দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
হিমশৈল
কখনো কখনো উচ্চ-অক্ষাংশে হিমশৈলের সঙ্গে জাহাজের সংঘর্ষ ঘটে। এইরকম একটি হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগেই বিখ্যাত জাহাজ টাইটানিক তার প্রথম যাত্রাতেই গভীর সমুদ্রে ডুবে যায়। তা ছাড়া অসম গলনের ফলে হিমশৈল অনেক সময় ভারসাম্য হারিয়ে উল্টে যায়। ফলে সমুদ্রে ঢেউ তৈরি হয় এবং জলযান ক্ষতিগ্রস্ত হতে পারে। হিমশৈলবাহিত নুড়ি, পাথর সমুদ্রের তলদেশে সঞ্চিত হয়ে মগ্নচড়ার সৃষ্টি করে। মগ্নচড়াগুলি মৎস্যশিকার ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হওয়ায় হিমশৈল পরোক্ষভাবে জীবিকা অর্জনে সাহায্য করে।
Comments
Post a Comment