পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
হিমশৈল
কখনো কখনো উচ্চ-অক্ষাংশে হিমশৈলের সঙ্গে জাহাজের সংঘর্ষ ঘটে। এইরকম একটি হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগেই বিখ্যাত জাহাজ টাইটানিক তার প্রথম যাত্রাতেই গভীর সমুদ্রে ডুবে যায়। তা ছাড়া অসম গলনের ফলে হিমশৈল অনেক সময় ভারসাম্য হারিয়ে উল্টে যায়। ফলে সমুদ্রে ঢেউ তৈরি হয় এবং জলযান ক্ষতিগ্রস্ত হতে পারে। হিমশৈলবাহিত নুড়ি, পাথর সমুদ্রের তলদেশে সঞ্চিত হয়ে মগ্নচড়ার সৃষ্টি করে। মগ্নচড়াগুলি মৎস্যশিকার ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হওয়ায় হিমশৈল পরোক্ষভাবে জীবিকা অর্জনে সাহায্য করে।
Comments
Post a Comment