উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
প্রােটোডার্ম, প্রােক্যাম্বিয়াম ও গ্রাউন্ড মেরিস্টেম হল—
(a) ভাজক কলা
(b) স্থায়ী কলা
(c) অগ্রস্থ ভাজক কলা
(d) পার্শ্বস্থ ভাজক কলা
উত্তর: C
প্রশ্ন:২
সাইজোজেনাস (Schizogenous) গ্রন্থি তৈরি হয়—
(a) দুটি কোশের মধ্যবর্তী মধ্যচ্ছদা পৃথককরণের ফলে
(b) কোশে নির্জীব বস্তু জমা হওয়ার ফলে
(c) উদ্বায়ী তেল জমার ফলে
(d) কোশের বিনষ্টিকরণের ফলে
উত্তর: A
প্রশ্ন:৩
'Quiescent centre'-এর অবস্থান হল—
(a) মূলত্রে
(b) মূলের আদি ভাজক কলায়
(c) মূলের আদি ভাজক কলার সামনে
(d) মূলের আদি ভাজক কলার পিছনে
উত্তর: D
প্রশ্ন:৪
প্রােটোজাইলেমের গহ্বর মেটাজাইলেমের থেকে ছােটো হয় কেন ?
(a) প্রাথমিক বৃদ্ধিকালে উৎপন্ন হয় বলে
(b) গৌণ বৃদ্ধির সময় উৎপন্ন হওয়ার জন্য
(c) জল পরিবহণের জন্য
(d) লিগনিন জমার জন্য
উত্তর: D
প্রশ্ন:৫
‘হিস্টোজেন তত্ত্ব’- এর প্রবক্তা হলেন—
(a) Haberlandt
(b) Hanstein
(c) Jagadish Ch. Bose
(d) Lee
উত্তর: B
প্রশ্ন:৬
লাইসিজেনাস গ্রন্থি তৈরি হয়—
(a) কোশপ্রাচীর ধ্বংসের ফলে
(b) মধ্যচ্ছদা ধ্বংসের ফলে
(c) কোশ-মধ্যবর্তী পদার্থ ধ্বংসের ফলে
(d) রেচনবস্তু জমার ফলে
উত্তর: C
প্রশ্ন:৭
ডার্মাটোজেন, পেরিব্লেম, প্লিরােম হল—
(a) শীর্ষ ভাজক কলা
(b) পার্শ্বীয় ভাজক কলা
(c) নিবেশিত ভাজক কলা
(d) স্থায়ী কলা
উত্তর: A
প্রশ্ন:৮
সঙ্গীকোশ কোন্ কোশের সঙ্গে যুক্ত থাকে ?
(a) স্ক্লেরেনকাইমা
(b) ট্রাকিড
(c) ট্রাকিয়া
(d) সিভনল
উত্তর: D
প্রশ্ন:৯
Calyptrogen উদ্ভিদের কোন্ অংশ গঠন করে—
(a) মূলরােম
(b) কাণ্ডের অগ্রভাগ
(c) মূলের অগ্রভাগ
(d) মূলত্র
উত্তর: D
প্রশ্ন:১০
প্রান্ত-প্রাচীরে ছিদ্র থাকে এমন কোশের নাম হল—
(a) স্ক্লেরাইড
(b) ট্রাকিড
(c) সিভনল
(d) স্ক্লেরেনকাইমা
উত্তর: C
✸✸✸
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান সেট ২[PREV]
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান সেট ৪[NEXT]
✸✸✸
Comments
Post a Comment