পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
হিমানী সম্প্ৰপাত
হিমানী সম্প্রপাতের কারণগুলি হল—
(i) হিমবাহ উপত্যকায় ভূমিকম্প
(ii) ঢালের পাদদেশে ক্ষয়কাজ
(iii) ভগ্নশিলা স্তূপের অভ্যন্তরস্থ জলের চাপ ইত্যাদি।
শীতকাল অপেক্ষা শীতকাল ও গ্রীষ্মকালের শুরুতে হিমানী সম্প্রপাত বেশি ঘটে। হিমানী সম্প্রপাতের ফলে পার্বত্য ঢালের জনপদ, পরিবহণ ব্যবস্থা, কৃষি ও শিল্পের ব্যাপক ক্ষতি হয়, প্রাণহানি ঘটে এবং জনজীবন বিপর্যস্ত হয়। বিশাল আকৃতির হিমানী সম্প্রপাতের ফলে নিকটবর্তী অঞ্চলে ভূমিকম্প হওয়া ছাড়াও এর গতিপথে অবস্থিত বাড়িঘর, গাছপালা প্রভৃতি ধ্বংস হয়ে যায়। ১৯৬২ খ্রিস্টাব্দে দক্ষিণ আমেরিকার পেরুতে আন্দিজ পর্বতের হিমানী সম্প্রপাত এখনও পর্যন্ত বৃহত্তম হিমানী সম্প্রপাতরূপে চিহ্নিত।
Comments
Post a Comment