ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুদূরপ্রসারী। সমুদ্র ভারতের কেবল ভৌগোলিক সীমানাই নির্ধারণ করেনি, বরং এর সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি এবং বিশ্ব-সম্পর্কের উপর গভীর প্রভাব ফেলেছে। ভারতবর্ষের তিনদিক সমুদ্রবেষ্টিত। তাই, ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব থাকাটাই স্বাভাবিক ঘটনা। (১) তিনদিক সমুদ্রবেষ্টিত হওয়ায় তিন দিকের সীমান্ত বেশ সুরক্ষিত। (২) আবার এই সমুদ্রপথ ধরেই আমাদের দেশের সঙ্গে চিন, রোম, মালয়, সুমাত্রা, জাভা, সিংহল ও পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক গড়ে উঠেছে। (৩) এমনকি এই জলপথের মাধ্যমেই রাজনৈতিক প্রাধান্য স্থাপিত হয়েছে।
ইনসেলবার্জ
কঠিন শিলা দ্বারা গঠিত মরু অঞ্চল দীর্ঘদিন ধরে ক্ষয়প্রাপ্ত হয়ে প্রায় সমতলভূমিতে পরিণত হয়। এইরূপ সমতলভূমিতে ক্ষয় প্রতিরোধকারী কঠিন শিলা (গ্রানাইট, নিস প্রভৃতি) বিক্ষিপ্তভাবে টিলা আকারে অবস্থান করে। এই ধরনের বিক্ষিপ্ত টিলাগুলি ইনসেলবার্জ-এর সৃষ্টি করে।
উদাহরণ—দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমিতে ইনসেলবার্জ দেখা যায়। এছাড়াও মধ্যপ্রদেশের পাঁচমারি পাহাড়ে ইনসেলবার্জ ভূমিরূপ দেখা যায়।
Comments
Post a Comment