শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"
রসে মোতানে
‘হিমবাহ-উপত্যকার’ মধ্যে ঢিবির মতো উঁচু হয়ে থাকা কঠিন শিলাখণ্ডের ওপর দিয়ে কোনো হিমবাহ প্রবাহিত হলে, হিমবাহটির ক্ষয়কাজের ফলে হিমবাহ প্রবাহের দিকে শিলাখণ্ডটি মসৃণ এবং হিমবাহ প্রবাহের বিপরীত দিকে শিলাখণ্ডটি অসমতল বা এবড়োখেবড়ো হয়ে যায়। পার্বত্য হিমবাহের ক্ষয়কাজের ফলে শক্ত শিলাখণ্ডে গঠিত একদিকে মসৃণ এবং আর এক দিকে এবড়োখেবড়ো এইরকম শিলাখণ্ড বা ঢিবিকে রসে মোতানে বলা হয়। কানাডীয় শিল্ড অঞ্চলে রসে মোতানে দেখা যায়।
Comments
Post a Comment