দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
অ্যাসিড বৃষ্টি কাকে বলে ?
উত্তর:
PH এর মান 5.5 এর নীচে থাকলে তাকে অ্যাসিড বৃষ্টি বলে।
প্রশ্ন:২
পৌরবসতির সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন কে ?
উত্তর:
হাডসন।
প্রশ্ন:৩
শুধুমাত্র ফুলের চাষকে কি বলে ?
উত্তর:
ফ্লোরিকালচার বলে।
প্রশ্ন:৪
হর্টিকালচার বলতে কি বােঝ ?
উত্তর:
ফল ও ফুলের চাষ।
প্রশ্ন:৫
মহাকাশে প্রেরিত প্রথম উপগ্রহ কোনটি ?
উত্তর:
আর্যভট্ট।
প্রশ্ন:৬
মিশ্ৰকৃষিকে মালয়েশিয়ার কি বলে ?
উত্তর:
মিশ্ৰকৃষিকে মালয়েশিয়ায় মিলপা বলে।
প্রশ্ন:৭
শাক-সবজির চাষকে কি বলে ?
উত্তর:
ওলেরিকালচার বলে।
প্রশ্ন:৮
মালয়েশিয়ায় স্থানান্তর কৃষিকে কি বলে ?
উত্তর:
লাদাঙ বলে।
প্রশ্ন:৯
ঝুমচাষ কাকে বলে ?
উত্তর:
কাটা ও পােড়ানাে কৃষিকে ঝুমচাষ বলে।
প্রশ্ন:১০
ফলের চাষকে কি বলা হয় ?
উত্তর:
পােমাম কালচার বলে।
🔶🔷🔶🔷
👉ভূগোল সেট ২৬[PREV]
👉ভূগোল সেট ২৮[NEXT]
🔶🔷🔶🔷

Comments
Post a Comment