জাতীয়তাবাদ ও সংস্কার আন্দোলন
প্রশ্ন:১
কে, কত খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘােষণা করেন ?
উত্তর:
লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘােষণা করেন। ১৮২৯ খ্রিস্টাব্দে এই কুপ্রথা নিষিদ্ধ ঘােষণা করা হয়।
প্রশ্ন:২
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত দুটি পুস্তকের নাম করাে।
উত্তর:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত দুটি পুস্তকের নাম হল—
(১) বর্ণপরিচয় ও
(২) কথামালা।
এই পুস্তক দুটি হল শিশুশিক্ষার প্রথম সােপান।
প্রশ্ন:৩
আত্মীয়সভা কে প্রতিষ্ঠা করেন ? এই সভা কখন ব্রাহ্মসভায় পরিণত হয় ?
উত্তর:
‘আত্মীয়সভা’ প্রতিষ্ঠা করেন রাজা রামমােহন রায়।
১৮২৮ খ্রিস্টাব্দের ২০ আগস্ট আত্মীয়সভা, ব্রাহ্মসভায় পরিণত হয়।
প্রশ্ন:৪
কে, কবে আর্যসমাজ প্রতিষ্ঠা করেন ?
উত্তর:
স্বামী দয়ানন্দ সরস্বতী, ১৮৭৫ খ্রিস্টাব্দে আর্যসমাজ প্রতিষ্ঠা করেন।
প্রশ্ন:৫
কে, কত খ্রিস্টাব্দে ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন ?
উত্তর:
রাজা রামমােহন রায় ১৮৩০ খ্রিস্টাব্দে ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন।
প্রশ্ন:৬
কে বিধবাবিবাহ আইন প্রবর্তন করেন ? কত খ্রিস্টাব্দে এই আইন প্রবর্তিত হয় ?
উত্তর:
লর্ড ডালহৌসি বিধবাবিবাহ আইন প্রবর্তন করেন।
১৮৫৬ খ্রিস্টাব্দে এই আইন প্রবর্তিত হয়।
প্রশ্ন:৭
ব্রাহ্মসমাজের দুজন নেতার নাম করাে।
উত্তর:
ব্রাহ্মসমাজের দুজন নেতার নাম হল—
(১) রামমােহন রায় ও
(২) কেশবচন্দ্র সেন।
রাজা রামমােহন রায় ছিলেন ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা।
প্রশ্ন:৮
ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন ? সমাজসংস্কারের ক্ষেত্রে ব্রাহ্মসমাজের কী উদ্দেশ্য ছিল ?
উত্তর:
১৮২৮ খ্রিস্টাব্দের ২০ আগস্ট রামমােহন রায় যে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন, ১৮৩০ খ্রিস্টাব্দে তারই নাম হয় ব্রাহ্মসমাজ।
সমাজসংস্কারের ক্ষেত্রে ব্রাহ্মসমাজের উদ্দেশ্য ছিল কুসংস্কার দূরীকরণ, নারীশিক্ষার বিস্তার এবং বিধবাবিবাহ আইন সিদ্ধ করা।
প্রশ্ন:৯
আদি ব্রাহ্মসমাজ ও সাধারণ ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর:
দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বাধীন ব্রাহ্মসমাজ আদি ব্রাহ্মসমাজ নামে পরিচিত। সাধারণ ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠাতা হলেন শিবনাথ শাস্ত্রী, আনন্দমােহন বসু প্রমুখ বিশিষ্ট ব্যক্তিগণ।
প্রশ্ন:১০
আত্মীয়সভা ও নববিধান সমাজ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর:
রাজা রামমােহন রায় আত্মীয়সভা প্রতিষ্ঠা করেন। কেশবচন্দ্র সেন নববিধান সমাজ প্রতিষ্ঠা করেন।
🎕🎕🎕
⚡জাতীয়তাবাদ ও সংস্কার আন্দোলন, সেট-২[NEXT]
🎕🎕🎕
Comments
Post a Comment