দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
ক্রান্তীয় উচ্চচাপযুক্ত শান্তবলয়
উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখা ও দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তিরেখা সংলগ্ন ২৫°-৩৫° অক্ষরেখার মধ্যবর্তী বলয়াকৃতি উচ্চচাপ অঞ্চলকে একত্রে ক্রান্তীয় উচ্চচাপ বলয় বলে। উত্তর ও দক্ষিণ গোলার্ধে একে যথাক্রমে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় বলা হয়।
এই অঞ্চলে—
(ক) নিরক্ষীয় অঞ্চলের উষ্ণ, আর্দ্র ও লঘু বায়ু ঊর্ধ্বাকাশে পৃথিবীর আবর্তনের ফলে উত্তর ও দক্ষিণ দিকে ঘুরে ক্রমশ প্রসারিত, শীতল ও ভারী হয়ে দুই ক্রান্তীয় অঞ্চলে (২৫°—৩৫° অক্ষাংশে) নেমে আসে। আবার,
(খ) মেরুদ্বয় থেকে শীতল ও উচ্চচাপের বায়ু ভূপৃষ্ঠ বরাবর নিরক্ষরেখার দিকে অগ্রসর হয়। কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখাদ্বয়ের কাছে এই দুই উচ্চচাপের বায়ুপ্রবাহ মিলিত হয়ে উচ্চচাপ বলয়ের সৃষ্টি করে।
(গ) এই বায়ু প্রধানত ঊর্ধ্বমুখী অথবা নিম্নমুখী হওয়ায় এর পার্শ্বপ্রবাহ বা অনুভূমিক প্রবাহ অনুভূত হয় না। এইজন্য কোনো বায়ুপ্রবাহ পরিলক্ষিত না হয়ে এক শান্তভাব বিরাজ করে, একে তাই কর্কটীয় ও মকরীয় শান্তবলয় বলা হয়।
Comments
Post a Comment