নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
হিমবাহ
উচ্চ–পার্বত্য বা মেরু অঞ্চলে হিমরেখার ঊর্ধ্বে ক্রমাগত তুষারপাত ঘটে। ওপরের তুষারকণার চাপে নিম্নের তুষারকণার মধ্যবর্তী বায়ু নিষ্কাশিত হয়ে কঠিন বরফে পরিণত হয়। বরফের আয়তন বৃদ্ধি পেলে তা মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূমির ঢাল অনুসারে ধীরেধীরে উপত্যকার মধ্য দিয়ে নীচের দিকে নামতে থাকে। বিশাল আয়তনের হিমবাহের স্তূপ যখন অগ্রসর হয় তখন ওপরের বরফরাশির চাপে ও ঘর্ষণে হিমবাহের তলদেশ সামান্য উত্তপ্ত হয়ে পড়ে। ফলে বরফের তলদেশ গলে পিচ্ছিল হয়ে যায়, যা হিমবাহের অবতরণকে ত্বরান্বিত করে। এইভাবেই হিমবাহের সৃষ্টি হয়।
হিমবাহের অবস্থানের ওপর ভিত্তি করে ভূবিজ্ঞানী আলসান ১৯৪৮ খ্রিস্টাব্দে হিমবাহকে প্রধানত তিনটি শ্রেণিতে ভাগ করেন। যথা—
(১) পাদদেশীয় হিমবাহ—
হিমবাহ যখন উঁচু পর্বতের ওপর থেকে নেমে এসে পর্বতের পাদদেশে বিস্তৃত হয়, তখন তাকে পাদদেশীয় হিমবাহ বলে।
যেমন—আলাস্কার মালাসপিনা হিমবাহটি হল পৃথিবার বৃহত্তম পাদদেশীয় হিমবাহের উল্লেখযোগ্য উদাহরণ, এটি প্রায় ৪,০০০ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত।
(২) মহাদেশীয় হিমবাহ—
সুমেরু ও কুমেরু অঞ্চল জুড়ে যে বিরাট বরফের স্তর দেখা যায় তাকে মহাদেশীয় হিমবাহ বলে।
যেমন—অ্যান্টার্কটিকার ল্যাম্বার্ট পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ।
(৩) পার্বত্য বা উপত্যকা হিমবাহ—
পার্বত্য অঞ্চলে প্রধানত উচ্চতার প্রভাবে সঞ্চিত বরফ যখন মাধ্যাকর্ষণ বলের দ্বারা কোনো উপত্যকার মধ্য দিয়ে ধীরে ধীরে নেমে আসে তখন তাকে পার্বত্য বা উপত্যকা হিমবাহ বলে।
যেমন—আমেরিকা যুক্তরাষ্ট্রের আলাস্কা প্রদেশের হুবার্ড পৃথিবীর দীর্ঘতম পার্বত্য বা উপত্যকা হিমবাহ।
Comments
Post a Comment