দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
পাতার নালিকা বান্ডিল কোন প্রকৃতির ?
(a) এক্সার্ক প্রকৃতির
(b) এন্ডার্ক প্রকৃতির
(c) মেসার্ক প্রকৃতির
(d) কেন্দ্রীয় প্রকৃতির
উত্তর: C
প্রশ্ন:২
‘লেপ্টোসেন্ট্রিক’ নালিকা বান্ডিলের উদাহরণ হল—
(a) ফার্ন
(b) পাইন
(c) ড্রাসিনা
(d) ঘাস
উত্তর: C
প্রশ্ন:৩
মটর ও মুগবীজের বীজত্বক কোন্ কোশ দিয়ে তৈরি ?
(a) কোলেনকাইমা
(b) সিস্টোলিথ
(c) স্ক্লেরাইড
(d) মাইরােসিন
উত্তর: C
প্রশ্ন:৪
'Bars of Sanio' কাকে বলা যায় ?
(a) ফ্লোয়েম তন্তুকে
(b) গুপ্তবীজীর বীজপত্রকে
(c) ব্যক্তবীজীর বীজপত্রকে
(d) পাইন গাছের ট্র্যাকিডকে
উত্তর: D
প্রশ্ন:৫
Endarch ও Exarch নালিকা বান্ডিল দেখা যায় যথাক্রমে—
(a) মূলে ও পাতায়
(b) মূলে ও কাণ্ডে
(c) কান্ড ও মূলে
(d) পাতায় ও মূলে
উত্তর: A
প্রশ্ন:৬
‘এপিথেম’ কোশ দেখা যায়—
(a) পত্ররন্দ্রে
(b) জলরন্দ্রে
(c) জাইলেমে
(d) ক্যাম্বিয়ামে
উত্তর: B
প্রশ্ন:৭
বহুযোজী বহিস্ত্বক দেখা যায়—
(a) ধানগাছের মূলে
(b) অর্কিডের মূলে
(c) ছােলগাছের মূলে
(d) দ্বিবীজপত্রীর কাণ্ডে
উত্তর: B
প্রশ্ন:৮
'Casparian Strip' দেখা যায়—
(a) পারণ কোশে
(b) এপিডার্মিসে
(c) এন্ডােডার্মিসে
(d) মজ্জায়
উত্তর: C
প্রশ্ন:৯
সরষে উদ্ভিদের মাইরােসিন কোশে কী থাকে ?
(a) সিলিকা
(b) উদবায়ী তেল
(c) রেচন পদার্থ
(d) উৎসেচক
উত্তর: D
প্রশ্ন:১০
'Bulliform' কোশ দেখা যায়—
(a) মূলের ত্বকে
(b) কাণ্ডের ত্বকে
(c) পাতার ত্বকে
(d) ঘাসজাতীয় উদ্ভিদের পত্ৰত্বকে
উত্তর: D
✸✸✸
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান সেট ৩[PREV]
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান সেট ৫[NEXT]
✸✸✸

Comments
Post a Comment