ইতিহাসের উপাদান বলতে কী বোঝো? প্রত্নতাত্ত্বিক উপাদান কী? প্রাচীন ভারতের ইতিহাস রচনায় লিপির গুরুত্ব আলোচনা করো। ১. ইতিহাসের উপাদান (Definition of Historical Sources) অতীতের কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে সঠিক তথ্য বা প্রমাণ যেসব উৎস থেকে পাওয়া যায়, তাদের ইতিহাসের উপাদান বলা হয়। ঐতিহাসিকরা যেসব সাক্ষ্য-প্রমাণের ওপর ভিত্তি করে এবং যুক্তিনিষ্ঠ বিচার-বিশ্লেষণ করে ইতিহাস রচনা করেন, সেই ভিত্তিগুলিই হলো উপাদান। ২. প্রত্নতাত্ত্বিক উপাদান (Archaeological Sources) প্রাচীন মানুষের ব্যবহৃত দ্রব্যাদি, ধ্বংসাবশেষ বা মাটির নিচে চাপা পড়ে থাকা যেসব নিদর্শনের বিজ্ঞানসম্মত খননকার্যের ফলে প্রাপ্ত তথ্যাদি ইতিহাস রচনায় সাহায্য করে, তাদের প্রত্নতাত্ত্বিক উপাদান বলা হয়। উদাহরণ: (ক) লিপি বা লেখ, (খ) মুদ্রা, (গ) স্থাপত্য ও ভাস্কর্য, (ঘ) ধ্বংসাবশেষ (যেমন—হরপ্পা, মহেঞ্জোদারো)। ৩. প্রাচীন ভারতের ইতিহাস রচনায় লিপির গুরুত্ব প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে লিপি বা লেখ (Inscriptions) হলো...
হিমানী সম্প্ৰপাত
হিমানী সম্প্রপাতের কারণগুলি হল—
(i) হিমবাহ উপত্যকায় ভূমিকম্প
(ii) ঢালের পাদদেশে ক্ষয়কাজ
(iii) ভগ্নশিলা স্তূপের অভ্যন্তরস্থ জলের চাপ ইত্যাদি।
শীতকাল অপেক্ষা শীতকাল ও গ্রীষ্মকালের শুরুতে হিমানী সম্প্রপাত বেশি ঘটে। হিমানী সম্প্রপাতের ফলে পার্বত্য ঢালের জনপদ, পরিবহণ ব্যবস্থা, কৃষি ও শিল্পের ব্যাপক ক্ষতি হয়, প্রাণহানি ঘটে এবং জনজীবন বিপর্যস্ত হয়। বিশাল আকৃতির হিমানী সম্প্রপাতের ফলে নিকটবর্তী অঞ্চলে ভূমিকম্প হওয়া ছাড়াও এর গতিপথে অবস্থিত বাড়িঘর, গাছপালা প্রভৃতি ধ্বংস হয়ে যায়। ১৯৬২ খ্রিস্টাব্দে দক্ষিণ আমেরিকার পেরুতে আন্দিজ পর্বতের হিমানী সম্প্রপাত এখনও পর্যন্ত বৃহত্তম হিমানী সম্প্রপাতরূপে চিহ্নিত।
Comments
Post a Comment