দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
ঝুলন্ত উপত্যকা
উচ্চপার্বত্য অঞ্চলে একটি প্রধান হিমবাহের সাথে এক বা একাধিক উপহিমবাহ এসে মিলিত হয়। প্রধান হিমবাহে বরফের পরিমাণ বেশি থাকার ফলে হিমবাহটি অধিক পরিমাণে ক্ষয়কার্য করে এবং হিমবাহ উপত্যকাটি গভীর হয়। অপরপক্ষে, উপহিমবাহগুলি ছোটো হওয়ায় এতে বরফের পরিমাণ কম থাকে এবং এদের উপত্যকার গভীরতাও কম হয়। পরবর্তীকালে হিমবাহ সরে গেলে শুধুমাত্র হিমবাহ উপত্যকাগুলি পড়ে থাকে। এই হিমবাহ উপত্যকাগুলিকে (প্রধান ও উপহিমবাহ উপত্যকা) সামগ্রিকভাবে দেখলে মনে হয় যে, মূল হিমবাহ উপত্যকাটির ওপর উপহিমবাহ উপত্যকাগুলি যেন ঝুলন্ত অবস্থায় আছে। তাই এদের ঝুলন্ত উপত্যকা বলে।
ভারতে গাড়োয়াল হিমালয়ের বদ্রীনাথের কাছে নরপর্বত থেকে নীচের দিকে কুবের নামে এইরকম ঝুলন্ত উপত্যকা হিমবাহ দেখা যায়। পরবর্তীকালে হিমবাহ অপসারিত হলে এবং ওই ঝুলন্ত উপত্যকা বরাবর নদী প্রবাহিত হলে ঝুলন্ত উপত্যকার প্রান্তদেশে জলপ্রপাতের সৃষ্টি হয়। আমেরিকা যুক্তরাষ্ট্রের মারসেদ নদী ঝুলন্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় ভারনাল নামক জলপ্রপাতের সৃষ্টি করেছে।
আরও পড়ুন::
Comments
Post a Comment