নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
জলপ্রপাত
জলের পতনের বৈশিষ্ট্য অনুসারে জলপ্রপাতকে তিন ভাগে ভাগ করা হয়। যথা—
(i) শ্রেণিবদ্ধ জলপ্রপাত বা Cataract
যখন কোনো নদীখাতের মধ্য দিয়ে বিপুল পরিমাণ জলরাশি প্রবাহিত হয়ে জলপ্রপাতের সৃষ্টি করে এবং একাধিক জলপ্রপাত পরপর অবস্থান করে তখন তাকে Cataract বা শ্রেণিবদ্ধ জলপ্রপাত বলে৷
(ii) খরস্রোত বা Rapid
নদীর গতিপথে কঠিন ও কোমল শিলা উল্লম্বভাবে অবস্থান করলে নদী ধাপেধাপে নীচে অগ্রসর হয়। তখন তাকে খরস্রোত বা Rapid বলে।
(iii) নির্ঝর জলপ্রপাত বা Casced
অসংখ্য জলধারা যখন সিঁড়ির ধাপের মতো নেমে আসে তখন তাকে নির্ঝর জলপ্রপাত বা Casced বলে।
জলপ্রপাতের উপস্থিতির ফলে নীচের কোমল শিলাস্তরের ভিতরের অংশের দ্রুত ক্ষয় হওয়ায় এই ধরনের জলপ্রপাতকে ধীরে ধীরে পিছনের দিকে সরে আসতে দেখা যায় , একে জলপ্রপাতের পশ্চাদপসরণ বলে। দক্ষিণ-আমেরিকার ভেনিজুয়েলার অ্যাঞ্জেল জলপ্রপাতটি হল পৃথিবীর উচ্চতম জলপ্রপাত।
আরও পড়ুন::
Comments
Post a Comment