বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
ট্রিপ্লয়েড (3n) কলা হল—
(a) সস্য/ভুট্টা/গম/লিলি
(b) পেঁয়াজ/ব্রায়ােফাইলাম/পাইনাসের পাতা
(c) পেঁয়াজ/মুলাে/গাজরের মূল
(d) ফার্নের প্রােথেলাস
উত্তর: A
প্রশ্ন:২
সপুষ্পক উদ্ভিদের সস্য হল—
(a) হ্যাপ্লয়েড (n)
(b) ডিপ্লয়েড (2n)
(c) ট্রিপ্লয়েড (3n)
(d) টেট্রাপ্লয়েড (4n)
উত্তর: C
প্রশ্ন:৩
নিষেক ছাড়া বীজ তৈরি হওয়ার পদ্ধতিকে বলে—
(a) জরায়ুজ
(b) পার্থেনোকার্পি
(c) অ্যাপােগ্যামি
(d) অ্যাপোসপােরি
উত্তর: B
প্রশ্ন:৪
ডিম্বক রন্ধ্র দিয়ে পরাগনালি প্রবেশ করলে তাকে বলে—
(a) চালাজোগামি
(b) মেসােগ্যামি
(c) পােরােগ্যামি
(d) সিউডােগ্যামি
উত্তর: C
প্রশ্ন:৫
পতঙ্গের মাধ্যমে পরাগযােগকে বলে—
(a) এনটোমােফিলি
(b) অরনিথােফিলি
(c) ম্যালাকোফিলি
(d) অ্যানিমােফিলি
উত্তর: A
প্রশ্ন:৬
দ্বিনিষেক প্রক্রিয়ায় মিলন ঘটে—
(a) দুটি ডিম্বাণুর মিলন
(b) দুটি ডিম্বাণু এবং একটি প্রতিপাদ কোশের মিলন
(c) প্রথম একটি পুংগ্যামেট ও ডিম্বাণুর মিলন এবং অপরটি হল দুটি প্রতিপাদ কোশের মিলন
(d) প্রথমে একটি পুংগ্যামেট ও ডিম্বাণুর মিলন এবং অপর ক্ষেত্রে অন্য একটি পুংগ্যামেটের সঙ্গে নির্ণীত নিউক্লিয়াসের মিলন
উত্তর: D
প্রশ্ন:৭
সপুষ্পক উদ্ভিদের মাইক্রোস্পোর মাতৃকোশের ক্রোমােজোম সংখ্যা 24 হলে সস্য কোশের ক্রোমােজোম সংখ্যা হবে—
(a) 12
(b) 24
(c) 36
(d) 48
উত্তর: C
প্রশ্ন:৮
সিনগ্যামি হল—
(a) গ্যামেটদ্বয়ের মিলন
(b) সাইটোপ্লাজমের মিলন
(c) একই প্রকার দুটি স্পােরের মিলন
(d) দুটি পৃথক আকৃতির স্পােরের মিলন
উত্তর: A
প্রশ্ন:৯
100 টি ডিম্বাণু সৃষ্টি করতে কতগুলি স্ত্রীমাতৃকোশ প্রয়ােজন ?
(a) 100
(b) 75
(c) 25
(d) 50
উত্তর: A
প্রশ্ন:১০
মূলের কোশে ক্রোমােজোমের সংখ্যা হল 14। একটি সহকারী কোশে ক্রোমােজোমের সংখ্যা কত হবে ?
(a) 14
(b) 21
(c) 7
(d) 28
উত্তর: A
✸✸✸
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান সেট ৯[PREV]
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান সেট ১১[NEXT]
✸✸✸

Comments
Post a Comment