মেহেরগড় সভ্যতার অবস্থান ও কালসীমা (Location and Chronology of the Mehrgarh Civilization)
হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপের অন্যতম উল্লেখযোগ্য নিদর্শন হল ‘নব ও কেটেল'।
কেটল (Kettle)—
আউট-ওয়াশ সমভূমিতে নানারকম অবক্ষেপের মধ্যে চাপা পড়া বিরাট বরফের চাঁই কালক্রমে গলে গেলে অনেক সময় ছোটো বড়ো আকারের গর্ত সৃষ্টি হয়—এই সব গর্তগুলোকে কেটেল বলে। কেটেল নামে এইসব গর্তগুলো জলপূর্ণ হয়ে যে হ্রদ সৃষ্টি করে, তাকে কেটল হ্রদ (Kettle Lake) বলে। ইউরোপ মহাদেশের স্কটল্যান্ডের ওর্কনে দ্বীপে ‘কেটল’ ও ‘কেটল হ্রদ’ দেখা যায়।
নব (Knob)—
অনেক সময় হিমবাহের প্রান্ত ভাগ থেকে প্রবাহিত বরফগলা জলধারার প্রভাবে প্রান্ত গ্রাবরেখায় পাথর, নুড়ি, কাঁকর প্রভৃতি সঞ্চিত হয়ে ছোটো ছোটো টিলা বা ঢিবির মতো ভূমিরূপের সৃষ্টি হয়, এইসব ঢিবিগুলোকে নব বলে।
উত্তর ইউরোপের বিভিন্ন স্থানে ছোটো ছোটো টিলা ও হ্রদের পাশাপাশি সহাবস্থান চোখে পড়ে, একে ‘ নব ও কেটল ভূমিরূপ' (Knob & Kettle Topography) বলে।
Comments
Post a Comment