘােষণা করেন।
প্রশ্ন:১০
সাঁওতাল বিদ্রোহের দুজন বিখ্যাত নেতার নাম করাে।
উত্তর:
সাঁওতাল বিদ্রোহের দুজন বিখ্যাত নেতা হলেন
(১) সিধু ও
(২) কানহু।
✸✸✸
✸✸✸

Comments
Post a Comment