লোয়েস সমভূমি
বায়ুর পরিবহনও অবক্ষেপণের একটি উল্লেখযোগ্য উদাহরণ হল লোয়েস সমভূমি। ‘লোয়েস’ কথাটির অর্থ ‘স্থানচ্যুত বস্তু’ বায়ুপ্রবাহিত অতিসূক্ষ্ম বালিকণা, মাটির কণা বা মৃত্তিকা ‘লোয়েস’ নামে পরিচিত। ০.০৫ মিলিমিটার ব্যাসের সূক্ষ্ম বালিকণা, মাটির কণা প্রভৃতি বায়ুর সঙ্গে বহুদূর উড়ে যেতে পারে। অতিসূক্ষ্ম বালিকণা, মাটির কণা বা মৃত্তিকা বায়ুর দ্বারা পরিবাহিত হয়ে কোনো নীচু স্থানে জমা হয়ে যে সমভূমি গঠন করে তাকে লোয়েস সমভূমি বলে। কখনও কখনও মরুভূমির বালি বায়ু দ্বারা অপসারিত হয়ে পার্শ্ববর্তী কোনো উর্বর কৃষিভূমিকে ক্রমশ ঢেকে ফেলে জমিটির উর্বরতা শক্তি নষ্ট করে দেয় এবং ধীরে ধীরে কৃষিভূমিটিকে মরুভূমি গ্রাস করে ফেলে।
লোয়েস সমভূমি বায়ুর অবক্ষেপণের দ্বারা সৃষ্টি হলেও এদের মধ্যে কোনো স্তরবিন্যাস লক্ষ করা যায় না। মধ্য এশিয়ার গোবি মরুভূমির হলুদ বর্ণের বালুকণা চিনদেশের হোয়াংহো নদী অববাহিকায় সঞ্চিত হয়ে লোয়েস সমভূমি গঠন করেছে। এই সমভূমি ২,৫০,০০০ বর্গমাইল জুড়ে অবস্থিত যার গড় গভীরতা প্রায় ২০০-৫০০ ফুট। চিন দেশে লোয়েস সমভূমিকে বলা হয়— 'Hwangto—The yellow Earth'। জার্মানি ও ফ্রান্সে এই ধরনের সমভূমি ‘লিমন’ ও আমেরিকা যুক্তরাষ্ট্রে ‘অ্যাডোব’ নামে পরিচিত। সূক্ষ্ম পলিকণা দ্বারা গঠিত, খনিজ লবণে পূর্ণ ও গভীর হওয়ায় লোয়েস মাটি বেশ উর্বর। জলসেচের ব্যবস্থা করলে লোয়েস সমভূমি কৃষিতে সমৃদ্ধ হয়ে উঠতে পারে।
উত্তর চিনের লোয়েস সমভূমি অঞ্চল হল বায়ুর পরিবহন ও অবক্ষেপণের একটি উল্লেখযোগ্য উদাহরণ। মধ্য এশিয়ার গোবি মরুভূমি থেকে শীতকালীন উত্তর-পূর্ব মৌসুমি বায়ু বাহিত হয়ে বিপুল পরিমাণে লোয়েস মৃত্তিকা উত্তর চিনের হোয়াংহো নদীর অববাহিকায় দীর্ঘদিন ধরে সঞ্চিত হয়ে সেখানে লোয়েস সমভূমির সৃষ্টি করেছে।
Comments
Post a Comment