দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
হিমানী সম্প্ৰপাত
হিমানী সম্প্রপাতের কারণগুলি হল—
(i) হিমবাহ উপত্যকায় ভূমিকম্প
(ii) ঢালের পাদদেশে ক্ষয়কাজ
(iii) ভগ্নশিলা স্তূপের অভ্যন্তরস্থ জলের চাপ ইত্যাদি।
শীতকাল অপেক্ষা শীতকাল ও গ্রীষ্মকালের শুরুতে হিমানী সম্প্রপাত বেশি ঘটে। হিমানী সম্প্রপাতের ফলে পার্বত্য ঢালের জনপদ, পরিবহণ ব্যবস্থা, কৃষি ও শিল্পের ব্যাপক ক্ষতি হয়, প্রাণহানি ঘটে এবং জনজীবন বিপর্যস্ত হয়। বিশাল আকৃতির হিমানী সম্প্রপাতের ফলে নিকটবর্তী অঞ্চলে ভূমিকম্প হওয়া ছাড়াও এর গতিপথে অবস্থিত বাড়িঘর, গাছপালা প্রভৃতি ধ্বংস হয়ে যায়। ১৯৬২ খ্রিস্টাব্দে দক্ষিণ আমেরিকার পেরুতে আন্দিজ পর্বতের হিমানী সম্প্রপাত এখনও পর্যন্ত বৃহত্তম হিমানী সম্প্রপাতরূপে চিহ্নিত।
Comments
Post a Comment