উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
Double staining পদ্ধতিতে উদ্ভিদের প্রস্থচ্ছেদে ফ্লোয়েম কি রং ধারণ করে ?
(a) লাল
(b) গােলাপি
(c) নীল
(d) সবুজ
উত্তর: D
প্রশ্ন:২
ভাজক কলায় কোনটি দেখা যায় না ?
(a) ক্ষুদ্র গহ্বর
(b) পাতলা কোশপ্রাচীর
(c) কোশান্তর রন্ধ্র
(d) ঘন সাইটোপ্লাজম
উত্তর: C
প্রশ্ন:৩
ডার্মাটোজেন, পেরিব্লেম, ও প্লিরােম দেখা যায়—
(a) স্থায়ী কলায়
(b) নিবেশিত ভাজক কলায়
(c) অগ্রস্থ ভাজক কলায়
(d) পার্শ্বস্থ ভাজক কলায়
উত্তর: C
প্রশ্ন:৪
নিবেশিত ভাজক কলার অবস্থান ?
(a) পাতার অগ্রভাগে
(b) মূলের অগ্রভাগে
(c) পর্বৰ্মধ্যে
(d) পর্বে
উত্তর: D
প্রশ্ন:৫
কর্ক ক্যাম্বিয়াম কোথা থেকে সৃষ্টি হয় ?
(a) গৌণ ভাজক কলা
(b) প্রাথমিক ভাজক কলা
(c) নিবেশিত ভাজক কলা
(d) পার্শ্বস্থ ভাজক কলা
উত্তর: A
প্রশ্ন:৬
নিউক্লিয়াসবিহীন সজীব উদ্ভিদকোশ হল—
(a) সিভকোশ
(b) সঙ্গীকোশ
(c) ট্রাকিড
(d) ট্রাকিয়া
উত্তর: A
প্রশ্ন:৭
কোনটি প্রাথমিক ভাজক কলা নয় ?
(a) প্রােটোডার্ম
(b) প্রােক্যাম্বিয়াম
(c) প্লিরােম
(d) গ্রাউন্ড টিস্যু
উত্তর: D
প্রশ্ন:৮
উদ্ভিদের আঘাতপ্রাপ্ত অংশ কোন্ কলা দ্বারা পুনর্গঠিত হয় ?
(a) অগ্রস্থ ভাজক কলা
(b) পার্শ্বীয় ভাজক কলা
(c) প্রাথমিক ভাজক কলা
(d) গৌণ ভাজক কলা
উত্তর: B
প্রশ্ন:৯
নালিকা বান্ডিল কোন্ কোশ থেকে উৎপন্ন হয় ?
(a) প্রােটোডার্ম
(b) গ্রাউন্ড মেরিস্টেম
(c) প্রােক্যাম্বিয়াম
(d) পেরিডার্ম
উত্তর: C
প্রশ্ন:১০
নীচের কোনটি মৃতকলা ?
(a) প্যারেনকাইমা
(b) কোলেনকাইমা
(c) স্ক্লেরেনকাইমা
(d) এন্ডােডার্মিস
উত্তর: C
✸✸✸
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান সেট ১[PREV]
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান সেট ৩[NEXT]
✸✸✸
Comments
Post a Comment