ভারতীয় সভ্যতার বিবর্তন - এক নম্বরের প্রশ্নোত্তর ১। ভারতবর্ষের প্রাচীনতম নগর সভ্যতার নাম লেখো। উঃ। ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা হল সিন্ধুসভ্যতা। ২। সিন্ধুসভ্যতা কে, কবে আবিষ্কার করেন? উঃ। ১৯২২ খ্রিস্টাব্দে প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় ও দয়ারাম সাহানি সিন্ধুসভ্যতা আবিষ্কার করেন। এসময় ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের অধিকর্তা ছিলেন স্যার জন মার্শাল। ৩। 'মহেন-জো-দারো' কথার অর্থ কী? উঃ। মহেন-জো-দারো কথার অর্থ-‘মৃতের স্তূপ’। ৪। সিন্ধুসভ্যতা কোন্ যুগের সভ্যতা? উঃ। সিন্ধুসভ্যতা 'তাম্র-প্রস্তর যুগ’ (Chalcolithic Age)-এর সভ্যতা। ৫। হরপ্পা কোথায় অবস্থিত? উঃ। পাঞ্জাবের মন্টগোমারি-তে হরপ্পা অবস্থিত।
রসে মোতানে
‘হিমবাহ-উপত্যকার’ মধ্যে ঢিবির মতো উঁচু হয়ে থাকা কঠিন শিলাখণ্ডের ওপর দিয়ে কোনো হিমবাহ প্রবাহিত হলে, হিমবাহটির ক্ষয়কাজের ফলে হিমবাহ প্রবাহের দিকে শিলাখণ্ডটি মসৃণ এবং হিমবাহ প্রবাহের বিপরীত দিকে শিলাখণ্ডটি অসমতল বা এবড়োখেবড়ো হয়ে যায়। পার্বত্য হিমবাহের ক্ষয়কাজের ফলে শক্ত শিলাখণ্ডে গঠিত একদিকে মসৃণ এবং আর এক দিকে এবড়োখেবড়ো এইরকম শিলাখণ্ড বা ঢিবিকে রসে মোতানে বলা হয়। কানাডীয় শিল্ড অঞ্চলে রসে মোতানে দেখা যায়।
Comments
Post a Comment