নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
ড্রামলিন
ড্রামলিন মূলত বোল্ডার-ক্লে অঞ্চলে সৃষ্টি হয় এবং একা অবস্থান না করে ঝাঁক বেঁধে অবস্থান করার ফলে এদের বলা হয় ‘ডিমভর্তি ঝুড়ি’ বা Basket of Eggs Relief।
ড্রামলিন সাধারণত হিমবাহপ্রবাহের সমান্তরালে অবস্থান করে। ভূবিজ্ঞানী ফ্লিন্টের মতে, ড্রামলিনগুলি ৩০০ থেকে ৬০০ মিটার চওড়া, ১ থেকে ২ কিলোমিটার লম্বা, এবং ১৫ থেকে ৩০ মিটার উঁচু হয়ে থাকে। ড্রামলিনের ক্ষেত্রে হিমবাহ প্রবাহের দিক অমসৃণ এবং বিপরীত দিকটি মসৃণ হয়ে থাকে। হিমবাহ যে দিকে প্রবাহিত হয় ড্রামলিনগুলি সেদিকে সমান্তরালভাবে অথবা লম্বালম্বিভাবে বা কোণাকুণিভাবে অবস্থান করে। এছাড়া ড্রামলিনের ঢাল হিমবাহের উজানের দিকে খাড়া এবং ভাটির দিকে মৃদু হয়।
একক ড্রামলিন সাধারণত দেখা যায় না, সাধারণত ঝাঁকে ঝাঁকে ড্রামলিন দেখা যায়। বহু ড্রামলিন একত্রে অবস্থান করলে তাদের মধ্যবর্তী অবনমিত অঞ্চলে হিমবাহ গলা জল জমে জলাভূমির সৃষ্টি করে। ইউরোপ মহাদেশের সুইডেন, নরওয়ে, আয়ারল্যান্ডের হিমবাহ অধ্যুষিত অঞ্চলে ড্রামলিন মধ্যবর্তী বহু জলাভূমি লক্ষ করা যায়। উত্তর আমেরিকার কানাডায় টরেন্টো হ্রদের দক্ষিণে ১৫০০০ বর্গকিমি এলাকার মধ্যে প্রায় ১০০০০ টি ড্রামলিন অবস্থান করতে দেখা যায়।
আরও পড়ুন::
Comments
Post a Comment