নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
রাষ্ট্রবিজ্ঞান - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
পঞ্চশীল নীতি কি ?
উত্তর:
চিন ও ভারতের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে ১৯৫৪ সালে পঞ্চশীল নীতি সম্পাদিত হয়। এই পাঁচটি নীতি হল—
(i) শান্তিপূর্ণ সহাবস্থান
(ii) রাষ্ট্রীয় অখণ্ডতা ও সার্বভৌমিকতার প্রতি পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন
(iii) অনাক্রমণ
(iv) অপরের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা এবং
(v) পারস্পরিক সুবিধা ও সাম্য।
প্রশ্ন:২
সম্মিলিত জাতিপুঞ্জের মুখ্য উদ্দেশ্য কী ?
উত্তর:
আন্তর্জাতিক ক্ষেত্রে অশান্তির কারণগুলাে দূর করার জন্য প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করে বিশ্বশান্তির জন্য অনুকূল পরিবেশ তৈরিই হল জাতিপুঞ্জের মুখ্য উদ্দেশ্য।
প্রশ্ন:৩
ক্ষমতার কয়েকটি উপাদানের নাম লেখ।
উত্তর:
ক্ষমতার কয়েকটি উপাদান হল— প্রাকৃতিক সম্পদ, অর্থনৈতিক সামর্থ্য, ভৌগলিক আয়তন, জনসংখ্যা, সামরিক শক্তি, কূটনীতি ইত্যাদি।
প্রশ্ন:৪
বিশ্বায়নের দুটি কুফল লেখ।
উত্তর:
বিশ্বায়নের দুটি কুফল—
(i) বিশ্বায়নের শর্তগুলি আরােপিত হলে তৃতীয় বিশ্বের জনগণ চরমভাবে শােষিত হবে এবং
(ii) আর্থিক সামাজিক নিরাপত্তা ভীষণভাবে ক্ষুন্ন হবে।
প্রশ্ন:৫
জোট নিরপেক্ষতা বলতে কি বােঝায় ?
উত্তর:
জোট নিরপেক্ষতা একধরনের পররাষ্ট্রনীতি যার বৈশিষ্ট্যই হচ্ছে রাশিয়ার নেতৃত্বে সমাজতান্ত্রিক শিবির ও আমেরিকার নেতৃত্বে পুঁজিবাদী শিবিরের কোন পক্ষে যােগদান না করে নিরপেক্ষ থাকা এবং কোন সামরিক জোটে অংশগ্রহণ না করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে ও এর উদ্ভব।
প্রশ্ন:৬
বিশ্বায়নের দুটি সুফল লেখ।
উত্তর:
বিশ্বায়নের দুটি সুফল—
(i) তথ্য প্রযুক্তির অভাবনীয় উন্নতি ও
(ii) পুঁজির বিনিয়ােগ বৃদ্ধি।
প্রশ্ন:৭
বিশ্বায়নের দুটি উদ্দেশ্য লেখ।
উত্তর:
বিশ্বায়নের দুটি উদ্দেশ্য হল—
(i) কর্মী সংকোচন ও
(ii) মুক্তবাজার অর্থনীতি গড়ে তােলা।
প্রশ্ন:৮
ভারতের পররাষ্ট্র নীতির ভিত্তি কি এবং প্রবক্তা কে ?
উত্তর:
জোট নিরপেক্ষতা হল ভারতের পররাষ্ট্রনীতির ভিত্তি। ভারতবর্ষের জোট নিরপেক্ষতার প্রবক্তা হলেন জহরলাল নেহেরু।
প্রশ্ন:৯
জোট নিরপেক্ষতা উদ্ভবের দুটি কারণ লেখ।
উত্তর:
জোট নিরপেক্ষতা উদ্ভবের দুটি কারণ হল—
(i) জাতীয়তাবাদ ও
(ii) অর্থনৈতিক অনগ্রসরতা।
প্রশ্ন:১০
কূটনীতি বলতে কি বােঝায় ?
উত্তর:
কূটনীতি বলতে বােঝায় এমন একটি নীতি যার মাধ্যমে কোন রাষ্ট্র অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রচনা করে আন্তর্জাতিক ক্ষেত্রে তার ভূমিকা নির্ধারণ করে।
Comments
Post a Comment