দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
নিম্নলিখিতগুলির মধ্যে কোন্ ফলটি চারণভূমির পশুর সাহায্যে বিস্তারিত হয় ?
(a) Xanthium
(b) Mangifera
(c) Cocos
(d) ওপরের সবগুলি
উত্তর: A
প্রশ্ন:২
প্যারাসুটের মতাে বীজ বিস্তারিত হয়—
(a) মটর (লিগুমিনােসি)
(b) সরষে (কুসিফেরি)
(c) তুলাে (মালভেসি)
(d) হেলিঅ্যানথাস
উত্তর: D
প্রশ্ন:৩
নিষেক প্রক্রিয়া ছাড়া ফল গঠনকে বলে—
(a) পার্থেনােকার্পি
(b) পার্থেনােজেনেসিস
(c) পলিএব্রোয়ােনি
(d) টিস্যুকালচার
উত্তর: A
প্রশ্ন:৪
নারকেলের ফল বিস্তারিত হয়—
(a) বাতাস দ্বারা
(b) প্রাণী দ্বারা
(c) বিস্ফোরক প্রক্রিয়ায়
(d) জল দ্বারা
উত্তর: D
প্রশ্ন:৫
প্যারাসুট প্রক্রিয়ায় বীজবিস্তার ঘটে—
(a) টম্যাটো
(b) সরষে
(c) তুলো
(d) টেরাক্সাকাম
উত্তর: D
প্রশ্ন:৬
নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বাতাসের মাধ্যমে বিস্তারিত হয় ?
(a) Calotropis
(b) Cocos
(c) Nelumbium
(d) Nymphaea
উত্তর: A
প্রশ্ন:৭
যে বীজ বায়ুর মাধ্যমে বিস্তারিত হয়—
(a) Petunia
(b) Calotropis
(c) Oryza
(d) Tribulus
উত্তর: B
প্রশ্ন:৮
দ্বিনিষেক প্রথম আবিষ্কার করেন—
(a) Karl Schnarf
(b) P. Maheswari
(c) S.C. Nawaschin
(d) B.G.L. Swamy
উত্তর: C
প্রশ্ন:৯
বায়ুর মাধ্যমে যেসব বীজ বিস্তারিত হয় তাদের বৈশিষ্ট্য হল—
(a) ভারী
(b) গােলাকার
(c) অসমান
(d) হালকা
উত্তর: D
প্রশ্ন:১০
বায়ুর মাধ্যমে ফল বিস্তারিত হওয়ার জন্য রূপান্তরিত হয়—
(a) দলমণ্ডলে
(b) বৃতিতে
(c) মঞ্জরিপত্রে
(d) মঞ্জরিপত্রিকায়
উত্তর: B
✸✸✸
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান সেট ৫[PREV]
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান সেট ৭[NEXT]
✸✸✸

Comments
Post a Comment