🧱 হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার বিশদ বিবরণ হরপ্পা সভ্যতা (আনুমানিক ২৬০০ - ১৯০০ খ্রিস্টপূর্বাব্দ), যা সিন্ধু সভ্যতা নামেও পরিচিত, প্রাচীন বিশ্বের অন্যতম উন্নত এবং সুপরিকল্পিত নগরকেন্দ্রিক সভ্যতা। হরপ্পা, মহেন-জো-দারো, লোথাল, কালিবঙ্গান এবং ধোলাভিরা-এর মতো স্থানগুলিতে খননকার্যের ফলে যে নগর পরিকল্পনা উন্মোচিত হয়েছে, তা এই সভ্যতার প্রকৌশল ও পৌর প্রশাসনের দক্ষতা প্রমাণ করে। এটি সমসাময়িক মিশরীয় বা মেসোপটেমীয় সভ্যতার নগর পরিকল্পনা থেকেও অনেক বেশি সুশৃঙ্খল ও আধুনিক ছিল।
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
স্থিতিস্থাপক প্রতিক্ষেপ তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর:
মার্কিন ভূ-তত্ত্ববিদ রিড।
প্রশ্ন:২
কোন তরঙ্গের বিধ্বংসী ক্ষমতা সবচেয়ে বেশি ?
উত্তর:
পৃষ্টতরঙ্গের বিধ্বংসী ক্ষমতা সবচেয়ে বেশি।
প্রশ্ন:৩
মেরকাল্লিতরঙ্গের মাত্রা কত ?
উত্তর:
মেরকাল্লিতরঙ্গের মাত্রা 1 থেকে 12 পর্যন্ত।
প্রশ্ন:৪
সিন্ইকলজি বলতে কী বােঝ ?
উত্তর:
নির্দিষ্ট কোন অঞ্চলের সমস্ত জীবসম্প্রদায়ের বাস্তুতন্ত্র বিষয় আলােচ্য বিষয়।
প্রশ্ন:৫
এপিসেন্টার কী ?
উত্তর:
ভূ-কম্পকেন্দ্রের ঠিক সােজাসুজি ভূ-পৃষ্ঠের উপরে অবস্থিত স্থান।
প্রশ্ন:৬
অট্ইকলজি বলতে কী বােঝ ?
উত্তর:
কোনাে বিশেষ প্রজাতির বাস্তুতন্ত্র সম্পর্কিত আলােচ্য বিষয়।
প্রশ্ন:৭
এ্যান্টিসেন্টার কী ?
উত্তর:
ভূ-পৃষ্ঠে ভূমিকম্পের উপকেন্দ্রের ঠিক বিপরীত স্থানটিকে এ্যান্টিসেন্টার বলে।
প্রশ্ন:৮
কে সর্বপ্রথম সালােলাকসংশ্লেষ শব্দটি ব্যবহার করেন ?
উত্তর:
বিজ্ঞানী বার্নেস (1898)।
প্রশ্ন:৯
কাকে ভূমিকম্পের দেশ বলা হয় ?
উত্তর:
জাপানকে ভূমিকম্পের দেশ বলা হয়।
প্রশ্ন:১০
সিসমােলজি কী ?
উত্তর:
বিজ্ঞানের যে শাখায় ভূমিকম্প সম্পর্কিত আলােচনা করা হয় তাকে সিসমােলজি বলে।
🔶🔷🔶🔷
👉ভূগোল সেট ৩১[PREV]
👉ভূগোল সেট ৩৩[NEXT]
🔶🔷🔶🔷

Comments
Post a Comment