প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
ঝুলন্ত উপত্যকা
উচ্চপার্বত্য অঞ্চলে একটি প্রধান হিমবাহের সাথে এক বা একাধিক উপহিমবাহ এসে মিলিত হয়। প্রধান হিমবাহে বরফের পরিমাণ বেশি থাকার ফলে হিমবাহটি অধিক পরিমাণে ক্ষয়কার্য করে এবং হিমবাহ উপত্যকাটি গভীর হয়। অপরপক্ষে, উপহিমবাহগুলি ছোটো হওয়ায় এতে বরফের পরিমাণ কম থাকে এবং এদের উপত্যকার গভীরতাও কম হয়। পরবর্তীকালে হিমবাহ সরে গেলে শুধুমাত্র হিমবাহ উপত্যকাগুলি পড়ে থাকে। এই হিমবাহ উপত্যকাগুলিকে (প্রধান ও উপহিমবাহ উপত্যকা) সামগ্রিকভাবে দেখলে মনে হয় যে, মূল হিমবাহ উপত্যকাটির ওপর উপহিমবাহ উপত্যকাগুলি যেন ঝুলন্ত অবস্থায় আছে। তাই এদের ঝুলন্ত উপত্যকা বলে।
ভারতে গাড়োয়াল হিমালয়ের বদ্রীনাথের কাছে নরপর্বত থেকে নীচের দিকে কুবের নামে এইরকম ঝুলন্ত উপত্যকা হিমবাহ দেখা যায়। পরবর্তীকালে হিমবাহ অপসারিত হলে এবং ওই ঝুলন্ত উপত্যকা বরাবর নদী প্রবাহিত হলে ঝুলন্ত উপত্যকার প্রান্তদেশে জলপ্রপাতের সৃষ্টি হয়। আমেরিকা যুক্তরাষ্ট্রের মারসেদ নদী ঝুলন্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় ভারনাল নামক জলপ্রপাতের সৃষ্টি করেছে।
আরও পড়ুন::
Comments
Post a Comment