দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপের অন্যতম উল্লেখযোগ্য নিদর্শন হল ‘নব ও কেটেল'।
কেটল (Kettle)—
আউট-ওয়াশ সমভূমিতে নানারকম অবক্ষেপের মধ্যে চাপা পড়া বিরাট বরফের চাঁই কালক্রমে গলে গেলে অনেক সময় ছোটো বড়ো আকারের গর্ত সৃষ্টি হয়—এই সব গর্তগুলোকে কেটেল বলে। কেটেল নামে এইসব গর্তগুলো জলপূর্ণ হয়ে যে হ্রদ সৃষ্টি করে, তাকে কেটল হ্রদ (Kettle Lake) বলে। ইউরোপ মহাদেশের স্কটল্যান্ডের ওর্কনে দ্বীপে ‘কেটল’ ও ‘কেটল হ্রদ’ দেখা যায়।
নব (Knob)—
অনেক সময় হিমবাহের প্রান্ত ভাগ থেকে প্রবাহিত বরফগলা জলধারার প্রভাবে প্রান্ত গ্রাবরেখায় পাথর, নুড়ি, কাঁকর প্রভৃতি সঞ্চিত হয়ে ছোটো ছোটো টিলা বা ঢিবির মতো ভূমিরূপের সৃষ্টি হয়, এইসব ঢিবিগুলোকে নব বলে।
উত্তর ইউরোপের বিভিন্ন স্থানে ছোটো ছোটো টিলা ও হ্রদের পাশাপাশি সহাবস্থান চোখে পড়ে, একে ‘ নব ও কেটল ভূমিরূপ' (Knob & Kettle Topography) বলে।
Comments
Post a Comment