দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
চের্নোবিল কোথায় অবস্থিত ?
উত্তর:
ইউক্রেনে।
প্রশ্ন:২
ভ্যালােরাইজেশন কী ?
উত্তর:
কফি মূল্য নির্ধারনের পদ্ধতি।
প্রশ্ন:৩
দক্ষিণ আফ্রিকার স্থানান্তর কৃষি কী নামে পরিচিত ?
উত্তর:
ফ্যাঙ।
প্রশ্ন:৪
ভনকানাইজেশন পদ্ধতিটি কে আবিস্কার করেন ?
উত্তর:
মার্কিন বিজ্ঞানী চার্লস গুডইয়ার।
প্রশ্ন:৫
চিপকো আন্দোলন কোথায় ঘটে ?
উত্তর:
উত্তরপ্রদেশের গাড়ওয়াল জেলার মণ্ডলগ্রামে (1973)।
প্রশ্ন:৬
কাকে ‘পৃথিবীর কফির পাত্র’ বলা হয় ?
উত্তর:
ব্রাজিল।
প্রশ্ন:৭
সাইলেন্টভ্যালি কোথায় অবস্থিত ?
উত্তর:
দক্ষিণ ভারতের কেরল রাজ্যে পালঘাট জেলায়।
প্রশ্ন:৮
ফাজেণ্ডা কী ?
উত্তর:
ব্রাজিলে কফি বাগিচাগুলিকে ফাজেণ্ডা বলা হয়।
প্রশ্ন:৯
উত্তর-পূর্ব ভারতে স্থানান্তর কৃষির নাম কী ?
উত্তর:
ঝুম।
প্রশ্ন:১০
চের্নোবিলের দূর্ঘটনা কবে ঘটে ?
উত্তর:
1986 সালের 26 শে এপ্রিল।
🔶🔷🔶🔷
👉ভূগোল সেট ২৪[PREV]
👉ভূগোল সেট ২৬[NEXT]
🔶🔷🔶🔷

Comments
Post a Comment