শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
অ্যাসিড বৃষ্টি কাকে বলে ?
উত্তর:
PH এর মান 5.5 এর নীচে থাকলে তাকে অ্যাসিড বৃষ্টি বলে।
প্রশ্ন:২
পৌরবসতির সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন কে ?
উত্তর:
হাডসন।
প্রশ্ন:৩
শুধুমাত্র ফুলের চাষকে কি বলে ?
উত্তর:
ফ্লোরিকালচার বলে।
প্রশ্ন:৪
হর্টিকালচার বলতে কি বােঝ ?
উত্তর:
ফল ও ফুলের চাষ।
প্রশ্ন:৫
মহাকাশে প্রেরিত প্রথম উপগ্রহ কোনটি ?
উত্তর:
আর্যভট্ট।
প্রশ্ন:৬
মিশ্ৰকৃষিকে মালয়েশিয়ার কি বলে ?
উত্তর:
মিশ্ৰকৃষিকে মালয়েশিয়ায় মিলপা বলে।
প্রশ্ন:৭
শাক-সবজির চাষকে কি বলে ?
উত্তর:
ওলেরিকালচার বলে।
প্রশ্ন:৮
মালয়েশিয়ায় স্থানান্তর কৃষিকে কি বলে ?
উত্তর:
লাদাঙ বলে।
প্রশ্ন:৯
ঝুমচাষ কাকে বলে ?
উত্তর:
কাটা ও পােড়ানাে কৃষিকে ঝুমচাষ বলে।
প্রশ্ন:১০
ফলের চাষকে কি বলা হয় ?
উত্তর:
পােমাম কালচার বলে।
🔶🔷🔶🔷
👉ভূগোল সেট ২৬[PREV]
👉ভূগোল সেট ২৮[NEXT]
🔶🔷🔶🔷

Comments
Post a Comment