ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
ফ্লোরিকালচার কী ?
উত্তর:
সারাবছর ফোটে এমন ফুলের চাষ।
প্রশ্ন:২
ভারতের প্রথম কাগজের কলটি কোথায় কবে স্থাপিত হয় ?
উত্তর:
1840 সালে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে।
প্রশ্ন:৩
শস্যাবর্তন কী ?
উত্তর:
একই জমিতে বছরের বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদনের পদ্ধতি।
প্রশ্ন:৪
পৃথিবীর কাগজের রাজধানী কাকে বলা হয় ?
উত্তর:
কানাডার কুইবেক প্রদেশের থ্রি রিভার্স শহরকে।
প্রশ্ন:৫
কাকে ট্রাক থার্মিং বলা হয় ?
উত্তর:
বাজারভিত্তিক উদ্যান কৃষি।
প্রশ্ন:৬
কাগজ শিল্পের প্রধান কাঁচামাল কী ?
উত্তর:
সরলবর্গীয় নরম কাঠ।
প্রশ্ন:৭
পােমাস কালচার কী ?
উত্তর:
সারাবছর পাওয়া যায় এমন ফলের চাষ।
প্রশ্ন:৮
পৃথিবীর বৃহত্তম নিউজপ্রিন্ট কারখানাটি কোথায় অবস্থিত ?
উত্তর:
কর্নারব্রুক (কানাডা)।
প্রশ্ন:৯
একটি অরণ্য নির্ভর শিল্পের উদাহরণ দাও।
উত্তর:
কাগজ শিল্প।
প্রশ্ন:১০
‘মেগালােপলিস’ শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন ?
উত্তর:
গটম্যান।
🔶🔷🔶🔷
👉ভূগোল সেট ১৯[PREV]
👉ভূগোল সেট ২১[NEXT]
🔶🔷🔶🔷
Comments
Post a Comment