পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
জলপ্রপাত
জলের পতনের বৈশিষ্ট্য অনুসারে জলপ্রপাতকে তিন ভাগে ভাগ করা হয়। যথা—
(i) শ্রেণিবদ্ধ জলপ্রপাত বা Cataract
যখন কোনো নদীখাতের মধ্য দিয়ে বিপুল পরিমাণ জলরাশি প্রবাহিত হয়ে জলপ্রপাতের সৃষ্টি করে এবং একাধিক জলপ্রপাত পরপর অবস্থান করে তখন তাকে Cataract বা শ্রেণিবদ্ধ জলপ্রপাত বলে৷
(ii) খরস্রোত বা Rapid
নদীর গতিপথে কঠিন ও কোমল শিলা উল্লম্বভাবে অবস্থান করলে নদী ধাপেধাপে নীচে অগ্রসর হয়। তখন তাকে খরস্রোত বা Rapid বলে।
(iii) নির্ঝর জলপ্রপাত বা Casced
অসংখ্য জলধারা যখন সিঁড়ির ধাপের মতো নেমে আসে তখন তাকে নির্ঝর জলপ্রপাত বা Casced বলে।
জলপ্রপাতের উপস্থিতির ফলে নীচের কোমল শিলাস্তরের ভিতরের অংশের দ্রুত ক্ষয় হওয়ায় এই ধরনের জলপ্রপাতকে ধীরে ধীরে পিছনের দিকে সরে আসতে দেখা যায় , একে জলপ্রপাতের পশ্চাদপসরণ বলে। দক্ষিণ-আমেরিকার ভেনিজুয়েলার অ্যাঞ্জেল জলপ্রপাতটি হল পৃথিবীর উচ্চতম জলপ্রপাত।
আরও পড়ুন::
Comments
Post a Comment