প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) ভারতবর্ষ' নামকরণ: আমাদের প্রিয় মাতৃভূমি 'ভারতবর্ষ'-বিশ্বের অন্যতম প্রাচীনতম দেশ। ডঃ রামশরণ শর্মা-র মতে, 'ভারত'-নামক এক প্রাচীন উপজাতির নামানুসারে আমাদের দেশের নাম হয় 'ভারতবর্ষ'। ভারবর্ষকে 'ইন্ডিয়া'ও বলা হয়ে থাকে। সম্ভবত 'সিন্ধু' শব্দ থেকে 'হিন্দু'র শব্দটির উৎপত্তি হয়েছে; আর গ্রিক ও রোমানদের 'হিন্দু' উচ্চারণ হত 'ইন্ডুস্' বা Indus থেকে। এই প্রাচীন Indus থেকেই বর্তমান India শব্দটির উৎপত্তি। আর, এ-থেকেই গ্রিস লেখক মেগাস্থিনিস-এর বিখ্যাত গ্রন্থটির নাম হয়েছে 'ইন্ডিকা'। ভারতবর্ষের মোট আয়তন ৩২,৮০,৪৮৩ বর্গকিলোমিটার। উত্তর-দক্ষিণে ৩,২০০ কিলোমিটার লম্বা এবং পূর্ব-পশ্চিমে ৩,০০০ কিলোমিটার চওড়া। ভারতবর্ষের উত্তরদিকে চিন, নেপাল ও ভুটান; উত্তর-পশ্চিম দিকে পাকিস্তান; পশ্চিমদিকে আরব সাগর; দক্ষিণদিকে ভারত মহাসাগর এবং পূর্ব দিকে ব্রহ্মদেশ, বাংলাদেশ ও বঙ্গোপসাগর অবস্থিত। এ ছাড়া আরবসাগরে অবস্থিত লাক্ষা, মিনিকয়; বঙ্গোপসাগরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ...
ট্রপোস্ফিয়ার
ভূপৃষ্ঠসংলগ্ন বায়ুমণ্ডলীয় স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পেতে থাকে। পরিবর্তনশীল এই স্তরকে ট্রপোস্ফিয়ার বলে। নিরক্ষীয় অঞ্চলে এর বিস্তৃতি প্রায় ১৮ কিমি এবং মেরু অঞ্চলে প্রায় ৮ কিমি। সাধারণভাবে এই স্তরে প্রতি ১০০০ মিটার উচ্চতা বৃদ্ধি পেলে উষ্ণতা হ্রাস পায় ৬.৪° সেলসিয়াস হারে। এই স্তরে বায়ুর গড় ঘনত্ব সবচেয়ে বেশি। বায়ুমণ্ডলের মোট ভরের প্রায় ৭৫ ভাগ এই স্তরে অবস্থান করায় এই স্তরটিকে ‘ঘনমণ্ডল’ বলে।
উষ্ণতার তারতম্যের জন্য এই স্তরে বায়ুর চাপের পার্থক্য ও বায়ুপ্রবাহের সৃষ্টি হয়। জলীয়বাষ্প ও ধূলিকণার উপস্থিতির জন্য ট্রপোস্ফিয়ার স্তরেই মেঘ দেখা যায়—এটি মেঘের রাজ্য, এখানেই বায়ুপ্রবাহ সৃষ্টি হয়। এছাড়া বায়ুমণ্ডলের এই স্তরেই প্রায় ৯০% জলীয় বাষ্প, মেঘ, ধূলিকণা, ধোঁয়া প্রভৃতি আবহাওয়াঘটিত উপাদান বর্তমান থাকায় এখানে বজ্রপাত, ঝড়বৃষ্টি, তুষারপাত, শিলাবৃষ্টি প্রভৃতি ঘটনা ঘটতে দেখা যায়—এই জন্য ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডল তথা ট্রপোস্ফিয়ারকে ‘ক্ষুব্ধ মণ্ডল’ বলা হয়। দৈনন্দিন আবহাওয়ায় আমরা যেরকম বিভিন্ন পরিবর্তন অনুভব করি, এই বায়ুস্তরেও সে ধরনের পরিবর্তন দেখা যায়।
এই স্তরের সর্বোচ্চ সীমায় উষ্ণতা প্রায়–৬০° সেলসিয়াস। পৃথিবীতে দৈনন্দিন আবহাওয়ার বেশিরভাগ প্রক্রিয়াই এই স্তরে ঘটে বলে জীবজগতের অস্তিত্বও এই স্তরে সীমাবদ্ধ। তাই ট্রপোস্ফিয়ারকে বায়ুমণ্ডলের ‘অন্দরমহল’ বলা হয়। ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায়, প্রায় ২-৩ কিমি পুরু স্তরে উত্তাপের কোনো পরিবর্তন হয় না। ওই অংশকে ট্রপোপজ বলে।
Comments
Post a Comment