বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
জলপ্রপাত
জলের পতনের বৈশিষ্ট্য অনুসারে জলপ্রপাতকে তিন ভাগে ভাগ করা হয়। যথা—
(i) শ্রেণিবদ্ধ জলপ্রপাত বা Cataract
যখন কোনো নদীখাতের মধ্য দিয়ে বিপুল পরিমাণ জলরাশি প্রবাহিত হয়ে জলপ্রপাতের সৃষ্টি করে এবং একাধিক জলপ্রপাত পরপর অবস্থান করে তখন তাকে Cataract বা শ্রেণিবদ্ধ জলপ্রপাত বলে৷
(ii) খরস্রোত বা Rapid
নদীর গতিপথে কঠিন ও কোমল শিলা উল্লম্বভাবে অবস্থান করলে নদী ধাপেধাপে নীচে অগ্রসর হয়। তখন তাকে খরস্রোত বা Rapid বলে।
(iii) নির্ঝর জলপ্রপাত বা Casced
অসংখ্য জলধারা যখন সিঁড়ির ধাপের মতো নেমে আসে তখন তাকে নির্ঝর জলপ্রপাত বা Casced বলে।
জলপ্রপাতের উপস্থিতির ফলে নীচের কোমল শিলাস্তরের ভিতরের অংশের দ্রুত ক্ষয় হওয়ায় এই ধরনের জলপ্রপাতকে ধীরে ধীরে পিছনের দিকে সরে আসতে দেখা যায় , একে জলপ্রপাতের পশ্চাদপসরণ বলে। দক্ষিণ-আমেরিকার ভেনিজুয়েলার অ্যাঞ্জেল জলপ্রপাতটি হল পৃথিবীর উচ্চতম জলপ্রপাত।
আরও পড়ুন::
Comments
Post a Comment