ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার (১৭৬৫-১৮৬৫)
প্রশ্ন:১
দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের কারণ কী ছিল ?
উত্তর:
দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের কারণ হল —
(১) মারাঠারা মহীশূর আক্রমণ করলে পূর্বশর্ত অনুযায়ী ইংরেজদের কাছে সাহায্য চেয়ে হায়দার ব্যর্থ হন।
(২) হায়দার আলির প্রতিবাদ উপেক্ষা করে ইংরেজরা মহীশূর রাজ্যের অন্তর্গত ফরাসি উপনিবেশ মাহে দখল করেছিল।
প্রশ্ন:২
তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ কত খ্রিস্টাব্দে শুরু হয় ? এই যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?
উত্তর:
১৭৯০ খ্রিস্টাব্দে তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ শুরু হয়েছিল। যুদ্ধে প্রধান দুই প্রতিপক্ষ ছিল টিপু সুলতান ও ইংরেজ কোম্পানি।
প্রশ্ন:৩
ম্যাঙ্গালােরের সন্ধির শর্ত কী ছিল ?
উত্তর:
ম্যাঙ্গালােরের সন্ধির শর্ত ছিল—
(১) ইংরেজ কোম্পানি ও টিপু সুলতান একে অপরের অধিকৃত অঞ্চল ফেরত দেবে।
(২) উভয় পক্ষের মধ্যে যুদ্ধবন্দি বিনিময় হবে।
প্রশ্ন:৪
চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ কত খ্রিস্টাব্দে, কাদের মধ্যে হয়েছিল ?
উত্তর:
চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ ১৭৯৯ খ্রিস্টাব্দে হয়েছিল। টিপু সুলতান ও ইংরেজ কোম্পানির মধ্যে এই যুদ্ধ হয়।
প্রশ্ন:৫
প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ? সেই সময় ইংরেজ গভর্নর কে ছিলেন ?
উত্তর:
প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ হয়েছিল হায়দার আলি ও ইংরেজ কোম্পানির মধ্যে। সেই সময় ইংরেজ গভর্নর ছিলেন ভেরেলেস্ট।
প্রশ্ন:৬
শ্রীরঙ্গপত্তমের চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয় ? এই চুক্তি কেন টিপু সুলতানের পক্ষে অসম্মানজনক ছিল ?
উত্তর:
শ্রীরঙ্গপত্তমের চুক্তি স্বাক্ষরিত হয় ১৭৯২ খ্রিস্টাব্দে।
শ্রীরঙ্গপত্তমের চুক্তির শর্ত হিসেবে টিপুকে যুদ্ধের (তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ, ১৭৯০ খ্রি.) ক্ষতিপূরণ বাবদ, ৩ কোটি ৩০ লক্ষ টাকা দিতে বলা হয়। শুধু তাই নয়, আরও বলা হয় যে টিপু যতদিন না কোম্পানিকে এই টাকা দেবেন, ততদিন টাকার জামিন হিসেবে নিজের দুই পুত্রকে ইংরেজের কাছে রাখতে বাধ্য থাকবেন। এতে টিপু ভীষণভাবে অপমানিত বােধ করেন।
প্রশ্ন:৭
মাদ্রাজের সন্ধি (১৭৬৯ খ্রি.)-র শর্ত কী ছিল ?
উত্তর:
মাদ্রাজের সন্ধির শর্ত ছিল—
(১) হায়দার ও ইংরেজ একে অপরের অধিকৃত স্থান ফিরিয়ে দেবে।
(২) মহীশূর বা ইংরেজ কোম্পানি অন্য কোনাে শক্তির দ্বারা আক্রান্ত হলে একে অপরকে সাহায্য করবে।
প্রশ্ন:৮
শ্রীরঙ্গপত্তমের সন্ধির শর্ত কী ছিল ?
উত্তর:
শ্রীরঙ্গপত্তমের সন্ধির শর্ত ছিল—
(১) টিপু সুলতান ইংরেজ কোম্পানিকে ৩ কোটি ৩০ লক্ষ টাকা ও তাঁর রাজ্যের অর্ধাংশ ছেড়ে দেবেন।
(২) টাকার জামিনস্বরূপ টিপু তাঁর দুই পুত্রকে ইংরেজদের হাতে তুলে দেবেন।
প্রশ্ন:৯
তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের কারণ কী ছিল ?
উত্তর:
তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের কারণ হল—
(১) টিপু সুলতান ইংরেজদের বিরােধী শক্তি ফরাসিদের সঙ্গে মিত্রতা করেছিলেন।
(২) ইংরেজরা টিপু সুলতানের নাম বাদ দিয়ে তাদের মিত্র রাষ্ট্রের একটি তালিকা তৈরি করেছিল। তাতে টিপু সুলতান রুষ্ট হলে তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ শুরু হয়।
প্রশ্ন:১০
ম্যাঙ্গালােরের সন্ধি কত খ্রিস্টাব্দে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ?
উত্তর:
ম্যাঙ্গালােরের সন্ধি ১৭৮৪ খ্রিস্টাব্দে টিপু সুলতান ও ওয়ারেন হেস্টিংসের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল।
✶✶✶
⚡ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার (১৭৬৫-১৮৬৫), সেট-১[PREV]
⚡ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার (১৭৬৫-১৮৬৫), সেট-৩[NEXT]
✶✶✶
Comments
Post a Comment