গান্ধি আরউইন চুক্তি পটভূমিঃ গান্ধিজির নেতৃত্বে আইন অমান্য আন্দোলন শুরু হয়। এই আন্দোলন দমন করার জন্য ব্রিটিশ সরকার বিভিন্ন রকম নির্মম পন্থা অবলম্বন করেছিল । যেমন সত্যাগ্রহীদের উপর গুলিবর্ষন, আন্দোলনের নেতৃবৃন্দ দের গ্রেফতার প্রভৃতি।
উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
পাতার নালিকা বান্ডিল কোন প্রকৃতির ?
(a) এক্সার্ক প্রকৃতির
(b) এন্ডার্ক প্রকৃতির
(c) মেসার্ক প্রকৃতির
(d) কেন্দ্রীয় প্রকৃতির
উত্তর: C
প্রশ্ন:২
‘লেপ্টোসেন্ট্রিক’ নালিকা বান্ডিলের উদাহরণ হল—
(a) ফার্ন
(b) পাইন
(c) ড্রাসিনা
(d) ঘাস
উত্তর: C
প্রশ্ন:৩
মটর ও মুগবীজের বীজত্বক কোন্ কোশ দিয়ে তৈরি ?
(a) কোলেনকাইমা
(b) সিস্টোলিথ
(c) স্ক্লেরাইড
(d) মাইরােসিন
উত্তর: C
প্রশ্ন:৪
'Bars of Sanio' কাকে বলা যায় ?
(a) ফ্লোয়েম তন্তুকে
(b) গুপ্তবীজীর বীজপত্রকে
(c) ব্যক্তবীজীর বীজপত্রকে
(d) পাইন গাছের ট্র্যাকিডকে
উত্তর: D
প্রশ্ন:৫
Endarch ও Exarch নালিকা বান্ডিল দেখা যায় যথাক্রমে—
(a) মূলে ও পাতায়
(b) মূলে ও কাণ্ডে
(c) কান্ড ও মূলে
(d) পাতায় ও মূলে
উত্তর: A
প্রশ্ন:৬
‘এপিথেম’ কোশ দেখা যায়—
(a) পত্ররন্দ্রে
(b) জলরন্দ্রে
(c) জাইলেমে
(d) ক্যাম্বিয়ামে
উত্তর: B
প্রশ্ন:৭
বহুযোজী বহিস্ত্বক দেখা যায়—
(a) ধানগাছের মূলে
(b) অর্কিডের মূলে
(c) ছােলগাছের মূলে
(d) দ্বিবীজপত্রীর কাণ্ডে
উত্তর: B
প্রশ্ন:৮
'Casparian Strip' দেখা যায়—
(a) পারণ কোশে
(b) এপিডার্মিসে
(c) এন্ডােডার্মিসে
(d) মজ্জায়
উত্তর: C
প্রশ্ন:৯
সরষে উদ্ভিদের মাইরােসিন কোশে কী থাকে ?
(a) সিলিকা
(b) উদবায়ী তেল
(c) রেচন পদার্থ
(d) উৎসেচক
উত্তর: D
প্রশ্ন:১০
'Bulliform' কোশ দেখা যায়—
(a) মূলের ত্বকে
(b) কাণ্ডের ত্বকে
(c) পাতার ত্বকে
(d) ঘাসজাতীয় উদ্ভিদের পত্ৰত্বকে
উত্তর: D
✸✸✸
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান সেট ৩[PREV]
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান সেট ৫[NEXT]
✸✸✸

Comments
Post a Comment