দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
ভারতের প্রথম কাপড়ের কল কোথায় কবে স্থাপিত হয় ?
উত্তর:
1818 সালে হাওড়ার ঘুষুরিতে (পশ্চিমবঙ্গ)।
প্রশ্ন:২
কাকে ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয় ?
উত্তর:
আমেদাবাদ।
প্রশ্ন:৩
সবুজ চা পৃথিবীর কোন দেশে বেশি উৎপন্ন হয় ?
উত্তর:
চীনদেশ।
প্রশ্ন:৪
ভারতের একক বৃহত্তম শিল্পটির নাম কী ?
উত্তর:
কার্পাস বয়ন শিল্প।
প্রশ্ন:৫
চা রপ্তানিতে পৃথিবীর কোন দেশ প্রথম স্থান অধিকার করে ?
উত্তর:
শ্রীলঙ্কা।
প্রশ্ন:৬
কাকে রাশিয়ার ম্যাঞ্চেস্টার বলা হয় ?
উত্তর:
ইভানােডা।
প্রশ্ন:৭
চা পাতা থেকে নির্গত ক্ষারকীয় পদার্থটির নাম কী ?
উত্তর:
ক্যাফিন।
প্রশ্ন:৮
কাকে জাপানের ম্যাঞ্চেস্টার বলা হয় ?
উত্তর:
ওসাকা।
প্রশ্ন:৯
কাকে চীনের ম্যাঞ্চেস্টার বলা হয় ?
উত্তর:
সাংহাই।
প্রশ্ন:১০
ভারতের কোন রাজ্যে চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে ?
উত্তর:
আসাম।

Comments
Post a Comment