ওজোনোস্ফিয়ার
স্ট্র্যাটোস্ফিয়ারের উপর থেকে প্রায় ৩০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে বায়ুস্তরটি রয়েছে তাকে ওজোনস্তর বা ওজোনোস্ফিয়ার বলা হয়। এই স্তরে ওজোন গ্যাসের (O3) একটি স্তর বা পর্দা আছে, যা ভেদ করে সূর্যের অতিবেগুনি রশ্মি (Ultra Violet Ray) ভূপৃষ্ঠে আসতে পারে না। ওজোন গ্যাসের স্তরটি সূর্যের তাপ ও অতিবেগুনি রশ্মি শোষণ করে নেয় বলে এই স্তরের তাপমাত্রা খুব বেশি হয়। এই স্তরের সর্বোচ্চ উষ্ণতা ৭৬° সেন্টিগ্রেড।
বায়ুমণ্ডলের নিম্নস্তরের উষ্ণতা নিয়ন্ত্রণেও ওজোনস্তরের ভূমিকা রয়েছে। ওজোনোস্ফিয়ার স্তর সূর্য থেকে আসা অত্যন্ত ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে নিয়ে জীবজগতকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। বর্তমানে বিভিন্ন শিল্পের বর্জ্যপদার্থ, প্রধানত ক্লোরোফ্লুরোকার্বন থেকে উৎপন্ন ক্লোরিন অণু ওজোন গ্যাসকে ধ্বংস করছে। ওজোনস্তরের ঘনত্ব হ্রাস পাওয়ায় অতিবেগুনি রশ্মি অনেক বেশি পরিমাণে পৃথিবীতে পৌঁছে পরিবেশের ভীষণ ক্ষতি করছে।
Comments
Post a Comment