জাতীয়তাবাদ ও সংস্কার আন্দোলন
প্রশ্ন:১
স্বামী দয়ানন্দ কী তত্ত্ব প্রচার করেন ?
উত্তর:
অহিন্দু ও ধর্মান্তরিত হিন্দুদের হিন্দুধর্মে ফিরিয়ে আনার জন্য গৃহীত কর্মসূচি শুদ্ধি আন্দোলন নামে পরিচিত। এই ‘শুদ্ধি’ তত্ত্ব প্রচার করেন স্বামী দয়ানন্দ।
প্রশ্ন:২
ডিরােজিও স্মরণীয় কেন ?
উত্তর:
নব্যবঙ্গ আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন হেনরি লুই ভিভিয়ান ডিরােজিও। তিনি উনিশ শতকের কুসংস্কারাচ্ছন্ন সমাজব্যবস্থার বিরুদ্ধে সােচ্চার হয়েছিলেন। তাঁকে ‘ভারতের প্রথম জাতীয়তাবাদী কবি’ বলা হয়।
প্রশ্ন:৩
নব্যবঙ্গ কাদের বলা হয় ? নব্যবঙ্গ দলের দুজন নেতার নাম করাে।
উত্তর:
ডিরােজিওর অনুগামীগণ নব্যবঙ্গ নামে পরিচিত। নব্যবঙ্গ দলের দুজন নেতার নাম হল—
(১) রামতনু লাহিড়ি ও
(২) রাধানাথ শিকদার।
প্রশ্ন:৪
আলিগড় আন্দোলন বলতে কী বােঝায় ?
উত্তর:
‘আলিগড় মহামেডান অ্যাংলাে ওরিয়েন্টাল কলেজ’-কে কেন্দ্র করে মুসলমান সমাজের মধ্যে যে সংস্কার আন্দোলন শুরু হয়েছিল তা আলিগড় আন্দোলন নামে খ্যাত। এই আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন স্যার সৈয়দ আহমদ খান।
প্রশ্ন:৫
আর্যসমাজ কে প্রতিষ্ঠা করেন ? তাঁর রচিত গ্রন্থটির নাম কী ?
উত্তর:
স্বামী দয়ানন্দ সরস্বতী আর্যসমাজ প্রতিষ্ঠা করেন। তাঁর রচিত গ্রন্থটির নাম—‘সত্যার্থ প্রকাশ’।
প্রশ্ন:৬
‘আনন্দমঠ' কে রচনা করেন ? বন্দেমাতরম্ সংগীত কোন্ গ্রন্থের অন্তর্গত ?
উত্তর:
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ‘আনন্দমঠ' রচনা করেন। বন্দেমাতরম্ সংগীত ‘আনন্দমঠ' গ্রন্থের অন্তর্গত।
প্রশ্ন:৭
আর্যসমাজ আন্দোলনের প্রধান উদ্দেশ্য কী ছিল ?
উত্তর:
আর্যসমাজ আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল বেদভিত্তিক সমাজ গঠন ও হিন্দুধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করা। এ ছাড়া, অহিন্দু ও ধর্মান্তরিত হিন্দুদের হিন্দুধর্মে ফিরিয়ে আনাও আর্যসমাজের অপর উদ্দেশ্য ছিল।
প্রশ্ন:৮
স্বামী বিবেকানন্দ রচিত দুটি গ্রন্থের নাম করাে।
উত্তর:
স্বামী বিবেকানন্দ রচিত দুটি গ্রন্থের নাম হল—
(১) বর্তমান ভারত ও
(২) পরিব্রাজক। তাঁর রচিত গ্রন্থগুলি বৈপ্লবিক প্রেরণার উৎস ছিল।
প্রশ্ন:৯
শুদ্ধি আন্দোলন বলতে কী বােঝ ?
উত্তর:
ব্যাপক ধর্মান্তরের ফলে হিন্দুসমাজে ভাঙন দেখা দেয়। হিন্দুসমাজকে এই ভাঙনের হাত থেকে রক্ষার জন্য আর্যসমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতী একটি কর্মসূচি গ্রহণ করেন। অহিন্দু ও ধর্মান্তরিত হিন্দুদের হিন্দুধর্মে ফিরিয়ে আনার জন্য গৃহীত এই কর্মসূচি শুদ্ধি আন্দোলন নামে পরিচিত।
প্রশ্ন:১০
নব্যবঙ্গ কাদের বলা হয় ? এই দলের প্রধান উদ্দেশ্য কী ছিল ?
উত্তর:
ডিরােজিওর অনুগামীদের নব্যবঙ্গ বলা হয়।
এই দলের প্রধান উদ্দেশ্য ছিল—
সমাজ থেকে বিভিন্ন কুসংস্কার ও কুপ্রথাগুলির অবসান।
🎕🎕🎕
⚡জাতীয়তাবাদ ও সংস্কার আন্দোলন, সেট-৪[PREV]
🎕🎕🎕
Comments
Post a Comment