নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
ট্রিপ্লয়েড (3n) কলা হল—
(a) সস্য/ভুট্টা/গম/লিলি
(b) পেঁয়াজ/ব্রায়ােফাইলাম/পাইনাসের পাতা
(c) পেঁয়াজ/মুলাে/গাজরের মূল
(d) ফার্নের প্রােথেলাস
উত্তর: A
প্রশ্ন:২
সপুষ্পক উদ্ভিদের সস্য হল—
(a) হ্যাপ্লয়েড (n)
(b) ডিপ্লয়েড (2n)
(c) ট্রিপ্লয়েড (3n)
(d) টেট্রাপ্লয়েড (4n)
উত্তর: C
প্রশ্ন:৩
নিষেক ছাড়া বীজ তৈরি হওয়ার পদ্ধতিকে বলে—
(a) জরায়ুজ
(b) পার্থেনোকার্পি
(c) অ্যাপােগ্যামি
(d) অ্যাপোসপােরি
উত্তর: B
প্রশ্ন:৪
ডিম্বক রন্ধ্র দিয়ে পরাগনালি প্রবেশ করলে তাকে বলে—
(a) চালাজোগামি
(b) মেসােগ্যামি
(c) পােরােগ্যামি
(d) সিউডােগ্যামি
উত্তর: C
প্রশ্ন:৫
পতঙ্গের মাধ্যমে পরাগযােগকে বলে—
(a) এনটোমােফিলি
(b) অরনিথােফিলি
(c) ম্যালাকোফিলি
(d) অ্যানিমােফিলি
উত্তর: A
প্রশ্ন:৬
দ্বিনিষেক প্রক্রিয়ায় মিলন ঘটে—
(a) দুটি ডিম্বাণুর মিলন
(b) দুটি ডিম্বাণু এবং একটি প্রতিপাদ কোশের মিলন
(c) প্রথম একটি পুংগ্যামেট ও ডিম্বাণুর মিলন এবং অপরটি হল দুটি প্রতিপাদ কোশের মিলন
(d) প্রথমে একটি পুংগ্যামেট ও ডিম্বাণুর মিলন এবং অপর ক্ষেত্রে অন্য একটি পুংগ্যামেটের সঙ্গে নির্ণীত নিউক্লিয়াসের মিলন
উত্তর: D
প্রশ্ন:৭
সপুষ্পক উদ্ভিদের মাইক্রোস্পোর মাতৃকোশের ক্রোমােজোম সংখ্যা 24 হলে সস্য কোশের ক্রোমােজোম সংখ্যা হবে—
(a) 12
(b) 24
(c) 36
(d) 48
উত্তর: C
প্রশ্ন:৮
সিনগ্যামি হল—
(a) গ্যামেটদ্বয়ের মিলন
(b) সাইটোপ্লাজমের মিলন
(c) একই প্রকার দুটি স্পােরের মিলন
(d) দুটি পৃথক আকৃতির স্পােরের মিলন
উত্তর: A
প্রশ্ন:৯
100 টি ডিম্বাণু সৃষ্টি করতে কতগুলি স্ত্রীমাতৃকোশ প্রয়ােজন ?
(a) 100
(b) 75
(c) 25
(d) 50
উত্তর: A
প্রশ্ন:১০
মূলের কোশে ক্রোমােজোমের সংখ্যা হল 14। একটি সহকারী কোশে ক্রোমােজোমের সংখ্যা কত হবে ?
(a) 14
(b) 21
(c) 7
(d) 28
উত্তর: A
✸✸✸
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান সেট ৯[PREV]
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান সেট ১১[NEXT]
✸✸✸
Comments
Post a Comment