🗿 হরপ্পা সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবনের বিস্তারিত পরিচয় হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবন সম্পর্কে জানার প্রধান উৎস হলো প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে প্রাপ্ত নগর পরিকল্পনা, সমাধিক্ষেত্র, মৃৎপাত্র, মূর্তি, অলংকার এবং অন্যান্য নিদর্শনসমূহ। এই নিদর্শনের ভিত্তিতে সমাজবিজ্ঞানীরা হরপ্পা সমাজের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি তুলে ধরেছেন:
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
ভারতের প্রথম কাপড়ের কল কোথায় কবে স্থাপিত হয় ?
উত্তর:
1818 সালে হাওড়ার ঘুষুরিতে (পশ্চিমবঙ্গ)।
প্রশ্ন:২
কাকে ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয় ?
উত্তর:
আমেদাবাদ।
প্রশ্ন:৩
সবুজ চা পৃথিবীর কোন দেশে বেশি উৎপন্ন হয় ?
উত্তর:
চীনদেশ।
প্রশ্ন:৪
ভারতের একক বৃহত্তম শিল্পটির নাম কী ?
উত্তর:
কার্পাস বয়ন শিল্প।
প্রশ্ন:৫
চা রপ্তানিতে পৃথিবীর কোন দেশ প্রথম স্থান অধিকার করে ?
উত্তর:
শ্রীলঙ্কা।
প্রশ্ন:৬
কাকে রাশিয়ার ম্যাঞ্চেস্টার বলা হয় ?
উত্তর:
ইভানােডা।
প্রশ্ন:৭
চা পাতা থেকে নির্গত ক্ষারকীয় পদার্থটির নাম কী ?
উত্তর:
ক্যাফিন।
প্রশ্ন:৮
কাকে জাপানের ম্যাঞ্চেস্টার বলা হয় ?
উত্তর:
ওসাকা।
প্রশ্ন:৯
কাকে চীনের ম্যাঞ্চেস্টার বলা হয় ?
উত্তর:
সাংহাই।
প্রশ্ন:১০
ভারতের কোন রাজ্যে চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে ?
উত্তর:
আসাম।

Comments
Post a Comment