দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
লিগনিন যে কোশপ্রাচীরে থাকে সেটি হল—
(a) ফ্লোয়েম
(b) কর্ক
(c) জাইলেম কোশ
(d) প্যারেনকাইমা
উত্তর: C
প্রশ্ন:২
যে কলা খাদ্য সংবহন করে তাকে বলে—
(a) ফ্লোয়েম
(b) প্যারেনকাইমা
(c) ভাসকুলার
(d) জাইলেম
উত্তর: A
প্রশ্ন:৩
দুটি পাশাপাশি ট্র্যাকিড বা জাইলেম বাহিকাতে রসের আদানপ্রদান ঘটে—
(a) ছিদ্রযুক্ত প্রান্তপ্রাচীর
(b) কূপের সাহায্যে
(c) কোশান্তর রন্ধ্র
(d) কোশান্তর রন্ধ্র ও প্যারেনকাইমা
উত্তর: B
প্রশ্ন:৪
নালিকা বান্ডিল কাণ্ডে ছড়ানাে থাকে—
(a) দ্বিবীজপত্রীতে
(b) ব্যক্তবীজীতে
(c) একবীজপত্রীতে
(d) টেরিডােফাইটায়
উত্তর: C
প্রশ্ন:৫
কোশগুলি লম্বাটে, লিগনিনযুক্ত এবং দু-প্রান্ত ছুঁচোলাে—
(a) কোলেনকাইমা
(b) স্ক্লেরাইড
(c) স্ক্লেরেনকাইমা
(d) প্যারেনকাইমা
উত্তর: C
প্রশ্ন:৬
ক্যালােজ বৈশিষ্ট্য দেখা যায়—
(a) ফ্লোয়েম প্যারেনকাইমায়
(b) সঙ্গীকোশে
(c) পুরানাে সিভনলে
(d) ট্রাকিডে
উত্তর: C
প্রশ্ন:৭
জাইলেম জলসংবহন করে—
(a) পাতা থেকে মূলে
(b) মূল থেকে পাতায়
(c) ট্রাকিড থেকে ভেসেলে
(d) তন্তু থেকে ট্রাকিডে
উত্তর: B
প্রশ্ন:৮
সিভটিউব ও সঙ্গী কোশ দেখা যায়—
(a) জাইলেমে
(b) ক্যাম্বিয়ামে
(c) মেরিস্টেমে
(d) ফ্লোয়েমে
উত্তর: D
প্রশ্ন:৯
প্রােটোজাইলেম মজ্জার দিকে এবং মেটাজাইলেম পরিধির দিকে হলে জাইলেমকে বলে—
(a) এক্সার্ক
(b) এন্ডার্ক
(c) মেসার্ক
(d) সেন্ট্রার্ক
উত্তর: B
প্রশ্ন:১০
ডালজাতীয় উদ্ভিদের বীজত্বকে যে লম্বাটে লিগনিনযুক্ত মৃতকোশ থাকে তাকে বলা হয়—
(a) ম্যাক্রোস্ক্লেরাইড
(b) অ্যাস্ট্রোস্ক্লেরাইড
(c) ব্রাকিওস্ক্লেরাইড
(d) অস্টিওস্ক্লেরাইড
উত্তর: A

Comments
Post a Comment