শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"
ইনসেলবার্জ
কঠিন শিলা দ্বারা গঠিত মরু অঞ্চল দীর্ঘদিন ধরে ক্ষয়প্রাপ্ত হয়ে প্রায় সমতলভূমিতে পরিণত হয়। এইরূপ সমতলভূমিতে ক্ষয় প্রতিরোধকারী কঠিন শিলা (গ্রানাইট, নিস প্রভৃতি) বিক্ষিপ্তভাবে টিলা আকারে অবস্থান করে। এই ধরনের বিক্ষিপ্ত টিলাগুলি ইনসেলবার্জ-এর সৃষ্টি করে।
উদাহরণ—দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমিতে ইনসেলবার্জ দেখা যায়। এছাড়াও মধ্যপ্রদেশের পাঁচমারি পাহাড়ে ইনসেলবার্জ ভূমিরূপ দেখা যায়।
Comments
Post a Comment