দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
স্থিতিস্থাপক প্রতিক্ষেপ তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর:
মার্কিন ভূ-তত্ত্ববিদ রিড।
প্রশ্ন:২
কোন তরঙ্গের বিধ্বংসী ক্ষমতা সবচেয়ে বেশি ?
উত্তর:
পৃষ্টতরঙ্গের বিধ্বংসী ক্ষমতা সবচেয়ে বেশি।
প্রশ্ন:৩
মেরকাল্লিতরঙ্গের মাত্রা কত ?
উত্তর:
মেরকাল্লিতরঙ্গের মাত্রা 1 থেকে 12 পর্যন্ত।
প্রশ্ন:৪
সিন্ইকলজি বলতে কী বােঝ ?
উত্তর:
নির্দিষ্ট কোন অঞ্চলের সমস্ত জীবসম্প্রদায়ের বাস্তুতন্ত্র বিষয় আলােচ্য বিষয়।
প্রশ্ন:৫
এপিসেন্টার কী ?
উত্তর:
ভূ-কম্পকেন্দ্রের ঠিক সােজাসুজি ভূ-পৃষ্ঠের উপরে অবস্থিত স্থান।
প্রশ্ন:৬
অট্ইকলজি বলতে কী বােঝ ?
উত্তর:
কোনাে বিশেষ প্রজাতির বাস্তুতন্ত্র সম্পর্কিত আলােচ্য বিষয়।
প্রশ্ন:৭
এ্যান্টিসেন্টার কী ?
উত্তর:
ভূ-পৃষ্ঠে ভূমিকম্পের উপকেন্দ্রের ঠিক বিপরীত স্থানটিকে এ্যান্টিসেন্টার বলে।
প্রশ্ন:৮
কে সর্বপ্রথম সালােলাকসংশ্লেষ শব্দটি ব্যবহার করেন ?
উত্তর:
বিজ্ঞানী বার্নেস (1898)।
প্রশ্ন:৯
কাকে ভূমিকম্পের দেশ বলা হয় ?
উত্তর:
জাপানকে ভূমিকম্পের দেশ বলা হয়।
প্রশ্ন:১০
সিসমােলজি কী ?
উত্তর:
বিজ্ঞানের যে শাখায় ভূমিকম্প সম্পর্কিত আলােচনা করা হয় তাকে সিসমােলজি বলে।
🔶🔷🔶🔷
👉ভূগোল সেট ৩১[PREV]
👉ভূগোল সেট ৩৩[NEXT]
🔶🔷🔶🔷

Comments
Post a Comment