নেতাজি সুভাষচন্দ্র বসুর অমর বাণী ও উক্তি ১. “তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।” (তাঁর সবচেয়ে বিখ্যাত উক্তি, যা প্রায়শই স্মরণ করা হয়) ২. “আলোচনার মাধ্যমে ইতিহাসের কোনো বাস্তব পরিবর্তন কখনোই অর্জিত হয়নি।” ৩. “স্বাধীনতা কেউ দেয় না, ছিনিয়ে নিতে হয়।” ৪. “আজ আমাদের একটাই আকাঙ্ক্ষা থাকা উচিত – মরার ইচ্ছা যাতে ভারত বাঁচতে পারে – একজন শহীদের মৃত্যুর মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা, যাতে শহীদের রক্তে স্বাধীনতার পথ প্রশস্ত করা যায়।” ৫. “আমাদের স্বাধীনতার মূল্য নিজের রক্ত দিয়ে দেওয়া আমাদের কর্তব্য।”
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
ভারতের প্রথম কাপড়ের কল কোথায় কবে স্থাপিত হয় ?
উত্তর:
1818 সালে হাওড়ার ঘুষুরিতে (পশ্চিমবঙ্গ)।
প্রশ্ন:২
কাকে ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয় ?
উত্তর:
আমেদাবাদ।
প্রশ্ন:৩
সবুজ চা পৃথিবীর কোন দেশে বেশি উৎপন্ন হয় ?
উত্তর:
চীনদেশ।
প্রশ্ন:৪
ভারতের একক বৃহত্তম শিল্পটির নাম কী ?
উত্তর:
কার্পাস বয়ন শিল্প।
প্রশ্ন:৫
চা রপ্তানিতে পৃথিবীর কোন দেশ প্রথম স্থান অধিকার করে ?
উত্তর:
শ্রীলঙ্কা।
প্রশ্ন:৬
কাকে রাশিয়ার ম্যাঞ্চেস্টার বলা হয় ?
উত্তর:
ইভানােডা।
প্রশ্ন:৭
চা পাতা থেকে নির্গত ক্ষারকীয় পদার্থটির নাম কী ?
উত্তর:
ক্যাফিন।
প্রশ্ন:৮
কাকে জাপানের ম্যাঞ্চেস্টার বলা হয় ?
উত্তর:
ওসাকা।
প্রশ্ন:৯
কাকে চীনের ম্যাঞ্চেস্টার বলা হয় ?
উত্তর:
সাংহাই।
প্রশ্ন:১০
ভারতের কোন রাজ্যে চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে ?
উত্তর:
আসাম।

Comments
Post a Comment