দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
হিমানী সম্প্ৰপাত
হিমানী সম্প্রপাতের কারণগুলি হল—
(i) হিমবাহ উপত্যকায় ভূমিকম্প
(ii) ঢালের পাদদেশে ক্ষয়কাজ
(iii) ভগ্নশিলা স্তূপের অভ্যন্তরস্থ জলের চাপ ইত্যাদি।
শীতকাল অপেক্ষা শীতকাল ও গ্রীষ্মকালের শুরুতে হিমানী সম্প্রপাত বেশি ঘটে। হিমানী সম্প্রপাতের ফলে পার্বত্য ঢালের জনপদ, পরিবহণ ব্যবস্থা, কৃষি ও শিল্পের ব্যাপক ক্ষতি হয়, প্রাণহানি ঘটে এবং জনজীবন বিপর্যস্ত হয়। বিশাল আকৃতির হিমানী সম্প্রপাতের ফলে নিকটবর্তী অঞ্চলে ভূমিকম্প হওয়া ছাড়াও এর গতিপথে অবস্থিত বাড়িঘর, গাছপালা প্রভৃতি ধ্বংস হয়ে যায়। ১৯৬২ খ্রিস্টাব্দে দক্ষিণ আমেরিকার পেরুতে আন্দিজ পর্বতের হিমানী সম্প্রপাত এখনও পর্যন্ত বৃহত্তম হিমানী সম্প্রপাতরূপে চিহ্নিত।
Comments
Post a Comment