ইতিহাসের উপাদান বলতে কী বোঝো? ইতিহাসের উপাদানগুলির শ্রেণিবিভাগ করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব বিস্তারিত আলোচনা করো। ১. ইতিহাসের উপাদান ইতিহাস হলো মানব সভ্যতার অগ্রগতির ধারাবাহিক বিবরণ। কিন্তু এই বিবরণ কল্পনাপ্রসূত নয়; এটি নির্ভর করে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ওপর। যে সমস্ত উৎস, সাক্ষ্য বা প্রমাণের ওপর ভিত্তি করে ঐতিহাসিকরা অতীত দিনের ঘটনাবলী পুনর্গঠন করেন, তাকেই 'ইতিহাসের উপাদান' (Sources of History) বলা হয়। উপাদান ছাড়া ইতিহাস রচনা করা অন্ধকারে ঢিল ছোঁড়ার শামিল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বা আর. সি. মজুমদার সকলেই একমত যে, প্রাচীন ভারতের ইতিহাসের ক্ষেত্রে উপাদানের গুরুত্ব অপরিসীম। ২. ইতিহাসের উপাদানের শ্রেণিবিভাগ (Classification of Historical Sources) ইতিহাসের উপাদানগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়— (ক) সাহিত্যিক উপাদান এবং (খ) প্রত্নতাত্ত্বিক উপাদান। তবে আধুনিক যুগে এর সাথে আরও কিছু বিষয় যুক্ত হয়েছে। নিচে এর বিস্তারিত দেওয়া হলো: ক) সাহিত্যিক উপাদান (Literary Sources):...
উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
নিম্নলিখিতগুলির মধ্যে কোন্ ফলটি চারণভূমির পশুর সাহায্যে বিস্তারিত হয় ?
(a) Xanthium
(b) Mangifera
(c) Cocos
(d) ওপরের সবগুলি
উত্তর: A
প্রশ্ন:২
প্যারাসুটের মতাে বীজ বিস্তারিত হয়—
(a) মটর (লিগুমিনােসি)
(b) সরষে (কুসিফেরি)
(c) তুলাে (মালভেসি)
(d) হেলিঅ্যানথাস
উত্তর: D
প্রশ্ন:৩
নিষেক প্রক্রিয়া ছাড়া ফল গঠনকে বলে—
(a) পার্থেনােকার্পি
(b) পার্থেনােজেনেসিস
(c) পলিএব্রোয়ােনি
(d) টিস্যুকালচার
উত্তর: A
প্রশ্ন:৪
নারকেলের ফল বিস্তারিত হয়—
(a) বাতাস দ্বারা
(b) প্রাণী দ্বারা
(c) বিস্ফোরক প্রক্রিয়ায়
(d) জল দ্বারা
উত্তর: D
প্রশ্ন:৫
প্যারাসুট প্রক্রিয়ায় বীজবিস্তার ঘটে—
(a) টম্যাটো
(b) সরষে
(c) তুলো
(d) টেরাক্সাকাম
উত্তর: D
প্রশ্ন:৬
নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বাতাসের মাধ্যমে বিস্তারিত হয় ?
(a) Calotropis
(b) Cocos
(c) Nelumbium
(d) Nymphaea
উত্তর: A
প্রশ্ন:৭
যে বীজ বায়ুর মাধ্যমে বিস্তারিত হয়—
(a) Petunia
(b) Calotropis
(c) Oryza
(d) Tribulus
উত্তর: B
প্রশ্ন:৮
দ্বিনিষেক প্রথম আবিষ্কার করেন—
(a) Karl Schnarf
(b) P. Maheswari
(c) S.C. Nawaschin
(d) B.G.L. Swamy
উত্তর: C
প্রশ্ন:৯
বায়ুর মাধ্যমে যেসব বীজ বিস্তারিত হয় তাদের বৈশিষ্ট্য হল—
(a) ভারী
(b) গােলাকার
(c) অসমান
(d) হালকা
উত্তর: D
প্রশ্ন:১০
বায়ুর মাধ্যমে ফল বিস্তারিত হওয়ার জন্য রূপান্তরিত হয়—
(a) দলমণ্ডলে
(b) বৃতিতে
(c) মঞ্জরিপত্রে
(d) মঞ্জরিপত্রিকায়
উত্তর: B
✸✸✸
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান সেট ৫[PREV]
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান সেট ৭[NEXT]
✸✸✸

Comments
Post a Comment