ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
চের্নোবিল কোথায় অবস্থিত ?
উত্তর:
ইউক্রেনে।
প্রশ্ন:২
ভ্যালােরাইজেশন কী ?
উত্তর:
কফি মূল্য নির্ধারনের পদ্ধতি।
প্রশ্ন:৩
দক্ষিণ আফ্রিকার স্থানান্তর কৃষি কী নামে পরিচিত ?
উত্তর:
ফ্যাঙ।
প্রশ্ন:৪
ভনকানাইজেশন পদ্ধতিটি কে আবিস্কার করেন ?
উত্তর:
মার্কিন বিজ্ঞানী চার্লস গুডইয়ার।
প্রশ্ন:৫
চিপকো আন্দোলন কোথায় ঘটে ?
উত্তর:
উত্তরপ্রদেশের গাড়ওয়াল জেলার মণ্ডলগ্রামে (1973)।
প্রশ্ন:৬
কাকে ‘পৃথিবীর কফির পাত্র’ বলা হয় ?
উত্তর:
ব্রাজিল।
প্রশ্ন:৭
সাইলেন্টভ্যালি কোথায় অবস্থিত ?
উত্তর:
দক্ষিণ ভারতের কেরল রাজ্যে পালঘাট জেলায়।
প্রশ্ন:৮
ফাজেণ্ডা কী ?
উত্তর:
ব্রাজিলে কফি বাগিচাগুলিকে ফাজেণ্ডা বলা হয়।
প্রশ্ন:৯
উত্তর-পূর্ব ভারতে স্থানান্তর কৃষির নাম কী ?
উত্তর:
ঝুম।
প্রশ্ন:১০
চের্নোবিলের দূর্ঘটনা কবে ঘটে ?
উত্তর:
1986 সালের 26 শে এপ্রিল।
🔶🔷🔶🔷
👉ভূগোল সেট ২৪[PREV]
👉ভূগোল সেট ২৬[NEXT]
🔶🔷🔶🔷

Comments
Post a Comment